Mamata Banerjee: বারবার বিরক্ত করছেন, ট্যুইটারে ব্লক করেছি রাজ্যপালকে: মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee Blocked Jagdeep Dhankhar: সোমবার সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: 'কখনও অফিসারদের কখনও আমাকে, রোজই রাজ্যপাল কাউকে না কাউকে খারাপ কথা বলছেন। অসাংবিধানিক কথা বলছেন। আমি দুঃখিত, ক্ষমা চেয়ে নিয়ে বলছি, আজ আমি আমার ট্যুইটার অ্যাকাউন্ট থেকে রাজ্যপালকে (Governor Jagdeep Dhankhar) ব্লক করে দিয়েছি'। সোমবার সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এ দিন তিনি বলেন, ‘বাধ্য হয়েছি ট্যুইটার অ্যাকাউন্ট থেকে রাজ্যপালকে (Jagdeep Dhankhar) ব্লক করতে। এর জন্য আমি ক্ষমা চাইছি, কিন্তু বারবার প্রধানমন্ত্রীকে বলেছি। নিজেকে কী ভাবেন রাজ্যপাল, সুপার পাহারাদারি রাজ্যপাল!’
রাজ্যপাল প্রসঙ্গে আর কী কী বললেন মুখ্যমন্ত্রী
- ‘বারবার বিরক্ত করছেন, তাই ট্যুইটারে ব্লক করেছি রাজ্যপালকে’
- ‘সবাইকে ভয় দেখাচ্ছেন রাজ্যপাল, প্রত্যেকটা বিল আটকে দিয়েছেন’
- ‘রাজ্যপালের প্রশ্রয়ে বিজেপির গুন্ডারা লোক মারছে’
- ‘প্রতিদিন রাজ্যপালের উস্কানি, বাধ্য হয়েই ট্যুইটারে ব্লক করেছি’
- ‘৪টি চিঠি দিয়েছি প্রধানমন্ত্রীকে, কেন পদক্ষেপ করা হয়নি?’
- ‘আগামী দিনে সিদ্ধান্ত নেবেন সাধারণ মানুষ, বিধানসভা, সংসদ’
- ‘মা ক্যান্টিন নিয়ে প্রশ্ন তুলছেন, তাজ বেঙ্গল থেকে রোজ খাবার আসছে রাজভবনে!’
- ‘রাজ্যভবন থেকে পেগাসাস দিয়ে নজরদারি চালানো হচ্ছে’
আরও পড়ুন: Flight Service: সপ্তাহের ৭ দিনই মুম্বই-দিল্লি উড়ান, লন্ডন-কলকাতার উড়ানে উঠল কড়াকড়ি
রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহ অব্যাহত। এমনকি প্রজাতন্ত্র দিবসে রেড রোডের অনুষ্ঠানেও তার প্রভাব পড়েছে। রাজ্যপাল সেখানে উপস্থিত থাকলেও মুখ্যমন্ত্রী তাঁর সঙ্গে আগাগোড়া দূরত্ব বজায় রেখেছেন বলেও অভিযোগ ওঠে। অন্যদিকে বিভিন্ন সময়ে রাজ্যের বিরুদ্ধে ট্যুইট বার্তা দিয়েছেন রাজ্যপাল। কিছুদিন আগে শুভেন্দু অধিকারীর নেতাই অভিযান এবং পুলিশি বাধা প্রসঙ্গে জবাব চেয়ে মুখ্যসচিবকে তলব করেন। জানুয়ারির শুরুতেও মুখ্যমন্ত্রীর গোয়া সফরের মন্তব্য নিয়ে ট্যুইটে সরব হয়েছিলেন রাজ্যপাল। সবমিলিয়ে দফায় দফায় প্রকট হয়েছে ট্যুইট যুদ্ধ। আর এতেই বিরক্ত হয়ে রাজ্যপালকে ট্যুইটার থেকে ব্লক করেছেন বলে জানান মুখ্যমন্ত্রী।