West Bengal Live News: কোথাও BLO-কে হুমকি দেওয়ার অভিযোগ, কোথাও কাজে বেরিয়ে অসুস্থ BLO! SIR ঘিরে তোলপাড়
West Bengal Live Updates: BLO-কে হুমকির অভিযোগ। সন্দেশখালির ন্যাজাটে গ্রেফতার BLA তৃণমূল কর্মী।
LIVE

Background
কলকাতা: দেখে নিন এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর
BLO-কে হুমকির অভিযোগ। সন্দেশখালির ন্যাজাটে গ্রেফতার BLA তৃণমূল কর্মী। ভোটারের নাম কাটা যাওয়ার আশঙ্কায় হুমকি। বিএলও-র অভিযোগের ভিত্তিতে গ্রেফতার। হাত পা ভেঙে দেব। বাড়ি জ্বালিয়ে দেব। বিএলও-কে হুমকির অডিও ভাইরাল। SIR-এর কাজে বেরিয়ে অসুস্থ কাটোয়ার ১৪৭ নম্বর বুথের BLO শুকদেব দাস। কাজের চাপে অসুস্থ BLO, দাবি পরিবারের। মছলন্দপুর অসুস্থ BLO। পরপর BLO-র মৃত্যু, কল্যাণের নিশানায় মুখ্য নির্বাচন কমিশনার। কাজের চাপে আত্মহত্যা করছেন BLO-রা। এক্স পোস্টে কমিশনকে নিশানা কংগ্রেসের। ভারত বিরোধী গ্যাংয়ের অঙ্গ এরা। পাল্টা কটাক্ষ বিজেপির।
উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গের SIR নিয়ে সরব অখিলেশ যাদব। দুই রাজ্যে হাজার হাজার ভোটারের নাম কাটার চক্রান্ত। উত্তরপ্রদেশে ৩ মাস সময় বাড়াতে চিঠি সপা সুপ্রিমোর।
রানাঘাটের পর হাওড়া। ফের জীবিত হয়েও ভোটার তালিকায় মৃত। ২০২৫-এর তালিকায় নাম নেই ২০০২ সালে ভোট দিয়েছেন, দাবি শিবপুরের বৃদ্ধার। নতুন করে নাম তোলার পরামর্শ বিএলও-র।
ফের ভুয়ো ভোটারের অভিযোগ। সন্দেশখালিতে শ্বশুরকে বাবা বানিয়ে ভোটার কার্ড তৈরির অভিযোগ বাংলাদেশি যুবকের বিরুদ্ধে। বাংলাদেশি নন, পাতানো ছেলে। দাবি শ্বশুরের।
কল্যাণীতে তৃণমূলের SIR ক্যাম্পে হামলা-আগুন। বিজেপির বিরুদ্ধে অভিযোগ শাসকদলের। অভিযোগ অস্বীকার গেরুয়া শিবিরের।
SIR-এর মধ্যেই এবার ভিনরাজ্যের আধার কার্ড উদ্ধার। সল্টলেকে বিএ, সিএ ব্লকের মাঝে রাস্তায় একাধিক কার্ড। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থানের আধার ঘিরে রহস্য।
কসবায় হোটেলে রহস্যমৃত্যুতে চাঞ্চল্যকর তথ্য। নিহত যুবকের পা বাঁধা ছিল। নাকের নীচে রক্তের দাগ। খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের। গ্রেফতার ২।
পার্ক স্ট্রিট থেকে কসবা। পর পর হোটেলে মৃত্যু। নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা পুলিশের।
বরানগর শ্যুটআউটকাণ্ডে চাঞ্চল্যকর মোড়। বিবাহবহির্ভূত সম্পর্কের জের। স্বামীকে খুনের চেষ্টা। গ্রেফতার স্ত্রী-সহ ৪।
বরানগরকাণ্ডে বিবাহবহির্ভূত সম্পর্ক। প্রেমিকার স্বামীকে খুনের সুপারি দেন প্রেমিক প্রদীপ দে। সুশান্ত আদক ও মহম্মদ শামিমকে খুনের সুপারি। খবর সূত্রের।
কসবায় সিনেম্যাটোগ্রাফারের ঝুলন্ত দেহ উদ্ধার। আর্থিক সমস্যা চলছিল। ভাল কাজের সুযোগ মিলছিল না। উল্লেখ সুইসাইড নোটে, খবর পুলিশ সূত্রে।
পুকুর ভরাট ঘিরে কাউন্সিলরের সঙ্গে ব্যবসায়ীর বিবাদে বর্ধমানের গোলাহাটে উত্তেজনা। গুলি চালানোর অভিযোগ ব্যবসায়ীর পরিবারের বিরুদ্ধে। আত্মরক্ষায় গুলি। দাবি ব্যবসায়ীর।
কয়লাকাণ্ডে ইডির ম্যারাথন তল্লাশি। উদ্ধার ১৪ কোটি টাকা। বাজেয়াপ্ত কোটি টাকার গয়নাও। খবর ইডি সূত্রে।
ভুয়ো NIA অফিসার সেজে প্রতারণা। শিলিগুড়ির মাটিগাড়ায় গ্রেফতার ৩। লক্ষাধিক টাকা জালিয়াতির অভিযোগ। ধৃতদের থেকে উদ্ধার একটি i-20 গাড়ি, ৬টি মোবাইল ফোন।
৩ মাস ধরে এলাকায় জমে জল। পুরসভায় জানিয়েও মেলেনি সুরাহা অভিযোগ স্থানীয়দের। প্রতিবাদে ফের লিলুয়ায় বিক্ষোভ। সমাধানের আশ্বাস পুরসভার।
SIR Update: ত্তর ২৪ পরগনার ন্যাজাটে BLO-কে হুমকি দিয়ে গ্রেফতার হয়েছেন তৃণমূলের BLA
SIR-এর কাজের চাপে কোথাও BLO-র মৃত্যু, কোথাও আত্মহত্যার অভিযোগ উঠেছে। একাধিক জায়গায় অসুস্থ হয়ে পড়েছেন BLO-রা। এই আবহে উত্তর ২৪ পরগনার ন্যাজাটে BLO-কে হুমকি দিয়ে গ্রেফতার হয়েছেন তৃণমূলের BLA। আবার সল্টলেকে উদ্ধার হয়েছে একাধিক ভিনরাজ্যের আধার কার্ড।
District News: কাউন্সিলরের দেওয়া হোর্ডিং খুলে বিধায়কের নাম দেওয়া হোর্ডিং লাগানোর অভিযোগ
কাউন্সিলরের দেওয়া হোর্ডিং খুলে বিধায়কের নাম দেওয়া হোর্ডিং লাগানোর অভিযোগ। ফের প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত। ঘটনাটি ঘটেছে দমদম সেভেন ট্যাঙ্ক এলাকায়। প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু সেনের স্ত্রী, কলকাতা পুরসভার দু'নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাকলি সেনের দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জয়ী করার আবেদন জানিয়ে একটি হোর্ডিং লাগানো হয়। আজ সকালে দেখা যায়, সেই হোর্ডিং-এর ওপর কে বা কারা ফুটবল খেলার একটি হোর্ডিং লাগিয়ে দিয়েছে।























