Nanoor : পাওনার ৭৫ টাকা চেয়েছিলেন, বৃদ্ধকে খুনের অভিযোগ নানুরে
Old man allegedly Murdered : এই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতির যাতে অবনতি না হয়ে, সেজন্য নানুর থানার পক্ষ থেকে গ্রামে বসানো হয়েছে পুলিশ পিকেট।
পরিতোষ দাস, নানুর (বীরভূম) : পাওনার ৭৫ টাকা চাওয়ায় বাঁশ ও লাঠি নিয়ে হামলা। তাতে আঘাত পেয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। বীরভূমে (Birbhum) নানুরের (Nanoor) হারমুর গ্রামের ঘটনা। মৃতের নাম শেখ শাহনওয়াজ (৬৪)। ঘটনায় তিন জনকে আটক করেছে নানুর থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতির যাতে অবনতি না হয়ে, সেজন্য নানুর থানার পক্ষ থেকে গ্রামে বসানো হয়েছে পুলিশ পিকেট। গ্রামে চলছে পুলিশের টহলদারি।
ঘটনাটা কী ?
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে প্রতিবেশী শেখ শাহজাহান ও নুরজাহানদের পরিবারের জমির বীজতলায় ট্রাক্টর দিয়ে চাষ করেছিলেন শেখ শাহনওয়াজের ছেলেরা। আর তার পাওনা টাকা ৬৭৫। কিছুদিন আগে ৬০০ টাকা দিয়ে দিলেও, পাওনার বাকি ৭৫ টাকা চাওয়াকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত। শুক্রবার সন্ধ্যায় সেই টাকা চাওয়াকে কেন্দ্র করে শুরু হয় উভয়পক্ষের মধ্যে বচসা ও হাতাহাতি। অভিযোগ, সাময়িকভাবে সেই ঝামেলা মিটে গেলেও, কিছুক্ষণ পর শেখ শাহনওয়াজ ও তাঁর ভাই শেখ শওকত স্থানীয় মসজিদ থেকে নমাজ পড়ে বাড়ি ফেরার পথে তাঁদের ওপর বাঁশ, লাঠি নিয়ে চড়াও হয় শেখ শাহজাহান ও শেখ নুরজাহানের পরিবারের সদস্যরা।
আরও পড়ুন ; বীরভূমে টানা দ্বিতীয়দিন উদ্ধার বিপুল বিস্ফোরক, প্রায় ৩০০ কুইন্টাল অ্যামোনিয়া নাইট্রেটের খোঁজ
ঘটনায় আহত হন বেশ কয়েকজন। গুরুতর আহত হন শেখ শাহনওয়াজ। পরিবারের সদস্যরা তাঁকে আহত অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এর জেরে গ্রামে উত্তেজনা ছড়ায়। নানুর থানার পক্ষ থেকে গ্রামে পুলিশ পিকেট বসানো হয়েছে। গ্রামে চলছে পুলিশের টহলদারি।
এদিকে ঘটনার পর অভিযুক্তদের পরিবারের অধিকাংশ সদস্যই গ্রামছাড়া। নানুর থানার পুলিশ তিন জনকে আটক করেছে। ঘটনাকে কেন্দ্র করে গ্রামে যাতে নতুন করে উত্তেজনা না ছড়ায়, সেদিকে নজর রাখছে নানুর থানার পুলিশ। মৃতের পরিবার অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।