Rakesh Singh Arrested : অবশেষে গ্রেফতার বিজেপি নেতা রাকেশ সিংহ, কোথায় তাঁর সন্ধান পেল পুলিশ?
মোবাইলের নেটওয়ার্ক বন্ধ রেখে হটস্পটের মাধ্য়মে হোয়াটসঅ্য়াপ কলে যোগাযোগ রাখছে সে। অবশেষে মঙ্গলবার তাঁকে ধরে ফেলল পুলিশ।

আবির দত্ত, পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : তিনি ইডেন গার্ডেন্সের সামনে দাঁড়িয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি ফেসবুকে লাইভ এসেছিলেন। অথচ প্রদেশ কংগ্রেসের সদর দফতরে হামলায় মূল অভিযুক্ত, বিজেপি নেতা রাকেশ সিং-কে এতদিন ধরতে পারছিল না পুলিশ। অবশেষে গ্রেফতার বিজেপি নেতা রাকেশ সিংহ।
কীভাবে গ্রেফতার
মঙ্গলবার রাতে ট্যাংরা এলাকা থেকে গ্রেফতার করা হয় রাকেশ সিংকে। বুধবার ধৃত বিজেপি নেতাকে আদালতে পেশ করা হবে। বিহারে প্রধানমন্ত্রীর সভায় কুমন্তব্যের প্রতিবাদে গত শুক্রবার প্রদেশ কংগ্রেস অফিসে তাণ্ডব চালাতে দেখা যায় এই বিজেপি নেতা ও তাঁর দলবলকে। তাণ্ডবের নেতৃত্ব দেন বিজেপি নেতা রাকেশ। তারপর থেকেই নাকি রাকেশের খোঁজ পাচ্ছিল না পুলিশ। তবে এরই মধ্যে গত রবিবারই ইডেন গার্ডেন্সের সামনে রাজেশ সিংহকে খুঁজে পায় এবিপি আনন্দ। তারপরেই রাকেশ সিংহকে খুঁজে না পাওয়া নিয়ে বিভিন্ন মহল সরব হয়। কলকাতা পুলিশ সূত্রে দাবি করা হয়েছিল, রাকেশ সিংহের সন্ধানে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা ও তাঁর আলিপুরের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। সেখানে তাঁর খোঁজ পাওয়া যায়নি। মোবাইলের নেটওয়ার্ক বন্ধ রেখে হটস্পটের মাধ্য়মে হোয়াটসঅ্য়াপ কলে যোগাযোগ রাখছে সে। অবশেষে মঙ্গলবার তাঁকে ধরে ফেলল পুলিশ।
কী অভিযোগ
রাহুল গান্ধীর ছবিতে কালি লেপে ঘটা করে সোশাল মিডিয়ায় পোস্টও করেন, কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া রাকেশ সিং।
কংগ্রেসের পতাকা পোড়ানো থেকে শুরু করে ভেঙে, তছনছ করে দেওয়া হল কংগ্রেস নেতাদের ব্যানার-প্ল্যাকার্ড। এন্টালি থানা থেকে মাত্র ১০০ মিটার দূরে এই তাণ্ডব চললেও, বিজেপি নেতা রাকেশ সিং-কে ধরতে পারেনি পুলিশ। বারবার তাঁর বাড়িতে গিয়েও পুলিশ টিকিও ছুঁতে পারেনি।
রাকেশ সিং পুলিশের খাতায় পলাতক থাকাকালীনই তাঁর ছেলে শিবম সিং-কে গ্রেফতার করে পুলিশ। রাকেশ সিংয়ের আলিপুরের বাড়ি থেকে তাঁর ছেলে এবং রাকেশের ঘনিষ্ঠ আরেকজনকে এন্টালি থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশের দাবি, প্রদেশ কংগ্রেস অফিসে তাণ্ডবের পর যে গাড়িতে করে বিজেপি নেতা রাকেশ সিং পালান, সেই গাড়ির রেজিস্ট্রেশন রাকেশের ছেলে শিবমের নামে। সেই কারণেই শিবমকে গ্রেফতার করা হয়েছে।
এন্টালিতে প্রদেশ কংগ্রেস অফিসে গুন্ডামির ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল ৫। খুনের চেষ্টা, অস্ত্র আইনে রাকেশ সিংয়ের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।






















