Kaliganj Incident Update: 'ক্ষমতা বেড়ে যাওয়ায় আমার মেয়ের রক্ত নিয়ে ওরা খেলেছে', সুকান্তকে 'বললেন' তামান্নার মা !
Bengal Post-Poll Violence: কালীগঞ্জে বোমার আঘাতে বালিকার মৃত্য়ুর ঘটনায় FIR-এ ২৪ জনের নাম রয়েছে। ৪ দিন পেরিয়ে গেলেও এখনও অধরা ১৯ জন।

কালীগঞ্জ : ২৭ জুলাই দশে পা দিত তামান্না। সামনের বছর সেকেন্ডারি স্কুলে ভর্তি হত। আরও কত ছবি আঁকত... আরও কত হাসি খেলা তার বাকি ছিল। বাকি ছিল গোটা জীবনটাই...বিজয়োল্লাসের একটা বোমা সব কেড়ে নিল। আচমকা বোমার আঘাতে ছিন্নছিন্ন হয়ে গেছে শরীর। চোখের নিমেষে শেষ হয়ে গেছে ফুটফুটে তামান্নার প্রাণ। শুক্রবার সেই তামান্নার মা-বাবার সঙ্গে দেখা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখান থেকে বেরিয়ে তিনি বলেন, "তামান্নার মা-বাবার সঙ্গে আমার কথা হল। তাঁদের একমাত্র সন্তান, ফুটফুটে সোনার মতো মেয়ে...তাকে আজ হারাতে হল তৃণমূল কংগ্রেসের হার্মাদদের জন্য। তামান্নার মা যেটা বললেন, গাওয়াল বলে কেউ একজন আছেন। গাওয়াল শেখ। বুথ সভাপতি। তিনি নাকি এদের নেতা। তাঁর উপর আবার অন্য নেতা আছেন। তামান্নার মা বললেন, তৃণমূলের বিধায়ক হয়েছে। স্বাভাবিকভাবে আনন্দে ছিলেন। ওঁদের ক্ষমতা বেড়ে গেছে। সেই ক্ষমতা বাড়ার জন্য ওঁরা তামান্নার রক্ত নিয়ে খেলেছেন। সেইসময় তো ভারতের অন্য জায়গাতেও উপনির্বাচন হয়েছে। কোথাও আমরা জিতেছি, কোথাও আমরা হেরেছি। গুজরাতে আমরা জিতেছি, অন্য জায়গায় হেরেছি। কিন্তু, কোথাও তো কংগ্রেস বিজেপির কাউকে মারেনি, বা আপ জিতেছে তারাও বিজেপির কাউকে মারেনি, আবার বিজেপি যেখানে জিতেছে সেখানে কংগ্রেস বা আপের কাউকে মারেনি। কিন্তু, পশ্চিমবঙ্গে কেন এই সংস্কৃতিটা থাকবে ?"
কালীগঞ্জে বোমার আঘাতে বালিকার মৃত্য়ুর ঘটনায় FIR-এ ২৪ জনের নাম রয়েছে। ৪ দিন পেরিয়ে গেলেও এখনও অধরা ১৯ জন। মাত্র ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের জেরা করে গতকাল রাতে তৃণমূল কর্মী বলে পরিচিত আনোয়ার ও আদর শেখের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। বেশকিছু বোমা উদ্ধার করা হয়েছে বলে খবর পুলিশ সূত্রে। ধৃত আনোয়ার ও আদর শেখের বাড়ির সামনে পুলিশ পোস্টিং রয়েছে। অন্যদিকে আদর শেখের বাড়িতে এখনও লাগানো রয়েছে তৃণমূলের পতাকা। ধৃত কালু শেখ জেরায় বালিকার উপর বোমা ছোঁড়ার কথা স্বীকার করছে বলেও খবর পুলিশ সূত্রে। বালিকার পরিবারের করা এফআইআরে এক নম্বরে নাম রয়েছে এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী বলে পরিচিত গাওয়াল শেখের। সে ধৃত আনোয়ার ও আদর শেখের ভাই। ফোনের লোকেশন ট্র্যাক করে গওয়াল সহ অন্য অভিযুক্তদের খোঁজ চলছে বলে খবর পুলিশ সূত্রে।
এরমধ্যে পলাতক অভিযুক্তরা নিহত বালিকার পরিবারকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ। আতঙ্কে রাতের ঘুম উড়েছে সদ্য সন্তানহারা মা-বাবার।






















