KMC Election 2021 Live : ভোটের দিন সন্ত্রাস হলে রাজ্য জুড়ে অবরোধের হুঁশিয়ারি শুভেন্দুর
KMC Election 2021 Live Updates : পুরভোটে দলীয় প্রার্থীদের সমর্থনে উত্তর কলকাতায় মিছিল করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুরভোটের প্রচারে হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
LIVE
Background
এরশাদ আলম, মল্লারপুর: বীরভূমের(Birbhum) মল্লারপুরে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। কংগ্রেস সমর্থক(Congress Supporter) পরিবারের বাড়ির সদর দরজার সামনে গাঁথা হল দেওয়াল। বাড়ির সামনে দেওয়াল গেঁথে দেওয়ায় বাধ্য হয়ে পিছনের দরজা দিয়ে যাতায়াত করছে অভিযোগকারী পরিবার।
পঞ্চায়েত সদস্যকে মারধর করেছে ওই পরিবার, অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি তৃণমূল নেতার(TMC Leader) আত্মীয়দের। ঘটনায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিডিও-র।
লালমাটির জেলায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের দাদাগিরির অভিযোগ। বীরভূমের মল্লারপুরের রসুলপুর গ্রাম। এখানকার এক কংগ্রেস সমর্থক পরিবারের অভিযোগ, ২৯ নভেম্বর তাঁদের বাড়ির সামনে ট্রাক দাঁড় করিয়ে ধান বোঝাই করছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য মহম্মদ মহাইমেনুল হক। যাতায়াতে অসুবিধা হওয়ায় প্রতিবাদ করেন তাঁরা। শুরু হয় বচসা-হাতাহাতি। অভিযোগ, ওই দিনই রাতের অন্ধকারে তাঁদের দু’টি বাড়ির সামনেই দেওয়াল গেঁথে দেয় তৃণমূল। বুধবার বিডিও-র কাছে অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা।
অভিযোগ অস্বীকার করে পঞ্চায়েত সদস্যকেই মারধর করা হয়েছে বলে পাল্টা দাবি করেছে তৃণমূল নেতার পরিবার।
এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বীরভূমের তৃণমূল কংগ্রেস(TMC) সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায়ের দাবি, ‘এর সঙ্গে দলের কোনও যোগ নেই। যেহেতু আমাদের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাই প্রশাসনকে বলেছি তদন্ত যথাযথ ব্যবস্থা নিতে। দল কোনও হস্তক্ষেপ করবে না।’
অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিক বলে দাবি জানিয়েছেন বীরভূম জেলা কংগ্রেসের কার্যকারী সভাপতি।
এই ঘটনায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ময়ূরেশ্বর ১-এর বিডিও সুব্রত কর্মকার। তিনি জানিয়েছেন, ‘অভিযোগ পেয়ে ওসি-কে জানিয়েছি। আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বলেছি। পঞ্চায়েত প্রধানের কাছে রিপোর্ট চেয়েছি।’
জাতীয় স্তরে কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের দূরত্ব তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার প্রকাশ্যে কংগ্রেসকে আক্রমণ করেছেন। পাল্টা কংগ্রেসও বিরোধী দলগুলির বৈঠকে তৃণমূলকে ডাকেনি। জাতীয় স্তরে দু’দলের বিরোধ এবার বীরভমেও দেখা গেল।
KMC Election 2021 Live Updates : কেন্দ্রীয় বাহিনী ছাড়াই হবে কলকাতায় পুরভোট, প্রধান বিচারপতির বেঞ্চেও খারিজ বিজেপির আর্জি
কেন্দ্রীয় বাহিনী ছাড়াই হবে কলকাতায় পুরভোট। সিঙ্গেল বেঞ্চের পর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেও খারিজ হল বিজেপির আর্জি। পুরভোটের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। এমনই নির্দেশ দিল আদালত। তার ফলে রাজ্য পুলিশের নিরাপত্তায় হবে পুরভোট। সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য বিজেপি।
KMC Election 2021 Live : কলকাতা পুরভোটে বাইরে থেকে লোক ঢোকা বন্ধ করতে নির্বাচন কমিশনে আবেদন সিপিএমের
কলকাতা পুরভোটের আগে বাইরে থেকে লোক ঢোকা বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হোক। রাজ্য নির্বাচন কমিশনে আবেদন সিপিএমের।
KMC Election 2021 Live Updates : কলকাতা পুরভোটে উত্তেজনাপ্রবণ বুথের তালিকা কমিশনের
কলকাতা পুরভোটে উত্তেজনাপ্রবণ বুথের তালিকা কমিশনের। ১৬টি বরোর ১১৩৯ টি বুথ উত্তেজনাপ্রবণ। ১১৩৯ টির মধ্যে ৭৮৬টি স্পর্শকাতর ভোটকেন্দ্র রয়েছে । ১৬টি বরোয় ৪ হাজার ৯৫৯টি বুথ রয়েছে। বহিরাগতদের বিষয়ে জেলা প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ।
KMC Election 2021 Live : ভোটের দিন সন্ত্রাস হলে রাজ্য জুড়ে অবরোধের হুঁশিয়ারি শুভেন্দুর
রবিবার কলকাতায় পুরভোট। ভোটের দিন সন্ত্রাস হলে রাজ্য জুড়ে অবরোধের হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগে সরব তৃণমূলও
KMC Election 2021 Live Updates : কলকাতা পুলিশের ব়্যাপিড অ্যাকশন ফোর্সের তরফে রুটমার্চ শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে
কলকাতা পুলিশের ব়্যাপিড অ্যাকশন ফোর্সের তরফ থেকে রুটমার্চ প্রক্রিয়া শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে শুরু হয়। এই রুটমার্চ শুরু হয় শ্যামপুকুর থানার অফিস ইনচার্জের নেতৃত্বে। ব়্যাপিড অ্যাকশন ফোর্সের যারা জওয়ান তারা এই রুটমার্চ করেন। মূলত যেগুলি স্পর্শকাতর জায়গা সেই জায়গাগুলি পুলিশের তরফে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই জায়গায় গিয়ে এরিয়া ডমিনেশন, অর্থাৎ যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি আগামী ১৯ ডিসেম্বর পুরোভোটের সময় না হয় সেটাই পুলিশের তরফ থেকে সুনিশ্চিত করার জন্য এই রুটমার্ট।