BJP: কাল বিজেপির 'হাইভোল্টেজ' সভা, শহরে যানজটের আশঙ্কা, কোন পথে গেলে এড়ানো যাবে সমস্যা?
BJP Rally: বিজেপি সূত্রে খবর, বুধবার বিজেপির সভা শুরু হবে বেলা ১২টায়। অমিত শাহ সভাস্থলে পৌঁছবেন দুপুর পৌনে ২টো নাগাদ।
কলকাতা: বুধবার অর্থাৎ আগামীকাল ধর্মতলায় (Dharmatala) অমিত শাহের (Amit Shah) সভা ঘিরে চূড়ান্ত ব্যস্ততা রাজ্য বিজেপিতে (BJP)। ভিক্টোরিয়া হাউজের সামনে তৈরি হচ্ছে বিশাল মঞ্চ। ত্রিস্তরীয় মঞ্চে শাহের ডান ও বাম হাতে থাকছেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ও শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ধাপে ধাপে বসার জায়গা তৈরি করা হচ্ছে রাজ্যের অন্যান্য নেতৃত্ব ও বঞ্চিত সাধারণের জন্য। ইতিমধ্যেই রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, কালকে ঐতিহাসিক ভিড় হবে। ঢেউ আর সুনামি কলকাতাতে চলবে।
বিজেপি সূত্রে খবর, বুধবার বিজেপির সভা শুরু হবে বেলা ১২টায়। অমিত শাহ সভাস্থলে পৌঁছবেন দুপুর পৌনে ২টো নাগাদ। সোয়া ৩টে নাগাদ সভাস্থল থেকে বেরিয়ে যাবেন তিনি। বিজেপি সূত্রে খবর, দলীয় কর্মীদের বলা হয়েছে, যারা ট্রেনে এসে হাওড়া স্টেশনে নামবেন, তাঁরা সেখান থেকে মিছিল করবেন। যার জেরে শহরে যানজটের আশঙ্কা রয়েছে।
পুলিশ সূত্রে খবর, তারা হাওড়া ব্রিজ হয়ে স্ট্র্যান্ড রোড হয়ে ধর্মতলায় পৌঁছবেন। যারা শিয়ালদা স্টেশনে নামবেন, তাঁরা শিয়ালদা থেকে এস এন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলায় মিছিল করে আসবেন।
সাধারণ মানুষের হয়রানি এড়াতে, লালবাজারের তরফে বলা হয়েছে, উত্তর কলকাতা থেকে ধর্মতলা বা দক্ষিণ কলকাতার দিকে যাওয়ার ক্ষেত্রে, সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে সিআর অ্যাভিনিউ দিয়ে বিবি গাঙ্গুলি রোড হয়ে যেতে।
আরও পড়ুন, শীতের প্রবেশে বাধা, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের বৃষ্টির চোখরাঙানি?
দক্ষিণ কলকাতা থেকে ধর্মতলা বা উত্তর কলকাতার দিকে যেতে হলে, জওহরলাল নেহেরু রোড, ডোরিনা ক্রসিং হয়ে কাউন্সিল হাউস স্ট্রিট থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ-এর দিকে পাঠানো হবে।
এছাড়া এপিসি রোড হয়ে এজেসি বোস রোড ধরে যাবে উত্তর ও দক্ষিণমুখী গাড়ি। বিজেপি সূত্রে খবর, যারা বাস-ট্রাক-সহ অন্যান্য যানবাহনে আসবেন, সেগুলি ধর্মতলায় সভাস্থলের কাছাকাছি রাখা সম্ভব নয়। কাজেই যেখানে রাখা হবে, সেখান থেকেই মিছিল করে সভাস্থলের কাছে আসবেন বিজেপি নেতা-কর্মীরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে