Suvendu On Mamata: মুর্শিদাবাদকে হিন্দুশূন্য করার চক্রান্ত : শুভেন্দু
Suvendu Attacks Mamata On Murshidabad: দাঙ্গার পর সামসেরগঞ্জে গিয়েছেন মুখ্যমন্ত্রী, কী প্রতিক্রিয়া শুভেন্দুর ?

কলকাতা: দাঙ্গার পর সামসেরগঞ্জে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিডিও অফিসে ডেকে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেছেন তিনি। এদিকে মুখ্যমন্ত্রীর সামসেরগঞ্জ সফর নিয়ে জোর নিশানা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। বলেছেন, 'মুর্শিদাবাদকে হিন্দুশূন্য করার চক্রান্ত..' !
আরও পড়ুন, পাকিস্তানকে কীভাবে প্রত্যাঘাত? দেশজুড়ে ২৪৪ জেলায় মহড়া !
এদিন শুভেন্দু বলেন, মুখ্যমন্ত্রী কোনও এলাকায় যাননি। এবং মুখ্যমন্ত্রীকে সম্পূর্ণভাবে হিন্দুরা বয়কট করেছে। উনি যে ২৫০ চেক দেওয়ার কথা বলছেন, সম্পূর্ণ মিথ্যে কথা। বেতবোনা গ্রাম থেকে ৪০ জন তৃণমূলের লোককে, ৪০ টি চেক উনি ওখানে দিয়েছেন। আজকে মাথাবাড়ি, ধুলিয়ান, সামসেরগঞ্জে সব হিন্দু গ্রাম মমতাকে, বয়কট করেছে। প্রত্যেকে বাড়িতে কালো পতাকা তুলেছে। এবং তাঁরা রাজ্য মানবধিকার কমিশনের সামনে, কলকাতা হাইকোর্ট থেকে লড়াই করে, ধর্না অবস্থান শুরু করেছে। সেখানে হরগোবিন্দ দাস, চন্দন দাসের পরিবারও আছে।
গতকাল সাংবাদিক সম্মেলন করে শুভেন্দু বলেছিলেন, 'লজ্জা লাগে না মুখ্যমন্ত্রীর একটু আগে ডুমুরজেলায় বলেছেন, দুটো ওয়ার্ডে গোলমাল হয়েছে। কে দেয় আপনাকে এই তথ্য। আপনি গেছেন ফিল্ডে ?' প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা।এরপরেই তিনি সেই নৃশংস হত্যাকাণ্ডের কথা মনে করিয়ে দেন। বলেন, হিন্দু বলে হরগোবিন্দ দাস, চন্দন দাস, বাড়ি থেকে টেনে এনে পশুকাটার ছুরি দিয়ে জবাই করা হয়েছে। তাঁর সঙ্গে আপনি তুলনা করছেন, দাঙ্গবাজ গুলি খেয়ে মরেছে ! সব মৃত্যু দুঃখ্যজনক। দাঙ্গা করতে গেছে, গুলি করেছে। পুলিশ করুক, বিএসএফ করুক, সেতো কমিশন তদন্ত করছে, তাঁরা বুঝবে। আমি জানি না। আমি সাক্ষী নই।'
বিরোধী দলনেতা আরও বলেছিলেন, 'পুলিশ নয়, নিরাপত্তা দিতে পারে কেন্দ্রীয় বাহিনী, এটা বলছে ওখানের মানুষ। আপনি পুলিশমন্ত্রী, আপনাকে তো বলবেই, আপনি নিরাপত্তা দিতে ব্যর্থ। বেলডাঙায় ইমামদের সামনে বলে এসেছিলেন, হিন্দুরা সংখ্যালঘু। হিন্দুদের দেখতে বলেছিলেন ইমামদের, তাই হরগোবিন্দ-চন্দন খুন হয়েছেন। আপনি ওদের দায়িত্ব দিয়ে এসেছিলেন, আপনাকে তো শুনতেই হবে।দাঙ্গাকারীদের উপরেই আপনি ভরসা করেছিলেন, আপনাকে শুনতেই হবে। পুলিশি নিষ্ক্রিয়তা, সিবিআই চেয়ে হাইকোর্টে গেছেন নিহতের পরিবার। হরগোবিন্দ দাসের ছোট ছেলে তুলে নিয়ে গিয়ে এফআইআর করিয়েছেন।' তবে শুধু হিংসা ইস্যুতেই নয়, খরচের ইস্যুতেও পুলিশমন্ত্রীকে তোপ দেগেছেন তিনি। কারা কী বলেছেন, কী চাইছেন, যা আপনারা দেখিয়ছেন, সরকার কলকাতা হাইকোর্টে যে স্ট্যান্ড রেখেছে, তার তথ্যপ্রমাণও আমি দেখাব। প্রথমত এই মুখ্যমন্ত্রীর সফরে পুলিশি ব্যবস্থার জন্য কয়েক কোটি টাকা খরচ করা হয়েছে।'






















