Suvendu Adhikari : মমতার মুখোমুখি হচ্ছেন না শুভেন্দু, নবান্নের লোকায়ুক্ত বৈঠক 'এড়ালেন' বিরোধী দলনেতা
Lokayukt Meeting : রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিবককে লেখা তাঁর একটি চিঠি লিখে সেটাও সোশাল মিডিয়াতে শেয়ার করার পাশাপাশি রাজ্যপাল জগদীপ ধনকড়কেও ট্যাগ করেছেন শুভেন্দু অধিকারী।
দীপক ঘোষ, কলকাতা : সম্ভাবনা তৈরি হলেও তা শেষ পর্যন্ত বাস্তব হচ্ছে না। লোকায়ুক্ত (Lokayukta) নিয়োগ নিয়ে নবান্নের বৈঠকে যোগ দিচ্ছেন না শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যের বিরোধী দলনেতা ট্যুইটারে নিজেই জানিয়েছেন সেই সিদ্ধান্তর কথা। আর বিজেপি (BJP) নেতার এই ঘোষণার পরই তাঁর ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) মুখোমুখি হওয়ার সম্ভাবনায় আপাতত ইতি।
নবান্নে লোকায়ুক্ত বৈঠক 'এড়ালেন' শুভেন্দু
নবান্নে লোকায়ুক্ত নিয়োগ বৈঠকে শুভেন্দু অধিকারীর না যাওয়ার কারণ হিসেবে বিরোধী দলনেতার অভিযোগ, এ বিষয়ে রাজ্য সরকারের সহযোগিতা তিনি পাননি। সেইসঙ্গে শুভেন্দু অধিকারীর অভিযোগ, লোকায়ুক্ত নিয়োগ নিয়ে রাজ্যপালের পরামর্শও মানেনি রাজ্য সরকার। শুভেন্দু অধিকারী ট্যুইটে লিখেছেন, 'লোকায়ুক্ত, রাজ্যের তথ্য কমিশনার ও রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ সংক্রান্ত বৈঠকে যোগ দিতে নবান্নে যাচ্ছি না। রাজ্য সরকারের তরফে এ ব্যাপারে চূড়ান্ত অসহযোগিতা পেয়েছি। মহমান্য রাজ্যপালের পরামর্শও মানেনি রাজ্য সরকার।' রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিবককে লেখা তাঁর একটি চিঠি লিখে সেটাও সোশাল মিডিয়াতে শেয়ার করার পাশাপাশি রাজ্যপাল জগদীপ ধনকড়কেও (Jagdeep Dhankar) ট্যাগ করেছেন শুভেন্দু অধিকারী।
I won't be attending the Meeting at Nabanna today regarding the appointments of the Chairman & another member of the WBHRC, Lokayukta and State Information Commissioner due to the non cooperation of WB Govt and non compliance of the directives issued to them by Hon'ble Governor.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) May 23, 2022
মমতা-শুভেন্দু সাক্ষাৎ সম্ভাবনার ইতি
লোকায়ুক্ত বৈঠকে রাজ্যর বিরোধী দলনেতা যোগ দেন কি না, তা নিয়ে প্রশাসনিক মহলের পাশাপাশি তাকিয়ে ছিল রাজ্যের রাজনৈতিক মহলও। কারণ গত বিধানসভা ভোটের আগে থেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্রমাগত আক্রমণ করেছেন তিনি। রাজনৈতিক স্তরের যে আক্রমণ জারি রয়েছে বর্তমান তৃতীয় তৃণমূল সরকারের বিভিন্ন পদক্ষেপ ঘিরেও। এদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একাধিকবার নাম না করে বা কখনও করে সরাসরি আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারীকে।
আরও পড়ুন- 'কত বড় বাপের বেটা দেখব', শুভেন্দু অধিকারীকে মারধরের হুঁশিয়ারি তৃণমূল নেতার