Suri Super Speciality Hospital: আবর্জনার স্তূপ, মশাদের আঁতুড়ঘরে পরিণত সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে
সিউড়ির সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরের নোংরা নর্দমা, আবর্জনার জমা জলে জন্মাচ্ছে মশা। অভিযোগ, এক মাসের বেশি সময় ধরে এমনই অস্বাস্থ্যকর হয়ে উঠেছে হাসপাতাল। আবর্জনা পরিষ্কারের উদ্যোগ নেই।
গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম: সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে (Suri Super Speciality Hospital) আবর্জনার স্তূপ। সেই জঞ্জাল ও নর্দমায় জল জমে কার্যত মশাদের আঁতুড়ঘরে পরণিত হচ্ছে হাসপাতাল চত্বর (Hospital Premices)। মাস খানেকের বেশি সময় ধরে এই পরিস্থিতি বলে অভিযোগ। দ্রুত আবর্জনা পরিষ্কার হবে, আশ্বাস দিয়েছেন স্থানীয় বিধায়ক (MLA)।
এখানে নোংরা ফেলা নিষেধ! অথচ বাস্তবে এখানেই তৈরি হচ্ছে আবর্জনার স্তূপ। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাসপাতালের বর্জ্য। দুর্গন্ধে নাভিশ্বাস উঠছে লোকজনের।
তার ওপর নর্দমা, আবর্জনার জমা জলে জন্মাচ্ছে মশা। এ ছবি সিউড়ির সুপার স্পেশালিটি হাসপাতাল (Suri Super Speciality Hospital) চত্বরের। অভিযোগ, এক মাসের বেশি সময় ধরে এমনই অস্বাস্থ্যকর হয়ে উঠেছে হাসপাতাল। আবর্জনা পরিষ্কারের কোনও উদ্যোগ নিচ্ছে না কর্তৃপক্ষ।
রোগীর আত্মীয়রা বলছেন, দুর্গন্ধ বের হচ্ছে। আবর্জনায় অস্বাস্থ্যকর পরিস্থিতি। দ্রুত পরিষ্কার হওয়া দরকার। অ্যাম্বুল্যান্স চালক কাজল বীরবংশীর কথায়, ২ মাস ধরে এই অবস্থা। গন্ধ। মশা। ডেঙ্গি, ম্যালেরিয়া এখানেই হবে। কর্তৃপক্ষ কাজ করে না। সামনে লেবার ওয়ার্ড। দ্রুত ময়লা পরিষ্কার হওয়া দরকার। এই পরিস্থিতিতে দ্রুত আবর্জনা পরিষ্কারের আশ্বাস দিয়েছেন হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের।
তৃণমূল বিধায়ক ও রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিকাশ রায় চৌধুরীর (Bikash Roy Chowdhury) কথায়, দীর্ঘদিন ধরে পরিষ্কার হয়নি এটা ঠিক নয়। বেশ কিছুদিন ধরেই ওখানে ময়লা আবর্জনা জমে আছে আমি সিউড়ি পৌরসভার (Siuri Municipality) চেয়ারপারসনকে বলে দিচ্ছি অতিসত্বর হাসপাতাল চত্বরের ওই আবর্জনা পরিষ্কার করে দেওয়ার জন্য। রোগী ও তাঁদের আত্মীয়রা চান, দ্রুত পরিষ্কার হোক আবর্জনা। রোগমুক্ত হোক হাসপাতাল ।
আরও পড়ুন: Digha: দিঘায় বেড়াতে গিয়ে আচমকা মৃত্যু পর্যটক যুবকের