Birbhum News: বৌমার সঙ্গে বচসার পরে মৃত্যু বৃদ্ধার, গরম চা-জল ছোড়ার অভিযোগ ননদের
Unnatural Death Of Old Lady In Birbhum: বৌমার সঙ্গে অশান্তির পর রহস্যমৃত্যু শাশুড়ির। অভিযোগের তির বৌমার দিকে। মৃতার মেয়ের অভিযোগ,বচসা চলাকালীন তাঁর মাকে গরম চা ও ছুড়ে দেওয়া হয়েছিল। মারধরও করা হয় বৃদ্ধাকে। তাতেই মৃত্যু। ইলামবাজার থানার ঘুড়িষ্যা গ্রামের ঘটনা।
আবীর ইসলাম, বীরভূম: বৌমার (daughter-in-law) সঙ্গে অশান্তির (fight) পর রহস্যমৃত্যু(death) শাশুড়ির (mother-in-law)। অভিযোগের তির বৌমার দিকে। মৃতার মেয়ের অভিযোগ,বচসা চলাকালীন তাঁর মাকে গরম চা ও ছুড়ে দেওয়া হয়েছিল। মারধরও করা হয় বৃদ্ধাকে। তাতেই মৃত্যু। ইলামবাজার (ilambazar) থানার ঘুড়িষ্যা গ্রামের ঘটনা।
কী ঘটেছিল?
পুলিশের দাবি, মৃতার নাম আহেনা বিবি। বয়স পঁচাত্তর বছর। ইলামবাজার থানার ঘুড়িষ্যা গ্রামের বাসিন্দা আহেনা বিবির সঙ্গে তাঁর বৌমার বেশ কিছু দিন ধরেই অশান্তি চলছি বলে জেনেছে পুলিশ। রবিবার সেই ঝামেলাই চরমে পৌঁছয়, অভিযোগ মৃতার মেয়ের। তাঁর দাবি, ঝগড়া চলাকালীন মাকে গরম চা ও জল ছুড়ে দেওয়া হয়। মারধরও করা হয়। তার পরই মারা যান আহেনা বিবি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইলামবাজার থানার পুলিশ। প্রথমে দেহটি ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ হয়নি। তাই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত করছে পুলিশ।
মর্মান্তিক পরিণতি আগেও...
পারিবারিক অশান্তির জেরে আগেও একাধিক মর্মান্তিক ঘটনার অভিযোগ উঠেছে। বছর সাড়ে তিনেক আগে শান্তিপুরের একটি ঘটনায় হইচই পড়ে যায় সংবাদমাধ্যমে। ২০১৮-র নভেম্বরের সেই ঘটনায় সিসিটিভি ক্যামেরায় শাশুড়ি-বৌমার ধস্তাধস্তির ছবি ধরা পড়েছিল। বৌমার বিরুদ্ধে অত্যাচারের অভিযোগে পুলিশের দ্বারস্থ হন শাশুড়ি। শ্বশুরবাড়িতে নির্যাতনের অভিযোগে পাল্টা শান্তিপুর থানায় যান বৌমা। শোনা যায়, করা হত, পাল্টা অভিযোগ ছিল বৌমার। ঘটনার বেশ কয়েক বছর আগে থেকে দুই তরফের মধ্যে অশান্তি হত বলে খবর। তার জেরে বৌমা চার বছরের মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যান। তবে বছরখানেক আগে শ্বশুরবাড়িতে ফিরে এসেছিলেন। তার পরই অশান্তি।
তবে এবার আর ধ্বস্তাধ্বস্তিতে আটকে রইল না। বীরভূমে বৃদ্ধার মর্মান্তিক পরিণতি ঘিরে চাঞ্চল্য এলাকায়।
আরও পড়ুন:স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেল ৩ বালক, মৃত্যু ঘিরে রহস্য