Cow Hug Day: 'ভ্যালেন্টাইনস ডে-তে শুভেন্দু গরুর দিকে যাবে না, ষাঁড়ের দিকে যাবে' কুণালের কটাক্ষ
Valentine's Day : ভ্যালেন্টাইন্স ডে বা প্রেম দিবসে গরুকে আলিঙ্গন ধরুন। এমনই বিজ্ঞপ্তি জারি করে দেশবাসীর উদ্দেশে আর্জি জানাল কেন্দ্রীয় সংস্থা, পশু কল্যাণ পরিষদ।
কৃষ্ণেন্দু অধিকারী, বিজেন্দ্র সিংহ, সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : ১৪ই ফেব্রুয়ারি। ভ্যালেন্টাইনস ডে ( Valentine's Day ) ! প্রেমের দিন! সেই দিন বিশেষভাবে পালনের জন্য় এবার একেবারে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র! কিন্তু, তাতে খুশি হওয়ার কোনও কারণ নেই! কারণ, এই নির্দেশিকায়, এবার ভালবাসার দিনে সোহাগ নয়, গো-হাগের কথা বলা হয়েছে! মানে, গরুকে আলিঙ্গন ( Cow Hug Day )!
প্রেমিক-প্রেমিকারা যখন পরিকল্পনায় ব্য়স্ত, এই দিনটা তারা কীভাবে একে অপরের সঙ্গে কাটাবে, তখন মোদি সরকারের পশু কল্যাণ বোর্ডের আর্জি, এই দিনে গরুকে জড়িয়ে ধরে ‘গো-আলিঙ্গন দিবস’ উদযাপন করুন গো-প্রেমীরা! কেন্দ্রীয় মৎস্যচাষ, প্রাণী সম্পদ ও ডেয়ারি মন্ত্রী পুরুষোত্তম রুপালার তরফে জারি হয় নির্দেশিকা।
স্বাভাবিকভাবেই এই নির্দেশিকা সামনে আসার পরই তা নিয়ে তুঙ্গে উঠেছে বিতর্ক! সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুই মিমের ছড়াছড়ি। 'cow hug day' নিয়ে, ট্যুইটে কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ জহর সরকার এবং মহুয়া মৈত্র।
Hugging cows on Valentine’s Day Is Government’s new idea. Hope vigilantes allow this hug. pic.twitter.com/snEjszC7cU
— Jawhar Sircar (@jawharsircar) February 8, 2023
অন্য়দিকে, মোদি মন্ত্রিসভার মন্ত্রীরা অবশ্য় বিতর্কের মধ্য়েও এই নির্দেশিকার পক্ষেই ব্য়াট ধরেছেন! প্রতিক্রিয়ায় তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ' যার মাথা থেকে বেরিয়েছে, তার মাথা নিয়ে গবেষণা উচিত... সেদিন অনেক অদ্ভূত দৃশ্য দেখা যাবে...ভ্যালেন্টাইনস ডে-তে গরুর দিকে যাবে না, ষাঁড়ের দিকে যাবে শুভেন্দু। ' শুনুন কুণাল আর কী বললেন .. ...
View this post on Instagram
CPM কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, কেন্দ্রীয় মন্ত্রী কোথায় মানুষের জন্য বলব, কাউ-ডাং মাথায় নিয়ে বের হন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গরুকে আলিঙ্গন করলে, মিলবে মানসিক সুখ এবং সমৃদ্ধি। কিন্তু, প্রেমের দিনে গরুকে আলিঙ্গন করে কতজন সেই সুখ-সমৃদ্ধি চান, সেটাই প্রশ্ন।