Bonny Sengupta: কুন্তলের থেকে নেওয়া ৪০ লক্ষ ফেরাবেন! বনি বললেন, ‘আমার টাকা’
SSC Case: ধৃত কুন্তলের সঙ্গে বনির যোগাযোগ নিয়ে বহু প্রশ্ন উঠে আসছিল বিভিন্ন মহলে।
আবির দত্ত, অতসী মুখোপাধ্যায়, কলকাতা: নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়ে গিয়েছে টলিউডের। ধৃত কুন্তল ঘোষের (Kuntal Ghosh) সঙ্গে যোগসূত্র পাওয়া গিয়েছে অভিনেতা বনি সেনগুপ্তর (Bonny Sengupta)। কুন্তলের দেওয়া ৪০ লক্ষ টাকায় গাড়ি কিনেছিলেন বলে স্বীকার করেছেন বনি। যদিও তাঁর দাবি, পারিশ্রমিক হিসেবেই ওই টাকা পেয়েছিলেন তিনি। কিন্তু তদন্তে নাম জড়ানোয় এ বার কি ওই টাকা ফেরত দেবে বনি? জবাব দিলেন খোদ অভিনেতাই (SSC Case)।
টাকা ফেরত দেবেন কিনা, জানতে চাওয়া হয় অভিনেতার কাছে
কুন্তলের সঙ্গে লেনদেনের বিষয়টি সামনে আসতেই দফায় দফায় বনিকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। মঙ্গলবারও সিজিও কমপ্লেক্সে তদন্তকারীদের সামনে হাজির হন বনি। সেখানে টাকা ফেরত দেবেন কিনা, জানতে চাওয়া হয় অভিনেতার কাছে। জবাবে তিনি বলেন, "না না, এ সব আমার টাকা।"
ধৃত কুন্তল ঘোষের সঙ্গে বনির যোগাযোগ নিয়ে বহু প্রশ্ন উঠে আসছিল বিভিন্ন মহলে। তবে সব প্রশ্নের উত্তর কার্যত এক কথায় বুঝিয়ে দিলেন অভিনেতা বনি। মঙ্গলবার ED-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর, তিনি দাবি করলেন, যে টাকা নিয়ে বিতর্ক, সেই টাকা তাঁরই।
স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত, যুব তৃণমূলের প্রাক্তন রাজ্য সম্পাদক কুন্তলকে ED গ্রেফতার করতেই, তদন্তের পরিধির মধ্যে ঢুকে পড়েছিলেন অভিনেতা বনি। ED-সূত্রে দাবি, নিয়োগ দুর্নীতিতে কুন্তলের সঙ্গে বনির আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য মিলেছে। নিজেদের মধ্যে একসময় যে ভাল সম্পর্ক ছিল, তা স্বীকারও করে নিয়েছেন দু'জন।
আরও পড়ুন: Partha Chatterjee: ইশারোঁ ইশারোঁ মেঁ...বুকে হৃদয় এঁকে দেখালেন পার্থ, মুচকি হেসে জবাব দিলেন অর্পিতাও!
কিন্তু টাকা লেনদেন নিয়ে বনির বক্তব্য, "উনি আমাকে ব্ল্য়াকে বলেছিলেন। না, আমি বলেছিলাম জানিয়েছিলাম, ব্ল্যাকে নয়, হোয়াইট ট্রানজ্যাকশন হবে। সেই জন্যই আমি গাড়ির অ্যাকাউন্টে টাকা নিয়েছিলাম। আমার অ্যাকাউন্টে নয়।"
কুন্তলের সঙ্গে তাঁর টাকা লেনদেনের তথ্য সামনে আসতেই, গত ৯ মার্চ, বনিকে দু-দফায় প্রায় সাড়ে নয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ইডি। আর মঙ্গলবার তাঁকে আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারীরা। তা নিয়ে গত কয়েক দিন ধরে চলে আসা কাটাছেঁড়া নিয়ে মুখ খোলেন বনি। বলেন, "কনফারমেশন ছাড়া কিছু বোলো না প্লিজ। কুন্তলকে টাকা ফেরত --- এগুলি এখন কিছু বলতে পারব না, অফিসিয়াল ব্যপার, আমার তরফ থেকে ক্লিয়ারেন্স দিয়ে এসেছি। সমস্ত ডকুমেন্টস দিয়েছি। সন্তুষ্ট নিশ্চয়, তাই আশা করছি ডাকবে না।"
মামলা হয়েছে বনির মা পিয়া সেনগুপ্তর বিরুদ্ধেও
এ দিকে বনির নাম নিয়োগ দুর্নীতিতে উঠে আসার পর, ইম্পার দিক থেকে অভিযোগ, মামলা হয়েছে বনির মা পিয়া সেনগুপ্তর বিরুদ্ধেও। তা নিয়ে প্রশ্ন করলে বনি বলেন, "যেহেতু ইম্পার ভোট আসছে, তাই এগুলি করছে। যে যা বলছে বলুক, আমরা জানি কোনটা সত্যি। তোমরাও জানতে পারবে। আশা করছি ডাকবে না।"