Saumitra Khan:ধর্না করতে এসে বিষ্ণুপুরে বিক্ষোভের মুখে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ
Panchayat Election:ধর্না করতে এসে নিজেই বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বাঁকুড়ার বিষ্ণুপুরে এদিন তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান মহিলারা। প্রশ্ন, ভোটের সময় কেন এসেছেন?
তুহিন অধিকারী, বাঁকুড়া: ধর্না করতে এসে নিজেই বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি সাংসদ (BJP MP) সৌমিত্র খাঁ (Saumitra Khan) । বাঁকুড়ার বিষ্ণুপুরে (Bishnupur) এদিন তাঁকে ঘিরে বিক্ষোভ (Agitation) দেখান মহিলারা। প্রশ্ন, ভোটের সময় কেন এসেছেন?
কেন বিক্ষোভ?
১০০ দিনের কাজের টাকা ও আবাস যোজনার টাকা চাই, মঙ্গলবার এই দাবিতেই সরব হন বিক্ষোভকারীরা। প্রসঙ্গত, ১০০ দিনের কাজের প্রকল্পে প্রাপ্য বাবদ টাকা আটকে রেখেছে কেন্দ্র, এই নিয়ে লাগাতার বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল সরকার। এদিন কার্যত একসুরে সৌমিত্র খাঁর সামনে বিক্ষোভ জানাতে দেখা যায় বেশ কয়েকজন মহিলাকে। তাঁদের প্রশ্ন একটাই, নির্বাচনের সময় কেন এসেছেন? অন্য দিকে, এদিনই কলকাতায় ১০০ দিনের কাজের বকেয়ার দাবি এবং কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের প্রতিবাদে মিছিল করে মহিলা তৃণমূল কংগ্রেস। উত্তর এবং দক্ষিণ কলকাতায় জোড়া মিছিল ছিল মহিলা তৃণমূল কংগ্রেসের। দক্ষিণ কলকাতায় মালা রায়ের নেতৃ্ত্বে গড়িয়াহাট থেকে রাসবিহারী মোড় পর্যন্ত মিছিল হয় আজ। তাৎপর্যপূর্ণভাবে, গত কালই, কেন্দ্রের কাছ থেকে কর বাবদ প্রাপ্য টাকার একাংশ পেয়েছে রাজ্য। জানা গিয়েছে, বকেয়া হিসেবে ৮ হাজার ৮৯৮ কোটি টাকা হাতে এসেছে রাজ্য সরকারের। একশো দিন থেকে শুরু করে একাধিক অন্য প্রকল্প, কেন্দ্র সরকারের কাছ থেকে বকেয়া টাকা না পাওয়ার অভিযোগ বারবার করেছে রাজ্য সরকার। বিভিন্ন সরকারি অনুষ্ঠান থেকেও যে নিয়ে ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Chief Minister Mamata Banerjee)। তৃণমূলের কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক নেতা-নেত্রীও যা নিয়ে সরব হয়েছেন বারবার। আর যখন রাজ্যের দুয়ারে পঞ্চায়েত নির্বাচন ঠিক তখনই কর বাবদ বকেয়া রাজ্যের বড় অংশের টাকা বরাদ্দ করল কেন্দ্র। পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখেই চলতি বছরের শুরু থেকেই রাজ্যের বিভিন্ন প্রকল্পে গতি আসার ছবি ধরা পড়েছে। জেলাশাসকদের সঙ্গে বৈঠকে দ্রুত বিভিন্ন উন্নয়নমূলক কাজ দ্রুত শেষ করার বার্তা দিয়েছিলেন রাজ্যের মুখ্যসচিব। নবান্ন থেকে একাধিকবার গ্রামাঞ্চলের বিভিন্ন প্রকল্পের সুষ্ঠু রূপায়নে ও বাকি থাকা কাজ দ্রুততার সঙ্গে শেষ করার ব্যাপারে জোর দেওয়া হয়েছে। গত কাল যখন রাজ্যের প্রাপ্য করের একাংশ কেন্দ্রের কাছ থেকে এসেছে, তার পরই খাস মহানগরে এদিন তৃণমূলের জোড়া মিছিল স্বাভাবিক ভাবেই নজর কেড়েছে রাজনৈতিক মহলের। এসবেই মধ্যে আবার বিষ্ণুপুরে বিক্ষোভের মুখে বিজেপি সাংসদ।
আরও পড়ুন:নতুন বাড়ি তৈরির সময় এই বিষয়গুলি মাথায় রাখুন, অন্যথা হতে পারে ক্ষতি !