Visva Bharati University : 'উপাচার্য দূর হঠো', মোদিকে নিয়ে বিবিসির তথ্য়চিত্র না দেখাতে দেওয়া নিয়ে উত্তপ্ত শান্তিনিকেতন
Visva Bharati University : গতকাল রতনপল্লীতে মোদিকে নিয়ে বিবিসির তথ্য়চিত্র দেখানোর আয়োজন করে, বাম ছাত্র সংগঠন DSO।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : 'উপাচার্য দূর হঠো'। বিশ্বভারতী বিশ্ববিদ্য়ালয়ের সমাবর্তনের আগে শান্তিনিকেতনের রতনপল্লী সহ বেশ কিছু জায়গায় পড়ল এমনই পোস্টার। পাশাপাশি সমাবর্তন বয়কটেরও ডাক দেওয়া হয়েছে পোস্টারে। গতকাল রতনপল্লীতে মোদিকে নিয়ে বিবিসির তথ্য়চিত্র দেখানোর আয়োজন করে, বাম ছাত্র সংগঠন DSO। কিন্তু শান্তিনিকেতন থানার পুলিশ ও বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীরা চলে আসায় সেই তথ্য়চিত্র দেখানো সম্ভব হয়নি বলে দাবি ডিএসও-র।
রাতেই ক্য়াম্পাসে প্ল্য়াকার্ড নিয়ে বিক্ষোভ দেখায় DSO। আজ সকাল থেকে দেখা যায় এই পোস্টারগুলি। উল্লেখ্য়, আজই বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠান। প্রধান অতিথি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। আমন্ত্রণ জানানো হয়েছে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে।






















