(Source: ECI/ABP News/ABP Majha)
West Bengal BJP : ‘রাজ্য বিজেপির রোগ হয়েছে, চাই দিল্লির দাওয়াই’ এবার মুখ খুললেন অনুপম-সৌমিত্র
Anupam Hazra & Soumitra Khan : ‘সব সময়ই যদি বলেন, সব ঠিক আছে, তাহলে কী করে হবে?' প্রশ্ন তোলেন অনুপম। ‘বিজেপির দুর্বলতার জন্যেই উপনির্বাচনে তৃণমূলের জয়’, বলে মন্তব্য করেছেন সৌমিত্র খান।
কলকাতা : রবিবারই ফেসবুক লাইভ করে বিজেপি নেতা অনুপম হাজরা জানিয়েছিলেন, বাংলায় বিজেপি-র পুরনো নেতাদের কাজ করতে অসুবিধা হচ্ছে। সেই সঙ্গে তিনি রাজ্যে বিজেপির বড় বড় নেতাদের নেতার ইস্তফা দিতে চাওয়ার প্রসঙ্গও টেনে আনেন। বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা সোমবার এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘এরকম চললে সঙ্কটে পড়ে যাবে দলের অস্তিত্বই’।
উপনির্বাচনে হারের পরে বিস্ফোরক বিজেপি নেতা অনুপম হাজরা
উপনির্বাচনে হার নিয়ে রাজ্য নেতৃত্বকে দোষারোপ করেছেন। তিনি প্রশ্ন তোলেন, ‘ঘাটতি নিয়ে আলোচনা না করলে, সংগঠন মজবুত হবে কি করে? সমালোচনা করা যাবে না, এরকম চললে অস্তিত্বই সঙ্কটে পড়বে’। এছাড়া, দুই উপনির্বাচনের করুণ ফলের পরই রাজ্য বিজেপির ফাটল ক্রমেই স্পষ্ট হচ্ছিল। প্রকাশ পাচ্ছিল দলীয় অন্তর্দ্বন্দ্ব। সৌমিত্র খাঁ-সহ দলের বড়মাপের নেতারাও রাজ্য বিজেপি নেতৃত্বের পরিচালন ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন। সেই সুর ধরেই অনুপম ফেসবুক পোস্ট করেন রবিবার। আর সোমবার তিনি মুখ খোলেন এবিপি আনন্দের কাছে। ‘সব সময়ই যদি বলেন, সব ঠিক আছে, তাহলে কী করে হবে?' প্রশ্ন তোলেন অনুপম। তিনি রবিবার ফেসবুক লাইভ মন্তব্য করেন, ’অনেক মতামত দিলাম রাজ্য নেতৃত্বকে, তাঁরা গ্রহণ করলেন না। বোধ হয় কারও আঁতে ঘা লেগেছে। তাই এ বার যা বলার কেন্দ্রীয় নেতৃত্বকে বলব।’
এই প্রসঙ্গে একপ্রকার সমর্থনের সুরই শোনা গেল দিলীপ ঘোষের গলায় । দিলীপ বলেন, ‘উনি কেন্দ্রীয় নেতা। এখানকার নেতাদের সাজেশন দেওয়ার ওঁর কাজ । একইসঙ্গে, কেন্দ্রীয় নেতৃত্বকে খবর দেওয়াটা ওঁর কাজ।’
চাই দিল্লির দাওয়াই : সৌমিত্র
‘বিজেপির দুর্বলতার জন্যেই উপনির্বাচনে তৃণমূলের জয়’, বলে মন্তব্য করেছেন সৌমিত্র খান। ‘রাজ্য বিজেপির রোগ হয়েছে, চাই দিল্লির দাওয়াই’, উপনির্বাচনে হার নিয়ে মন্তব্য বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-র। স্পষ্টতই সৌমিত্রর ইঙ্গিতও রাজ্য বিজেপির পরিচালন কমিটির দিকেই।