Birbhum News: কৌশিকী অমাবস্যায় তারাপীঠের পোস্টারে মমতা-আশিস, ব্রাত্য অনুব্রত
Poster Controversy: কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে সেজে উঠেছে বীরভূমের তারাপীঠ। মন্দিরে যাওয়ার রাস্তার দু’ধারে পড়েছে, এরকম ফ্লেক্স। আর সেখানেই ধরা পড়েছে পরিবর্তন।
নান্টু পাল, বীরভূম: গরুপাচার মামলায় জেলে যেতেই, বীরভূমে পোস্টার থেকে বাদ পড়লেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে তারাপীঠের (Tarapith) রাস্তায় পড়েছে একাধিক পোস্টার। বিগত বছরে সেখানে জ্বলজ্বল করত অনুব্রতর ছবি। এবার তা উধাও। এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা।
পোস্টার থেকে বাদ পড়লেন অনুব্রত মণ্ডল: কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে সেজে উঠেছে বীরভূমের (Birbhum) তারাপীঠ। মন্দিরে যাওয়ার রাস্তার দু’ধারে পড়েছে, এরকম ফ্লেক্স। আর সেখানেই ধরা পড়েছে পরিবর্তন। আগে কৌশিকী অমাবস্যার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্সের পাশাপাশি রাস্তা ছেয়ে যেত অনুব্রত মণ্ডলের ছবি দেওয়া পোস্টারে। কিন্তু, এবার তারাপীঠ-রামপুরহাট উন্নয়ন পর্ষদের তরফে, কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে রাস্তার দুধারে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি দেওয়া ফ্লেক্সে রয়েছে, রামপুরহাটের তৃণমূল বিধায়ক (TMC MLA) আশিস বন্দ্যোপাধ্যায়ের (Ashish Banerjee) নাম। কিন্তু সমস্ত পোস্টার থেকে বাদ পড়েছেন গরু পাচার মামলায় জেলবন্দি অনুব্রত মণ্ডল।
আর এই ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করেছে বিরোধীরা। পাল্টা তৃণমূলের দাবি এর মধ্যে রাজনীতি নেই। বিজেপির (BJP) বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা বলেন, “বাংলার মানুষ রাস্তায় দাঁড়িয়ে বলছে গরু চোর গরু চোর। তৃণমূল আর গরু চোরের ছবি রাখতে চাইছে না। তৃণমূলের মুখ দেখানোর জায়গা নেই।’’ সিপিএমের (CPM) জেলা কমিটির সদস্য সঞ্জীব বর্মন বলেন, “যে আন্তর্জাতিক গরু পাচার চক্রের প্রধান চক্রী এবং সে জেলে আছে। পূর্নাথীরা তার ছবি দেখে কি করে পূণ্য করতে যাবে। এটা কি হয়। তৃনমুল বুঝে নিয়েছে এটা মানুষের মধ্যে খারাপ প্রভাব তার জন্য তার ছবি রাখেনি।’’
বীরভূম (Birbhum) জেলা তৃণমূলের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, আমাদের জেলার সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) বর্তমানে সিবিআই হেফাজতে আছে। এর ফলে সকলে মন ভারাক্রান্ত। তাই ফ্লেক্স সব জায়গায় ফ্লেক্স লাগানো হয়নি। এরমধ্যে কোনো রাজনীতি নেই। গরু পাচারকাণ্ডে (Cow Smuggling Case) ধৃত অনুব্রত মণ্ডলকে বুধবারই ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। আপাতত আসানসোল (Asansol) জেলে রয়েছেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। তারপরই নিজের জেলায় পোস্টার (Poster) থেকে বাদ পড়লেন তিনি।
আরও পড়ুন: Manik Bhattacharya: কোথায় গেলেন মানিক ভট্টাচার্য? লুক আউট নোটিস জারি সিবিআইয়ের