BJP Rally: আচমকাই বিজেপির মিছিলের ইস্যু বদল! কটাক্ষ সিপিএম-তৃণমূলের
BJP Rally Issue Change: সোমবার মিছিল করলেও, ইস্যু বদলের সিদ্ধান্ত নেয় উত্তর কলকাতা জেলা বিজেপি। মাতৃভাষা দিবসে, দাড়িভিট হত্যাকাণ্ডে দোষীদের শাস্তির দাবি করে পথে নামে গেরুয়া শিবির।
দীপক ঘোষ, কলকাতা: শেষ মুহূর্তে বদলে গেল মিছিলের ইস্যু। আনিস খানের (Anish Khan) রহস্যমৃত্যুর প্রতিবাদের বদলে, মাতৃভাষা দিবসে দাড়িভিটকাণ্ডে (Darivit) দোষীদের শাস্তির দাবিতে পথে নামল বিজেপি (BJP)। যা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল (TMC) ও সিপিআইএম (CPIM)।
কথা ছিল, আমতার প্রতিবাদী ছাত্রনেতা আনিস খানের রহস্যমৃত্যুর প্রতিবাদে পথে নামবে কলকাতা জেলা বিজেপি। কিন্তু, শেষ মুহূর্তে বদলে গেল মিছিলের ইস্যু! আনিস খানের রহস্যমৃত্যুর বদলে, প্রায় সাড়ে তিন বছর আগের দাড়িভিটকাণ্ডের প্রতিবাদে পথে নামল গেরুয়া শিবির!!
কিন্তু, শেষমুহূর্তে হঠাৎ কেন ইস্যু বদল? চুপ বিজেপি। হাওড়ার আমতায় ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর ঘটনায় শনিবার থেকে উত্তাল রাজ্য-রাজনীতি! কলকাতার রাজপথে মিছিল করেছে বামেরা! রাস্তায় নেমেছে কংগ্রেসের ছাত্র সংগঠন...এই পরিস্থিতিতে আনিসের রহস্য মৃত্যু ইস্যুতে তৃণমূল সরকারের বিরুদ্ধে আক্রমণ শানালেও, রাস্তায় নামেনি বিজেপি।
এই প্রেক্ষাপটে সোমবার মিছিল করলেও, ইস্যু বদলের সিদ্ধান্ত নেয় উত্তর কলকাতা জেলা বিজেপি। মাতৃভাষা দিবসে, দাড়িভিট হত্যাকাণ্ডে দোষীদের শাস্তির দাবি করে পথে নামে গেরুয়া শিবির। কিন্তু, এদিনের মিছিলে যাঁরা এসেছিলেন, ইস্যু নিয়ে বিভ্রান্ত ছিলেন তাঁরাই। আনিস খান দীর্ঘদিন ধরেই NRC ও CAA’র বিরোধিতায়, সরব হয়েছেন। তাই কি বিজেপি এই তরুণ ছাত্র নেতার মৃত্যুর প্রতিবাদে শেষ অবধি রাস্তায় নামল না? প্রশ্ন তুলছে বামেরা।
সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "নাম কি, বাড়ি কোথায় সেটাই দেখে নিল? এক জন ছাত্র হিসেবে দেখতে পারল না!! সব মিলিয়ে, বিজেপির মোমবাতি মিছিলের ইস্যু বদল নিয়ে তুঙ্গে তরজা।