Singer KK Death: লাগামছাড়া ভিড়, অব্যবস্থা, দমবন্ধ পরিস্থিতি! কে কে-র মৃত্যুতে আয়োজকদের গ্রেফতারের দাবি অনুপমের
Anupam Hazra: মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে একটি কলেজের অনুষ্ঠানে এসে গান গাওয়ার সময় অসুস্থ বোধ করেন কে কে।
কলকাতা: সঙ্গীতশিল্পী কে কে-র মৃত্যুুতে (Singer KK Death) এ বার অনুষ্ঠানের আয়োজকদের গ্রেফতারির দাবি তুললেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি-র (BJP) সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা (Anupam Hazra)। হাজার হাজার মানুষের মধ্যে বদ্ধ ঘরে কে কে-কে ঢুকিয়ে দমবন্ধ করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁর। কত জন দর্শক ধরার জায়গা ছিল, কত জন ঢুকেছিলেন অনুষ্ঠানে, তা-ও খতিয়ে দেখার দাবি তুলেছেন তিনি।
কলকাতায় অনুষ্ঠান করতে এসে মৃত্য়ু কে কে-র
মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে একটি কলেজের অনুষ্ঠানে এসে গান গাওয়ার সময় অসুস্থ বোধ করেন কে কে। সূত্রের খবর, অনুষ্ঠানের সময় স্পট লাইট অফ করতে বলেছিলেন গায়ক। অনুষ্ঠান-বিরতিতে ব্যাক স্টেজে বিশ্রামও নেন তিনি। এরপর থেকে হোটেলে ফিরে যান কে কে। সেখান থেকে CMRI হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
মাত্র ৫৩ বছর বয়সে প্রতিভাবান এই শিল্পীর মৃত্য়ুতে শোকের ছায়া সঙ্গীত এবং বিনোদন জগতে। সেই পরিস্থিতিতেই অনুষ্ঠানস্থলে বেনিয়ম হয়েছিল বলে অভিযোগ তুললেন অনুপম। বুধবার টুইটারে তিনি লেখেন, "একজন
#RIPKK
— Dr. Anupam Hazra 🇮🇳 (@tweetanupam) June 1, 2022
*প্রোগ্রাম হলের ক্যাপাসিটি কত ছিল আর কত মানুষ কে ফাইনালি এন্ট্রি দেওয়া হয়েছিলো
*প্রোগ্রাম চলাকালীন AC কত টনের ছিলো; জমায়েত মানুষের পক্ষে সেটা পর্যাপ্ত ছিল কিনা
*প্রোগ্রাম চলাকালীন প্রোগ্রাম হলের মধ্যে অক্সিজেন লেভেল কি ছিল --
- - এগুলো খতিয়ে দেখা দরকার !!! pic.twitter.com/A8Pluamnn4
আরও পড়ুন: KK Demise: কে কে-এর প্রয়াণে নিউ মার্কেট থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু
শুধু তাই নয়, অনুষ্ঠানের হলে কত জন দর্শক ধরার জায়গা ছিল, কত জনকে ঢুকতে দেওয়া হয়েছিল, কত টনের শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র চলছিল, অত সংখ্যক মানুষের জমায়েতের জন্য তা আদৌ কার্যকর ছিল কিনা, অনুষ্ঠান হলের ভিতর অক্সিজেনের মাত্রা কত ছিল, সব কিছু খতিয়ে দেখার দাবি তুলেছেন অনুপম।
বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ
কে কে-র মৃত্যুতে নিউ মার্কেট থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। শারীরিক অসুস্থতা নাকি অন্য কোনও কারণে সঙ্গীতশিল্পীর মৃত্যু, তা খতিয়ে দেখছে পুলিশ। কে কে-র সহকারী এবং হোটেল কর্মীদের সঙ্গে কথা বলার পাশাপাশি, খতিয়ে দেখা হচ্ছে হোটেলের সিসি ক্যামেরার ফুটেজও।