Birbhum News: শরীরে-গলাতে আঘাতের দাগ, নানুরে নিজের বাড়িতেই খুন গৃহবধূ
Birbhum Murder Case: বীরভূমের নানুরে গোমড়া গ্রামে খুন বছর চল্লিশের সঞ্চিতা শেঠ নামে এক গৃহবধূ।
পরিতোষ দাস, বীরভূমঃ বীরভূমের নানুরে গোমড়া গ্রামে খুন গৃহবধূ। গত রাত্রিতে নিজের বাড়ীতেই খুন হন। জানা গিয়েছে, বাড়িতে একাই থাকতেন বছর চল্লিশের সঞ্চিতা শেঠ নামে ঐ গৃহবধূ। আজ সকালে প্রতিবেশীরা দেখতে না পেয়ে সন্দেহ হওয়ায় বাড়িতে গিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় ঘরের মধ্যে পড়ে রয়েছে ওই মহিলা। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, গলাতেও রয়েছে আঘাতের দাগ। ঠিক কী কারণে খুন হয়েছেন মহিলা, তা তদন্ত করে দেখছে নানুর থানার পুলিশ।
ঐ মহিলা বাড়িতে একাই থাকতেন, এবং সকালে সবার আগেই তিনি বাড়ির দরজা খুলে বের হতেন
আরও পড়ুন, মোবাইল-টর্চের আলোয় চিকিৎসা ! চ্যাংড়াবান্ধার স্বাস্থ্য কেন্দ্রে ফুঁসছে রোগীর পরিবার
জানা গিয়েছে, ছাদের দরজা ও বাড়ির মূল গেট খোলা ছিল। তবে ছাদের দরজা ভাঙা অবস্থায় রয়েছে। প্রতিবেশীরা জানিয়েছেন, ঐ মহিলা বাড়িতে একাই থাকতেন, এবং সকালে সবার আগেই তিনি বাড়ির দরজা খুলে বের হতেন। আজ সকালে উঠতে দেরি হওয়ায়,প্রতিবেশিরা ডাকাডাকি করে সাড়া না পেয়ে ঘরের মধ্যে থাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। শরীরে রয়েছে আঘাতের চিহ্ন। পরে নানুর থানার পুলিশ এসে, ময়নাতদন্তের জন্য দেহটি নিয়ে যায়। জানা গিয়েছে, কাপড়ে জরি বসানোর কাজ করতেন ওই মহিলা। তবে কী কারণে খুন হয়েছেন, তদন্ত করে দেখছে নানুর থানার পুলিশ। পরিবারের সদস্যদের দাবি, যারা খুন করেছে তাদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে।
এরাজ্যে যারা একা বাড়ি ফেরেন, একা বাড়ি থাকেন যেসকল মহিলা, তাঁদের সুরক্ষা নিয়ে উঠল প্রশ্ন
প্রসঙ্গত, রাজ্যে খুনের ঘটনা কিছু কমছে না। জানুয়ারির শুরু থেকে রাজ্যে মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগণা, উত্তর ২৪ পরগণা-সহ একাধিক খুনের ঘটনা প্রকাশ্যে এসেছে। পরকিয়ার কারণে হোক কিংবা অত্যাচার করেই হোক, একাধিক গৃহবধূ খুনের ঘটনা সামনে এসেছে। এর মধ্যে রাজনৈতিকও হয়েছে একাধিক। পুরুলিয়ায় ঝালদায় তপন কান্দু হত্যা থেকে শুরু করে সদ্য ক্যানিংয়ে ৩ তৃণমূল নেতা খুন হয়েছেন। প্রতিটি খুনেই তদন্ত শুরু হয়েছে। কিন্তু রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ ইতিমধ্যেই রাজ্যে একাধিক ধর্ষণ-সহ খুনের ঘটনাও ঘটেছে। তাই এ রাজ্যে যারা একা বাড়ি ফেরেন, কিংবা একা বাড়ি থাকেন যেসকল মহিলা, তাঁদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী শিবির।