Birbhum News: বাঁশ, লাঠি দিয়ে পিটিয়ে অনুব্রত ঘনিষ্ঠের হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ ! কাঠগড়ায় কাজল-অনুগামীরা
TMC News: মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা কোর কমিটিই এখন সংগঠন চালাচ্ছে। তার পরেও বিধানসভা ভোটের একবছর আগে, বীরভূমে তৃণমূলের কোন্দল মেটবার নাম নেই।

ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর : ফের বীরভূমে অনুব্রত মণ্ডল-কাজল শেখের সংঘাত। অনুব্রত ঘনিষ্ঠের হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠল কাজল শেখের অনুগামীদের বিরুদ্ধে। অনুব্রত মণ্ডলের অনুগামী হওয়ায় হামলা, অভিযোগ আক্রান্ত তৃণমূল নেতার।
বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি পদটাই আর নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা কোর কমিটিই এখন সংগঠন চালাচ্ছে। তার পরেও বিধানসভা ভোটের একবছর আগে, বীরভূমে তৃণমূলের কোন্দল মেটবার নাম নেই। এবার অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠকে মেরে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠল কাজল শেখের গোষ্ঠীর বিরুদ্ধে।
বোলপুরে তৃণমূলের জেলা পার্টি অফিস থাকে বাড়ি ফেরার সময় বুধবার রাতে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নুর আলমকে পিটিয়ে হাত, পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। পরে তাঁকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। নুর আলম নিজেকে অনুব্রত মণ্ডলের অনুগামী বলে দাবি করেছেন। অভিযোগের তীর, কাজল শেখ অনুগামীদের বিরুদ্ধে।
নুর আলম জানান, তিনি প্রতিদিন জেলা পার্টি অফিসে আসেন। তিন দিন আগে অনুব্রত মণ্ডলের ডাকা মহা মিছিলে যোগ দিয়েছিলেন। বুধবার রাতে বাইকে করে বাড়ি ফেরার সময় বোলপুর থানার জাহানাবাদ ব্রিজের কাছে বেশ কয়েকজন তাঁকে আটকে বাঁশ, লাঠি দিয়ে তাঁর হাত-পায়ে মারা হয়।
দিনকয়েক আগে প্রকাশ্য়েই দলের একাংশকে নিশানা করেছিলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের ঘনিষ্ঠ তৃণমূল নেতা এবং জেলা পরিষদের পূর্ত কর্মাধ্য়ক্ষ নুরুল ইসলাম। ইঙ্গিতপূর্ণভাবে তাঁর মুখে বারবার শোনা গিয়েছিল বোলপুর-প্রসঙ্গ। যেখানে অনুব্রত মণ্ডলের বাড়ি। তিনি বলেছিলেন, "কেউ কেউ...মাতব্বরি বাড়ানোর জন্য়, আমাকে জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে বিদ্রোহ করার প্রস্তাব দেওয়া হয়েছিল। আমি মানিনি। সমানে গালমন্দ, সমানে যা খুশি তাই, কোনও কারণ ছাড়াই যা ইচ্ছে তাই বলে যাচ্ছে সমানে, বলছে বোলপুর এটা করতে বলেছে । বোলপুর এটা করতে বলেছে। বোলপুরের নির্দেশেই ... বলল নুরুলকে ময়দান থেকে হটিয়ে দে। এটা হচ্ছে বোলপুরের নির্দেশ।" এনিয়ে পাল্টা আক্রমণ করতে ছাড়েননি অনুব্রত মণ্ডলও। তিনি বলেন, "যা হোগা দেখ লেগা। কে পাগলের মতন কী বলছে তার জবাব তো আমি দিতে বাধ্য নই। কার কত দৌড় কার কত ক্ষমতা আমার জানা আছে। ছোট মাছ ক'দিন জলে আনলে লাফালাফি করে।"























