West Bengal Top News : উত্তরবঙ্গ বনধে উত্তেজনা, পুলিশ-বিজেপি কর্মী ধস্তাধস্তি - সকালের শিরোনাম- বাছাই ১০
১২ ঘণ্টার বনধের ডাককোচবিহারে অশান্তি জলপাইগুড়িতেও অশান্তিঅনুব্রত কন্যাকে নিয়ে নির্দেশনামায় কী দাবি ইডি- রশনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে

এক নজরে সকালের শিরোনাম :
১২ ঘণ্টার বনধের ডাক
নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে উত্তপ্ত কালিয়াগঞ্জ। সেখানেই এবার পুলিশের বিরুদ্ধে যুবককে গুলি করে খুনের অভিযোগ উঠেছে। নিহত যুবক তাঁদের কর্মী বলে দাবি বিজেপির। প্রতিবাদে, আজ উত্তরবঙ্গের ৮ জেলায় ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে বিজেপি।
কোচবিহারে অশান্তি
কোচবিহারে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার কেন্দ্রীয় বাস টার্মিনাসে বিজেপির বিক্ষোভ ঘিরে উত্তেজনা। বিজেপি বিধায়ক মালতী রাভা রায়ের নেতৃত্বে বিক্ষোভ দেখায় জেলা নেতৃত্ব। তখনই পুলিশ এসে তাঁদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্য়ানে তোলে। এদিকে, বন্ধের বিরোধিতায় একই জায়গায় পাল্টা মিছিল করে তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC। তৈরি হয় উত্তেজনা।
আরও পড়ুন :
এই তিনরাশিকে কখনই বিরক্ত করে না শনিদেব, নিয়ম মেনে চললে ঘটে প্রাপ্তিযোগও
জলপাইগুড়িতেও অশান্তি
একদিকে বনধের সমর্থনে পথে বিজেপি। অন্য়দিকে, বনধের বিরোধিতায় INTTUC। জলপাইগুড়ির নেতাজি পাড়ায়, NBSTC-র অফিসের সামনে বনধ সমর্থকদের সঙ্গে তুমুল বচসা বাধে INTTUC- কর্মীদের।
অনুব্রত কন্যাকে নিয়ে নির্দেশনামায় কী দাবি ইডি- র
পেশায় স্কুল শিক্ষিকা হলেও, সরাসরি ব্য়বসার সঙ্গে যুক্ত ছিলেন, অনুব্রত-কন্য়া সুকন্য়া। নির্দেশনামায় লিখিতভাবে এমনই দাবি করল ইডি। শুধু তাই নয়, ED-র তরফে দাবি, তদন্ত করতে গিয়ে এক আজব বিষয় তাদের নজরে এসেছে।
হাওড়া - পুরী বন্দে ভারতের ট্রায়াল রান
এবার মাত্র সাড়ে ৬ ঘণ্টাতেই পৌঁছে যাওয়া যাবে পুরী। শুধু তাই নয়, একই দিনে গিয়ে আবার ফিরেও আসা যাবে! হাওড়া - নিউ জলপাইগুড়ির পর, এবার খুব শিগগির হাওড়া - পুরী রুটে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস। আজ সকালে হয়ে গেল তার ট্রায়াল রান।
শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে
সপ্তাহান্তেও বৃষ্টির স্বস্তি! আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কমলেও, শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে। রবিবার ঝড়-বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে।
অভিষেকের নব জোয়ার কর্মসূচি চতুর্থ দিনে
উত্তরবঙ্গে বিজেপির ডাকা ১২ ঘণ্টার ধর্মঘটের মধ্য়েই আজ অভিষেকের নব জোয়ার কর্মসূচি। চতুর্থ দিনে জলপাইগুড়ি জুড়ে কর্মসূচি রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। আজ নাগরাকাটা, মাটিয়ালি ও মালবাজারে সভা করার কথা তাঁর। সন্ধেয় দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক।
বিশ্বভারতীর উচ্ছেদ-হুঁশিয়ারির বিরুদ্ধে আদালতে অমর্ত্য
বিশ্বভারতীর উচ্ছেদ-হুঁশিয়ারির বিরুদ্ধে এবার আদালতের দ্বারস্থ হলেন অমর্ত্য সেন। সিউড়ি জেলা আদালতে মামলা দায়ের করেছেন তাঁর আইনজীবী। আগামী ১৫ই মে মামলার শুনানি
সুদান থেকে ঘরে ফিরলেন বঙ্গ সন্তান
যুদ্ধ বিধ্বস্ত সুদান থেকে ঘরে ফিরলেন বঙ্গ সন্তান। সে দেশে কর্মরত ছিলেন অশোকনগরের বাসিন্দা, পেশায় সফটওয়্য়ার ই়ঞ্জিনিয়র সুরজিৎ দে। টানা গুলির শব্দ, খাবারের অভাব, জলের অভাব, ঘণ্টার পর ঘণ্টা বিদ্য়ুৎহীন অবস্থায় থাকা। শোনালেন ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা।
মৃত্যুঞ্জয়-খুনে সিবিআই-দাবি
কালিয়াগঞ্জে পুলিশের গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগে সিবিআই তদন্তের দাবি তুলল পরিবার। এদিকে, মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যুর ঘটনায় পুলিশি অভিযান নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন খোদ তৃণমূলেরই পঞ্চায়েত উপপ্রধান! তাঁর মন্তব্য, পুলিশ গুলি চালিয়ে ঠিক করেনি।
আরও পড়ুন :






















