(Source: ECI/ABP News/ABP Majha)
Suvendu Adhikari : 'যেমন সুচপুরের ঘটনায় সিপিএম শেষ হয়েছে, রামপুরহাটের ঘটনায় তৃণমূল শেষ হবে’ : শুভেন্দু অধিকারী
রামপুরহাট কাণ্ড নিয়ে ‘১১ এপ্রিল জেলাশাসকের অফিস অভিযান করবে বিজেপি, বলেও জানান শুভেন্দু অধিকারী।
রামপুরহাট : রামপুরহাট হত্যাকাণ্ড (Rampurhat Violence) নিয়ে তৃণমূল কংগ্রেস (TMC) ও মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) তীব্র আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন, যেমন সুচপুরের ঘটনায় সিপিএম (cpim) শেষ হয়েছে, রামপুরহাটের ঘটনায় তৃণমূল শেষ হবে’। আক্রমণ শানিয়ে বিরোধী দলনেতা বলেন, ‘মারল তৃণমূল, মরল তৃণমূল, জেলেও গেল তৃণমূল, মুখ্যমন্ত্রী এসে টাকা বিলি করলেন। মুখ্যমন্ত্রী বলছেন পুলিশকে কেস সাজাতে। আজ বলা হচ্ছে আনারুল পুলিশকে যেতে দেয়নি। এমন আনারুল রাজ্যজুড়ে ছড়িয়ে আছে’। রামপুরহাট কাণ্ড নিয়ে ‘১১ এপ্রিল জেলাশাসকের অফিস অভিযান করবে বিজেপি, বলেও জানান শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রী ও অনুব্রত মণ্ডলকে নিশানা-
আক্রমণের সুর বাড়িয়ে শুভেন্দু অধিকারীর আক্রমণ, 'এই জেলায় গণতন্ত্রকে ধ্বংস করে একনায়কতন্ত্র কায়েম করা হয়েছে, আর এটা করেছেন মুখ্যমন্ত্রী নিজে। প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী জেলার যে অশিক্ষিত-জেলার সভাপতি রয়েছে বসিয়ে রেখে আইসি-ওসিকে বলেছেন যাতে তাঁর নির্দেশে চলে।' মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে নিশানা করে তিনি বলেন, 'তদন্তকারী সংস্থাকে বলব শুধু মার্ডারারদের ধরলে হবে না, বাইক বাহিনকে ধরলে হবে না। যারা ফোন করেছেন, তাদের ফোন কল রেকর্ড করতে হবে। অনুব্রত মণ্ডলের কল রেকর্ড আগে ধরা উচিত। তার সঙ্গে পশ্চিমবঙ্গে পুলিশমন্ত্রীর ওইদিন কতবার কথা হয়েছে সেটা দেখা উচিত।'
আনারুল ফোন করেছিল অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal)। অনুব্রত বলেছিল দুটো বাড়ি জ্বলতে দিন না। দুজনের ফোন কল পরীক্ষা করলেই মিলবে প্রমাণ। অভিযোগ বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের (Soumitra Khan)। সিপিএমের (cpm) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী (sujan chakraborty) বলেছেন, 'কেউ বলছেন টিভি ব্লাস্ট, কেউ বলছেন শট সার্কিট। অনুব্রত মণ্ডলের ১০০ শতাংশ ষড়যন্ত্র। ওর নেতৃত্বে ক্ষমতা দখলের লড়াই চলছে।'
আরও পড়ুন- দলেই কি চাপে অনুব্রত? কুণালের খোঁচা 'উনি অনেক বড় নেতা, বেশি বোঝেন'