Birbhum News: বোলপুরে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার এক
বোলপুরে নাবালিকাকে গণধর্ষণে অভিযুক্ত তৃণমূলেরই এক পঞ্চায়েত সদস্য। আর চাঞ্চল্যকর ঘটনা হল, মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধেও।
আবির ইসলাম, বোলপুর: বোলপুরে (Bolpur) নাবালিকাকে গণধর্ষণের (Gang Rape) অভিযোগে গ্রেফতার তৃণমূলের (TMC) এক পঞ্চায়েত (Panchayet) সদস্য। ঘটনায় নাম জড়িয়েছে নির্যাতিতার বাবার নামও। হাসপাতালে ভর্তি রয়েছে নির্যাতিতা।
ফের গণধর্ষণের অভিযোগ রাজ্যে: নদিয়ার (Nadia) হাঁসখালি, দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) কাকদ্বীপের (Kakdwip) পর, এবার বীরভূমের (Birbhum) বোলপুর (Bolpur) ফের উঠল গণধর্ষণের অভিযোগ। বোলপুরে নাবালিকাকে গণধর্ষণে অভিযুক্ত তৃণমূলেরই এক পঞ্চায়েত সদস্য। আর চাঞ্চল্যকর ঘটনা হল, মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধেও। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ গ্রেফতার (Arrest) করেছে তৃণমূলের পঞ্চায়েত সদস্য দীপ্তিমান ঘোষকে।
গ্রেফতার তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য: নির্যাতিতার মাসতুতো দিদির দাবি, বহুদিন আগে তৃণমূল পঞ্চায়েত সদস্যের কাছ থেকে লক্ষাধিক টাকা ধার নেন নাবালিকার বাবা। কিন্তু, সেই টাকা শোধ করতে না পারেননি। অভিযোগ, টাকা শোধ করতে না পেরে ৩১ মার্চ শাসক নেতার কাছে মেয়েকে দিয়ে আসে বাবা। গণধর্ষণের শিকার হয় নাবালিকা। তৃণমূলের পঞ্চায়েত সদস্য ছাড়াও গ্রামের দুই বাসিন্দা ও মেয়েটির বাবার নামও এই ঘটনায় জড়ায়। মঙ্গলবার বোলপুর থানায় নির্যাতিতার মাসতুতো দিদি অভিযোগ দায়ের করলে, পুলিশ তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করে।
একাধিক ধারায় মামলা রুজু: ধৃত তৃণমূল পঞ্চায়েত সদস্য দীপ্তিমান ঘোষের অবশ্য দাবি, “আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে, আমাকে ফাঁসানো হয়েছে, আমি নির্দোষ। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ৩৭৬ D ধারায় গণধর্ষণ, ৫০৬ নম্বর ধারায় হুমকি ও পকসো আইনে মামলা রুজু হয়েছে। বীরভূমের পুলিশ সুপার (Police Super, Birbhum) নগেন্দ্রনাথ ত্রিপাঠী বলেন, “তদন্ত শুরু করেছি, একাধিক ধারায় মামলা হয়েছে, মেয়েটি হাসপাতালে ভর্তি আছে।’’ পুলিশ একজনকে গ্রেফতার করতে পারলেও, এখনও অধরা নাবালিকার বাবা-সহ আরও দুই অভিযুক্ত।
আরও পড়ুন: Bus Stand Shifting: ১৪ দিনের মধ্যে বাবুঘাট থেকে সাঁতরাগাছিতে সরাতে হবে বাসস্ট্যান্ড, জারি বিজ্ঞপ্তি