BJP Khalistani Comment Controversy : বিজেপির কর্মসূচি থেকে 'খালিস্তানি মন্তব্য' করার অভিযোগে প্রথম FIR, কে দায়ের করলেন?
Kolkata Sikh Protest : শুক্রবার শিখ সম্প্রদায়ের মানুষের আহ্বানে বিজেপির সদর দফতরের সামনে হাজির হন বিভিন্ন ধর্মের মানুষজন। ছিলেন নাখোদা মসজিদের ইমাম মৌলানা শফিক।
সঞ্চয়ন মিত্র, কলকাতা : কর্তব্যরত শিখ আইপিএস অফিসারের উদ্দেশে খালিস্তানি মন্তব্য ( BJP Khalistani Comment ) করার অভিযোগ উঠেছে রাজ্য বিজেপির ( BJP ) কর্মসূচি থেকে। এর প্রতিবাদে বিজেপির সদর দফতরের সামনে শিখ সম্প্রদায়ের অবস্থান-বিক্ষোভ হয় শুক্রবারও । শুভেন্দু আধিকারীর ( Suvendu Adhikari ) ক্ষমা চাওয়ার দাবিতে অনড় শিখ সম্প্রদায়ের প্রতিনিধিরা ( Sikh Protest In Kolkata ) । যদিও বিজেপির তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
শুক্রবার শিখ সম্প্রদায়ের মানুষের আহ্বানে বিজেপির সদর দফতরের সামনে হাজির হন বিভিন্ন ধর্মের মানুষজন। শিখ আন্দোলনকারীদের দাবিকে সমর্থন করেন তাঁরা। ছিলেন নাখোদা মসজিদের ইমাম মৌলানা শফিক। পাশাপাশি IPS অফিসারকে খালিস্তানি বলার ঘটনায় ভবানীপুর থানায় আরও একটি FIR দায়ের হয় শুক্রবার।
FIR দায়ের করল কে
গুরমিত সিং নামে এক ব্য়ক্তি ভবানীপুর থানায় এই এফআইআর দায়ের করেছেন। তাঁর অভিযোগ, এই ঘটনায় শুধু শিখ পুলিশ অফিসারের ধর্মীয় অবমাননাই করা হয়নি, পাশাপাশি বিভিন্ন ধর্মের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা ও হিংসা ছড়ানোরও চেষ্টা করা হয়েছে। এদিকে এরইমধ্য়ে খালিস্তানি মন্তব্য বিতর্কে এবার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি দিলেন শিখ সম্প্রদায়ের প্রতিনিধিরা।
মুরলীধর সেন লেনে বিজেপির সদর দফতরের কাছে অবস্থান-বিক্ষোভ চালিয়ে যাওয়ার কথা জানানো হয়েছে এই চিঠিতে। পাশাপাশি আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় চেয়েও আবেদন করেছেন।
এই ইস্য়ুতে ইতিমধ্যেই সরব হয়েছেন মুখ্য়মন্ত্রী। তিনি বলেন, ' সব ধর্মকেই তো আমরা ভালবাসি। তাহলে তুমি একটা পাঞ্জাবি পাগড়ি পরে বলে তুমি তাকে খালিস্তানি বলে দেবে? কত মুসলিম অফিসার আইএস, আইপিএস, ডব্লুবিসিএস আছেন, তুমি একটা মুসলিম অফিসার দেখে তাকে পাকিস্তানি বলে দেবে?'
আরও পড়ুন :
'রাজ্য়ের মন্ত্রীরা যদি এটা পারে, শেখ শাহজাহান অবশ্য়ই করছে' বিস্ফোরক বৈশাখী
ঘটনার সূত্রপাত
মঙ্গলবার সন্দেশখালি যাওয়ার পথে ধামাখালিতে শুভেন্দু অধিকারীকে আটকায় পুলিশ। সেখানে পুলিশের সঙ্গে বচসা শুরু হয় বিজেপি বিধায়কদের। এরপরই বিতর্কের সূত্রপাত। হঠাৎই ক্ষোভে ফেটে পড়েন আইপিএস অফিসার যশপ্রীত সিং। বলেন,' আপনি পুলিশকে বলুন, আমার ধর্মকে বলতে পারেন না। আপনার ধর্ম নিয়ে আমি বলছি না। আপনিও আমার ধর্ম নিয়ে বলতে পারেন না। ' অগ্নিমিত্রা পাল তখন বলেন, কেউ ধর্ম নিয়ে বলেনি। পাল্টা প্রশ্ন তোলেন ওই IPS অফিসার। 'কোনও পুলিশ যদি পাগড়ি পরে তাহলে সে খালিস্তানি? এটা আপনারা বলছেন? এটাই আপনাদের লেভেল!'
এই বিষয়টি নিয়েই ঝড় ওঠে সারা বাংলায় । বিজেপির বিরুদ্ধে শিখদের অপমানের অভিযোগে সরব হয় তৃণমূল। পথে নামেন শিখ সম্প্রদায়ের মানুষরাও।