Howrah News: হাওড়ার বাগনানে বাড়িতে ঢুকে বিজেপি নেতাকে মার, ফাটল মাথা
Howrah News: রক্তাক্ত হাওড়া গ্রামীণের বিজেপির প্রাক্তন সভাপতি অনুপম মল্লিক। গুরুতর জখম অবস্থায় ভর্তি উলুবেড়িয়া হাসপাতালে (Uluberia Hospital)।
সুনীত হালদার, হাওড়া: হাওড়ার (Howrah) বাগনানে (Bagnan) বাড়িতে ঢুকে বিজেপি (BJP) নেতাকে মার, ফাটল মাথা। রক্তাক্ত হাওড়া গ্রামীণের বিজেপির প্রাক্তন সভাপতি অনুপম মল্লিক। গুরুতর জখম অবস্থায় ভর্তি উলুবেড়িয়া হাসপাতালে (Uluberia Hospital)। তৃণমূলের (TMC) বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির (BJP)।
বাড়িতে ঢুকে বিজেপি নেতাকে মারধর: এদিন উলুবেড়িয়ায় শুভেন্দু অধিকারীর জনসভা ছিল। সেই সভায় যোগ দিতে যাচ্ছিলেন অনুপম মল্লিক। অভিযোগ তখনই তাঁর বাড়িতে ঢুকে বেধড়ক মারধর করেন বেশ কয়েকজন। অনুপম মল্লিকের স্পষ্ট অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে মারধর করে, মাথা ফাটিয়ে দিয়েছে। রক্তাক্ত অবস্থায় প্রথমে তাঁকে কল্যাণপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন তিনি। এই ঘটনায় তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ অনুপমের। যদিও সব অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল।
View this post on Instagram
এই ঘটনায় প্রতিক্রিয়া দিতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, “মুখ্যমন্ত্রী কোর্টের নির্দেশ মেনে তদন্ত করা সংস্থার বিরুদ্ধে তাঁর দলের সদস্য এবং সাধারণ মানুষকে রাস্তায় নামর কথা বলছেন। নির্বাচন পরবর্তী সময়ের সন্ত্রাসের কথা স্মরণ করে দিয়েছেন। তৃণমূলই হাওড়া গ্রামীণের বিজেপির প্রাক্তন সভাপতি অনুপম মল্লিককে রক্তাক্ত করেছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন ফের খেলা হবে, শুরু হয়ে গেছে সেই খেলা।’’ “উনি অত বড় নেতা নন, যে হামলা হবে, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বও হতে পারে।’’ পাল্টা তৃণমূল বিধায়ক সমীর পাঁজা (Samir Panja)।
এদিকে স্বাধীনতা দিবসের আগে ফালাকাটায় তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনা ঘটে। বিজেপির মণ্ডল সভাপতিকে মারধর, বুথ সভাপতির বাড়িতে ভাঙচুর। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। ফালাকাটার বিজেপি বিধায়কেরও ওপরও হামলার চেষ্টার অভিযোগ। বিজেপির ফালাকাটা মণ্ডল কার্যালয়ের সামনে তাণ্ডব, অভিযুক্ত তৃণমূল। অভিযোগ অস্বীকার করে বিজেপির বিরুদ্ধেই হামলার অভিযোগ তৃণমূলের। একে অন্যের বিরুদ্ধে ফালাকাটা থানায় অভিযোগ দায়ের দুই দলের। ফালাকাটার এক মহিলা তৃণমূল কাউন্সিলরের শ্লীলতাহানির অভিযোগ বিজেপির বিরুদ্ধে। গ্রেফতার বিজেপির বুথ সভাপতি, আদালতে জামিন।
আরও পড়ুন: Partha Chatterjee Update: প্রেসিডেন্সি জেলে শশী, খোঁজ নিলেন না পার্থর