Anubrata Mondal Update: অনুব্রতর অনুপস্থিতিতেই যজ্ঞের আয়োজন বোলপুরের নিচুপট্টির বাড়িতে
Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) ফেলে যাওয়া কাজ করলেন মেয়ে, দাদা-সহ পরিবারের সদস্যরা। সূত্রের খবর, অনুব্রতর ইচ্ছাতে ফের তাঁর বাড়িতে আজ যজ্ঞের আয়োজন করা হয়েছে।
আবির ইসলাম ও সন্দীপ সরকার, বোলপুর: অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) ফেলে যাওয়া কাজ করলেন মেয়ে, দাদা-সহ পরিবারের সদস্যরা। বোলপুরের (Bolpur) নিচুপট্টি এলাকায় বীরভূমের (Birbhum) তৃণমূল জেলা সভাপতির বাড়িতে আজ যজ্ঞের আয়োজন করা হয়। সিবিআইয়ের (CBI) হাতে অনুব্রত (Anubrata Mondal) গ্রেফতার হওয়ার পর, বাতিল করা হয়েছিল পরিকল্পনা। খুলে ফেলা হয় ছাদের প্যান্ডেল। সূত্রের খবর, এরপর অনুব্রতর ইচ্ছাতে ফের তাঁর বাড়িতে আজ যজ্ঞের আয়োজন করা হয়েছে। এদিন অনুব্রতর বাড়িতে যান বোলপুরের সাংসদ অসিত মাল ও নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি।
অনুব্রত মণ্ডলের বাড়িতে যজ্ঞের আয়োজন: শ্রাবণ মাসের শেষ সোমবার। প্রতিবছর এই দিনটিতে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বাড়িতে আয়োজন করা হয় বিশেষ পুজোর। হয় হোম-যজ্ঞ। এবারও চলছিল তার প্রস্তুতি। বাড়ির ছাদে বাঁশ বাঁধা হয়ে গেছিল। কিন্তু, এরইমধ্যে, গত বৃহস্পতিবার, গরুপাচার মামলায়, বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে গ্রেফতার করে CBI। দফায় দফায় অনুব্রতকে জেরা করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এই পরিস্থিতিতে, প্রথমে যাগ-যজ্ঞ, পুজো পাঠ বন্ধ রাখার কথা ভাবে অনুব্রতর পরিবার।
কিন্তু, রবিবার দেখা গেল অন্য ছবি। বোলপুরের নিচুপট্টি এলাকায় তৃণমূলের জেলা সভাপতির বাড়িতে ফের যজ্ঞের আয়োজন। নতুন করে বাঁধা হচ্ছে ম্যারাপ। বাঁশের কাঠামোয় বাঁধা হচ্ছে কাপড়। উল্লেখ্য, দীর্ঘ কয়েক বছর ধরে চলে আসা নিয়ম একই থাকছে। শ্রাবণ মাসের শেষ সোমবার পুজো হয়। সূত্রের খবর, অনুব্রতর ইচ্ছেতেই, ফের যজ্ঞের আয়োজন করা হয়। অনুব্রত মণ্ডল যে দিন ঠিক করেছিলেন, সেই ১৫ অগাস্ট, অর্থাৎ আজই তাঁর বাড়িতে নিয়ম মেনে হল যজ্ঞ।
অনুব্রত মণ্ডলের প্রতিবেশী অনিমেষ ঘোষ জানান, “প্রথমে যজ্ঞের সিদ্ধান্ত নেয়। দাদা গ্রেফতরির পর সব খুল নেয়। আবার যজ্ঞের সিদ্ধান্ত। দাদার জন্যই যজ্ঞ হবে।’’ ঘনিষ্ঠরা জানাচ্ছেন, যেমন করে অনুব্রত করতে চেয়েছিলেন, তেমন করেই যজ্ঞের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে যজ্ঞের। তিনি সিবিআই হেফাজতে থাকলেও, যজ্ঞ হয় অনুব্রতর নামেই। গতকালই তৃণমূল নেতা তথা নানুরের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা বলেন, “মন খারাপ থাকায় প্রথমে যজ্ঞ বন্ধ করা হয়। কিন্তু কেষ্টদার মেয়ে ও আসার পর যজ্ঞটা হবে। আমরা সবাই থাকব।’’
আরও পড়ুন: Anubrata Mandal: জানতাম দিদি পাশে থাকবেন: অনুব্রত মণ্ডল