Samik on Dilip : 'অচিরেই দিলীপ ঘোষকে স্বমহিমায়, আবার পাহাড় থেকে সাগরে দেখতে পাবেন' : শমীক ভট্টাচার্য
Dilip Ghosh: আজ সকালেই, বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দিলেন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ।

কলকাতা : আলিপুরদুয়ার, দুর্গাপুরের পরে এ বার দমদম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বঙ্গ সফরে ফের অনুপস্থিত বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ সকালেই, বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দিলেন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। কলকাতা বিমানবন্দরে এসে জানালেন সে কথা। Dilip Ghosh
দিলীপ ঘোষ বলেন, "আমি যাচ্ছি বেঙ্গালুরু। শ্রী শ্রী রবিশঙ্করজির সঙ্গে দেখা করতে। আর এখানে আমার কোনও কাজ নেই আজ। দিলীপ ঘোষ কোনও দিন অভিমান করেনি। ছোটবেলা থেকে আজ পর্যন্ত কাজ করেছে। লোকের অভিমান ভাঙিয়েছে। বহু কার্যকর্তা আমার মতো আছেন পার্টিতে...হাজার হাজার লক্ষ লক্ষ। পার্টি তাঁদের নিয়ে ভাবে। তাঁদের যোগ্য কাজ দেয়। সময়ে পার্টির প্রয়োজনে পার্টি কাজে লাগাবে। পার্টির কোনও প্রোগ্রাম নেই। প্রধানমন্ত্রী আসছেন, গিয়ে ভাষণ শোনা। সে তো আমি মোবাইলেও শুনতে পারি। ভাষণ শোনার জন্য যাওয়ার দরকার নেই। পার্টি যখন অন্য কাজ দেবে, সেই কাজে লেগে যাব।"
এ প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, "দিলীপদা আমাদের শ্রদ্ধেয় নেতা। রাজ্য বিজেপির ইতিহাসে তিনি পরিসংখ্যানের বিচারে সফলতম রাজ্য সভাপতি। অচিরেই দিলীপ ঘোষকে স্বমহিমায়...দিলীপ ঘোষের মতো করে আবার পাহাড় থেকে সাগরে দেখতে পাবেন। দিলীপ ঘোষের বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্ব দেখছেন। কেন্দ্রীয় নেতৃত্ব ও দিলীপ ঘোষের মধ্যে কথাবার্তা চলছে।"
সম্প্রতি বঙ্গ বিজেপি আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে দিলীপের ডাক না পাওয়া, এমনকী দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভাতেও তাঁর অনুপস্থিতি, দিলীপ ও বঙ্গ বিজেপির মধ্যে ফাটল চওড়া হওয়ার জল্পনাটা তীব্র করে। এমনকী, ৩ জুলাই দলের নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের অনুষ্ঠানেও দেখা যায়নি দিলীপ ঘোষকে। পরে অবশ্য় দলীয় অফিসে গিয়ে শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করেছিলেন দিলীপ ঘোষ। তখন জল্পনা তৈরি হয়, শমীক দায়িত্ব নেওয়ার পর কি দিলীপের সঙ্গে দলের আলোচিত দূরত্ব মিটবে ? আবার কি পার্টির অনুষ্ঠানগুলিতে ডাক পাবেন তিনি ? এর আগে নরেন্দ্র মোদির আলিপুরদুয়ারের সভাতেও আমন্ত্রিত ছিলেন না দিলীপ ঘোষ। যদিও এদিন শমীক জানিয়েছেন, শীঘ্রই স্বমহিমায় দেখা যাবে দিলীপ ঘোষকে।
এদিতে পুজোর ঠিক আগে শহর জুড়ে গেল নতুন ৩ মেট্রো লাইনে। এক দিনে মেট্রোয় জুড়ল ১৪ কিলোমিটার রাস্তা। আজ মেট্রোর এই তিনটি সম্প্রসারিত লাইনের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি।






















