Coochbehar News: 'দেখতে হবে বিজেপি যাতে ২-৩টির বেশি ওয়ার্ডে প্রার্থী দিতে না পারে', হুমকির অভিযোগ উদয়ন গুহর বিরুদ্ধে
দিনহাটার তৃণমূল (TMC) বিধায়ক উদয়ন গুহ (Udayan Guha) বলেন, কোনও অবস্থাতেই বিজেপি যাতে ২টি, ৩ টির বেশি আসন (প্রার্থী) দেওয়ার অবস্থায় পৌঁছোতে না পারে, সেটা আমাদের দেখতে হবে।'
শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: 'বিজেপি (BJP) যাতে ২-৩টির বেশি ওয়ার্ডে প্রার্থী দিতে না পারে, তা দেখতে হবে। এই ভাবেই দিনহাটা পুরভোটে (Dinhata) বিজেপির (BJP) উদ্দেশে কার্যত হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল (TMC) বিধায়ক উদয়ন গুহর (Udayan Guha) বিরুদ্ধে। এ নিয়ে শাসক দলকে পাল্টা আক্রমণ করেছে বিজেপি (BJP)।
দিনহাটার তৃণমূল (TMC) বিধায়ক উদয়ন গুহ (Udayan Guha) বলেন, কোনও অবস্থাতেই বিজেপি যাতে ২টি, ৩ টির বেশি আসন (প্রার্থী) দেওয়ার অবস্থায় পৌঁছোতে না পারে, সেটা আমাদের দেখতে হবে।'
ফের তৃণমূল বিধায়ক উদয়ন গুহ-র (Udayan Guha) মন্তব্যে বিতর্ক। ‘২-৩টির বেশি আসনে প্রার্থীই দিতে পারবে না বিজেপি।’ বিরোধীদের হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক উদয়ন গুহ-র।
রবিবার দিনহাটার নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি সদনে তৃণমূলের তরফে দিনহাটা পুরসভার রিপোর্ট কার্ড পেশ করা হয়। সেই অনুষ্ঠানের মঞ্চ থেকেই বিজেপির উদ্দেশে কার্যত হুঁশিয়ারি দিতে শোনা যায় জেলা তৃণমূলের চেয়ারম্যানকে।
দিনহাটার (Dinhata) তৃণমূল বিধায়ক উদয়ন গুহ(Udayan Guha)-র বক্তব্য অনুযায়ী, ৩৫ সেকেন্ড থেকে- কোচবিহার (Coochbehar) জেলার ৬টি পুরসভাতেই আমরা জয়ী হব। কিন্তু অন্য জায়গায় যদি একটা দুটো এদিক ওদিক হয়, দিনহাটায় যাতে একটা আসনেও আমাদের প্রার্থীরা পরাজিত না হয়, সে ব্যাপারে আমাদের কর্মীদের সজাগ, সতর্ক থাকতে হবে। এটা আমাদের কাছে চ্যালেঞ্জ। প্রতিটা আসনেই আমরা জয়ী হব। বিজেপির আজকে যে সাংগঠনিক ক্ষমতা, যে সাংগঠনিক শক্তি, কোনও অবস্থাতেই বিজেপি যাতে ২টি, ৩টির বেশি আসন দেওয়ার অবস্থায় পঁছোতে না পারে, সেটা আমাদের দেখতে হবে। আমি গর্ব করে কলকাতায় বসে বলেছি যে, দিনহাটার বুকে বিজেপি দুটো তিনটে আসনের বেশি প্রার্থী দিতে পারবে না।
তৃণমূল (TMC) বিধায়কের এই মন্তব্য সামনে আসার পরই আক্রমণের পথে হেঁটেছে বিজেপি (BJP)। এ প্রসঙ্গে নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামীর বলেন, উদয়ন গুহ (Udayan Guha) সম্পর্কে কিছু বলার অবকাশ নেই। তৃণমূলের রাজ্য সহ সভাপতি নিজেই উদয়ন গুহকে চারপেয়ে জানোয়ার বলেছেন। এর থেকে ভাল কথা আমার জানা নেই। তিনি সন্ত্রাসের নায়ক। দিনহাটা উপনির্বাচনে সন্ত্রাস করে গণতান্ত্রিক অধিকার হরণ করে বিপুল ভোটে জয়ী হওয়ার ঘটনা ওয়ার্ল্ড রেকর্ড করেছে।
২০১৫ সালের পুরভোটে ১৬ ওয়ার্ডের দিনহাটা পুরসভায় জয়ী হয় বামেরা। তত্কালীন ফরওয়ার্ড ব্লক কাউন্সিলর উদয়ন গুহই চেয়ারম্যান হন। কিন্তু সেই বছরের অক্টোবরে তিনি তৃণমূলে যোগ দেন।
দলবদলের জেরে দিনহাটা পুরসভাও তৃণমূলের দখলে চলে যায়। এরপর বিধানসভা ভোটে দিনহাটা আসন থেকে বিজেপির কাছে পরাজিত হলেও, উপনির্বাচনে রেকর্ড ভোটে জয়ী হয়ে ফের দিনহাটার বিধায়ক হন উদয়ন।
দিনহাটা পুরসভার ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। কিন্তু তার আগেই পুরভোট ঘিরে শুরু হয়েছে তৃণমূল-বিজেপির চাপানউতোর।