Samik Bhattacharya : 'নাহলে পশ্চিমবঙ্গ পশ্চিম পাকিস্তান হয়ে যাবে', কোন বিষয়ে সতর্কবার্তা শমীকের ?
BJP News: শমীকের বক্তব্যে উঠে আসে বিনিয়োগের প্রসঙ্গও। তাঁর অভিযোগ, "আজ এরাজ্য থেকে পুঁজি ভিন্ন রাজ্যে সরে যাচ্ছে।"

শিলিগুড়ি : উত্তরবঙ্গের প্রতি বঞ্চনার অভিযোগ তুলে সরব হলেন রাজ্য বিজেপির নতুন সভাপতি শমীক ভট্টাচার্য। এদিন শিলিগুড়ির সভামঞ্চ থেকে উত্তরবঙ্গের (North Bengal) জন্য বাজেট বরাদ্দের প্রসঙ্গ তুললেন তিনি। শমীক বলেন, "উত্তরবঙ্গের জন্য যে বাজেট বরাদ্দ, সেই বাজেট সর্বাধিক খরচ হয়েছে একবার...৪১ শতাংশ। বাদবাকি ২১ থেকে ২৪ শতাংশের মধ্যে এখন ঘোরাফেরা করে। আমি নিজে অল্পদিনের জন্য বিধায়ক ছিলাম। আপনাদের এখানকার (শিলিগুড়ির) মহানাগরিক যিনি জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেসে আছেন, তাঁর সামনে উত্তরবঙ্গের বাজেট ঘোষণা করা হল, আমি একা উঠে দাঁড়িয়ে চিৎকার করলাম যে, এই টাকায় উত্তরবঙ্গের কী হবে ? কিছু বামপন্থী বিধায়কও উঠে দাঁড়ালেন। যখন চারিদিক থেকে কিছু হচ্ছে, তখন সিপিএমের শক্তি ছিল ভিতরে, কংগ্রেস এবং সিপিএম সবাই কিন্তু উঠে বলেছিল যে, এই টাকায় উত্তরবঙ্গের কী হবে। অনেক টানাপোড়েনের পর গৌতমবাবু (গৌতম দেব) হঠাৎ উঠে দাঁড়িয়ে বললেন, একটু বাড়ালে ভালো হয়। মানে, গলা দিয়ে আওয়াজ পর্যন্ত বেরোচ্ছে না। এই আমি নিজে শুনেছি।"
বাংলাদেশের প্রসঙ্গ টেনে আক্রমণ শানান রাজ্য বিজেপির সভাপতি। শমীক বলেন, "একজন সাংবাদিক শ্যামল দত্ত..বাংলাদেশের প্রথিতযশা সাংবাদিক, এখনও পর্যন্ত তিনি জেলে আছেন। মুক্ত হতে পারেননি। যাঁরা এখানে গান কবিতার কথা বলছেন, বাংলা-বাঙালির কথা বলছেন, আমাদের প্রাণের কবি, আমাদের রোম্যান্সের কবি জীবনানন্দ দাশ...সেই জীবনানন্দ দাশের কবিতা বলতে বলতে একজন জেলে চলে গেলেন। 'আবার আসিব ফিরে এই ধানসিঁড়িটির তীরে...'। বলছিলেন ইসকনের এক সন্ন্যাসী। তিনি এখন জেলে। যিনি তাঁকে খাবার-ওষুধ দিতে যেতেন, তিনিও এখন জেলে।" তাঁর সংযোজন, "সিটি অফ আলেকজান্দ্রিয়ার সবথেকে বড় লাইব্রেরি যে মৌলবাদীরা ধ্বংস করেছিল, যারা নালন্দা-তক্ষশীলা-বিক্রমশীলাকে ধ্বংস করেছে, বই জ্বালিয়েছে, আজ তারাই আবার একইভাবে ইন্দিরা গান্ধীর লাইব্রেরির ৭০ হাজার বই বাংলাদেশে জ্বালিয়ে দিয়েছে। সেই মানসিকতার মানুষ কিন্তু মুর্শিদাবাদে বাড়িতে ঢুকে হিন্দু ছেলে-মেয়েদের উপর আক্রমণ করে তাদের বইতে আগুন ধরাচ্ছে, আজ এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে বাঙালিকে। নাহলে পশ্চিমবঙ্গ পশ্চিম পাকিস্তান হয়ে যাবে।"
শমীকের বক্তব্যে উঠে আসে বিনিয়োগের প্রসঙ্গও। তাঁর অভিযোগ, "আজ এরাজ্য থেকে পুঁজি ভিন্ন রাজ্যে সরে যাচ্ছে।" West Bengal BJP President Samik Bhattacharya






















