BJP On Mamata: ছাব্বিশের আগে বিজেপির কড়া নজর কোথায় ? কোন দূর্গ রক্ষার প্রস্তুতি নিতে চাইছে তৃণমূলও?
BJP Mamatas Constituency: নন্দীগ্রামের পর এবার বঙ্গ রাজনীতির ব্য়াটেলগ্রাউন্ড হয়ে উঠতে চলেছে কোন বিধানসভা কেন্দ্র ?

কৃষ্ণেন্দু অধিকারী, শিবাশিস মৌলিক ও আশাবুল হোসেন, কলকাতা: নন্দীগ্রামের পর এবার কি বঙ্গ রাজনীতির ব্য়াটেলগ্রাউন্ড হয়ে উঠতে চলেছে ভবানীপুর? সূত্রের খবর, বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের সভার পর নিজের বিধানসভা কেন্দ্র অর্থাৎ ভবানীপুরের অন্তর্গত কাউন্সিলরদের ডেকে পাঠান মমতা বন্দ্যোপাধ্য়ায়। তৃণমূলনেত্রীর ভুয়ো ভোটার ধরার নির্দেশ দেওয়ার পর শনিবারই পথে নামছেন এই ভবানীপুর বিধানসভার অন্তর্গত ৮২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মেয়র ফিরহাদ হাকিম। এদিকে, ভবানীপুর দখলে যে মরিয়া বিজেপি, এদিন ফের তা স্পষ্ট করে দিয়েছেন শুভেন্দু অধিকারী।
নন্দীগ্রামের পর এবার কি বঙ্গ রাজনীতির ব্য়াটেলগ্রাউন্ড হয়ে উঠতে চলেছে ভবানীপুর?বিজেপির কড়া নজর এবার কি মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বিধানসভা কেন্দ্রের দিকে? তাই কি দূর্গ রক্ষায় এখন থেকেই প্রস্তুতি নিতে চাইছে তৃণমূলও? সূত্রের খবর, বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের সভার পর নিজের বিধানসভা কেন্দ্র অর্থাৎ ভবানীপুরের অন্তর্গত কাউন্সিলরদের ডেকে পাঠান মমতা বন্দ্যোপাধ্য়ায়। সূত্রের খবর, ভবানীপুরে যে সব প্রকল্প বা সরকারি নির্মাণ কাজ চলছে, তা দ্রুত শেষ করার নির্দেশ দেন তৃণমূলনেত্রী। এরপর, শুক্রবার ভবানীপুর বিধানসভার অন্তর্গত ৮২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মেয়র ফিরহাদ হাকিম জানান, শনিবারই পথে নামবেন তিনি। তৃণমূল বিধায়ক ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, আমি শুরু করব, নিশ্চিতভাবে শুরু করব, আমি তো এই ওয়ার্ডের কাউন্সিলর, সুতরাং আমারও এটা দায়িত্ব, কোনটা বাড়িতে, কোন ভোটার... কে আছে আর কে নেই মূলত দেখা।
২০২৪-এর লোকসভা নির্বাচন অনুযায়ী, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের ৮টি ওয়ার্ডের মধ্য়ে ৫টিতেই এগিয়ে বিজেপি। মাত্র ৩টি এগিয়ে রয়েছে তৃণমূল। ২০১৪ সালের লোকসভা নির্বাচনের বিধানসভা ভিত্তিক ফলের নিরিখে ভবানীপুরে ১৭৬ ভোটে এগিয়ে ছিল বিজেপি। ২০১৯-এর লোকসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীর বাড়ি যে ৭৩ নম্বর ওয়ার্ডে, সেখানে বিজেপির কাছে পিছিয়ে পড়ে তৃণমূল। আর তাই এবার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে থেকে ভবানীপুরকে টার্গেট করছেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে হারানোর হুঙ্কার ছাড়ছেন।বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, আপনি ভবানীপুরেও হারবেন। ভবানীপুরেরও হিন্দুদের আমরা ঐক্য়বদ্ধ করে, আপনাকে আমরা হারাবো।
বারবার ভবানীপুরে নামা কর্মসূচিতেও অংশ নিচ্ছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলেন,আমি আপনাকে বলে দিলাম উনি (মমতা বন্দ্যোপাধ্য়ায়) ভবানীপুরের ২০ হাজারের উপর গুজরাতি থাকেন, তাঁদের টার্গেট করছেন।+ওখানে শিখ থাকেন তাঁদের টার্গেট করছেন। উনি ভবানীপুরের যে আমাদের কাছে লিস্ট এসে গেছে। উনি কোন কোন জায়গায় কলকাতা পোর্ট, ভবানীপুর বুথ নম্বর ১,১৩, ১৪ থেকে ১৮, ১৯ থেকে ২৭, ২৯, ৩৩, ৭৭, ৮০, ৮১, ৮৮, ৮৯। আমরা করতে দেব না। আমরা পুরো অ্য়াকটিভ হয়ে গেছি। একটা লোকের নাম বাদ দিলে যে ভাষায় কথা বলুক।
আরও পড়ুন, শুধুই পুরীর আদলে নয়, দিঘার জগন্নাথ মন্দিরের সঙ্গে অযোধ্য়ার রাম মন্দিরের মিল কোথায় ?
তৃণমূল বিধায়ক ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, হিন্দু, মুসলিম, শিখ এসব বিজেপি করে। নন্দীগ্রামে কীভাবে জিতেছে সবাই জানে। ২ নম্বরি করে জিতেছে। বছর ঘুরলে বিধানসভা ভোটে কি ভবানীপুরে নন্দীগ্রামের মতো দুই হেভিওয়েটের লড়াই দেখা যেতে পারে?





















