Sir in West Bengal: ‘প্রতি বুথ থেকে ১০-১৫ হিন্দুর নাম বাদ, আইপ্যাক ও আমলাদের সঙ্গে মিলে চক্রান্ত মমতার’, SIR নিয়ে দাবি সুকান্তর
Sukanta Majumdar: SIR নিয়ে কেন্দ্রের বিজেপি সরকার এবং নির্বাচন কমিশনকে যখন লাগাতার আক্রমণ করে চলেছেন বিরোধীরা, সেই আবহেই পশ্চিমবঙ্গে মমতার বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুললেন সুকান্ত।

কলকাতা: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে, ভোটার তালিকায় নিবিড় সংশোধন অর্থাৎ SIR নিয়ে এই মুহূর্তে রাজনীতির পারদ চড়ছে রাজ্যে। আক্রমণ, পাল্টা আক্রমণে পরস্পরকে বিদ্ধ করছেন শাসক ও বিরোধীরা। সেই আবহেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুললেন রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি তথা অধুনা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর দাবি, SIR নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চক্রান্ত করছেন। (Sukanta Majumdar)
SIR নিয়ে কেন্দ্রের বিজেপি সরকার এবং নির্বাচন কমিশনকে যখন লাগাতার আক্রমণ করে চলেছেন বিরোধীরা, সেই আবহেই পশ্চিমবঙ্গে মমতার বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুললেন সুকান্ত। আমলা এবং আইপ্যাকের লোকজনকে নিয়ে হিন্দুদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে দাবি করলেন তিনি। (Sir in West Bengal)
বুধবার রানাঘাট থেকে এমন দাবি করলেন সুকান্ত। তাঁকে বলতে শোনা যায়, "বর্তমানে SIR চলছে। খুব সাবধানে থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় SIR নিয়ে বড় একটা চক্রান্ত করেছেন। কী চক্রান্ত আপনাদের বলে দিই। SIR নির্বাচন কমিশন করে। কিন্তু কমিশনের নিজের কর্মী নেই, রাজ্য সরকারের স্টাফ নেয়। এখানকার বিডিও যেমন দিদিমণির চাকর, তাই না! সমস্ত বিডিও-দের ERO করা হয়েছে। তার আপনাদের ভোটার তালিকা তৈরি করছে। এর সঙ্গে তৃণমূলের আইপ্যাকের টিম যুক্ত হয়েছে।"
সেখানেই থামেননি সুকান্ত। তাঁর বক্তব্য, "এদের টার্গেট দেওয়া হয়েছে, প্রতি বুথ থেকে ১০-১৫ জন হিন্দুর নাম কেটে বাদ দেবে এরা। এমনিই বাদ দিয়ে দেবে। নির্বাচন কমিশন তো এদের দিয়ে কাজ করাচ্ছে। তাই আপনারা, বিজেপির কর্মী, সমর্থকরা সজাগ থাকবন। একটা হিন্দুর নামও বাদ দেওয়া যাবে না। ভারতে হিন্দুর নাম বাদ গেলে, ভারতবর্ষ, ভারতবর্ষ থাকবে না। এই ভারতবর্ষ হিন্দুর পুণ্যভূমি, এই ভারতবর্ষকে হিন্দুরাই রক্ষা করবে। অন্য কেউ কখনও এগিয়ে আসেনি, আসবেও না।"
জয়প্রকাশ, "উনি কোনও প্রমাণ দিতে পারবেন? এসব মিথ্যে কথা বলছেন উনি। কথা ভাসিয়ে দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন SIR করছে। নির্বাচন কমিশনের দায়িত্ব। তার মানে ওঁরা বলছেন, নির্বাচন কমিশন SIR করতে সক্ষম হবেন না! নাম বাদ চলে যেতে পারে! কমিশন বলছে তারা সর্বতোভাবে প্রস্তুত। তাহলে সেকথার দাম নেই! সুকান্ত মজুমদার পরোক্ষা ভাবে বলছেন, কেউ চাইলে SIR ভণ্ডুল করে দিতে পারে? না ওরা এটা বিশ্বাস করাতে চাইছেন সাধারণ মানুষকে। নির্বাচন কমিশনকে বিশ্বাস করবেন না, এটাই কি বলতে চাইছেন সুকান্ত মজুমদার? পরোক্ষ ভাবে নিজেরাই তো কমিশন তথা অমিত শাহের সমালোচনা করছেন! যে এখানকার SIR শেষ পর্যন্ত ঘোড়ার ডিম প্রসব করবে! আমরা জানি না। আমরা শুধু জানি, বাংলার মানুষ খুব অসহায়, আতঙ্কে। SIR জুজু দেখানো হচ্ছে। আগে বলা হতো, 'সো জা, গব্বর আয়েগা। এখন বলা হচ্ছে SIR এসে যাবে'। মানুষ আত্মহত্যা করছেন। সেই পরিস্থিতিতে একমাত্র তৃণমূল মানুষের পাশে আছে।"






















