![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Netaji tableau: নেতাজির ট্যাবলো নিয়ে জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টে
Netaji tableau issue High Court: কলকাতা হাইকোর্ট জানিয়েছে, ‘একেবারে শেষ মুহূর্তে এই মামলা দায়ের করা হয়েছে। পরশু প্রজাতন্ত্র দিবস, তাই কোনও নির্দেশ দেওয়া সম্ভব নয়’।
![Netaji tableau: নেতাজির ট্যাবলো নিয়ে জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টে Calcutta HC rejects PIL over over Netaji tableau issue Netaji tableau: নেতাজির ট্যাবলো নিয়ে জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/01/e2884615b79d3df4605f101c295f8672_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: নেতাজির ট্যাবলো (Netaji tableau) নিয়ে দায়ের করা জনস্বার্থ মামলা (PIL) খারিজ কলকাতা হাইকোর্টে (Calcutta HC)। মামলা খারিজ করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।মামলা খারিজ করে কলকাতা হাইকোর্ট জানিয়েছে, ‘একেবারে শেষ মুহূর্তে এই মামলা দায়ের করা হয়েছে। পরশু প্রজাতন্ত্র দিবস, তাই কোনও নির্দেশ দেওয়া সম্ভব নয়’।
আবেদনকারী দাবি করেছেন, ‘কোনও কারণ না জানিয়েই ট্যাবলো বাতিল করেছে কেন্দ্র’। অন্যদিকে, কেন্দ্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ‘নির্দিষ্ট কারণ ছিল, তাই বাতিল হয়েছে রাজ্যের ট্যাবলো।’
বাংলার ট্যাবলোর অনুমোদন না পাওয়ায়, মোদি সরকারকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। পাল্টা জবাব দেয় কেন্দ্র। এই প্রেক্ষাপটে শুরু হয় আইনি লড়াই। রাজ্য সরকারের নেতাজি ট্যাবলো কেন বাদ দিয়েছে কেন্দ্রীয় সরকার? এই প্রশ্ন তুলে মামলা করেন রমাপ্রসাদ সরকার নামে এক আইনজীবী। এদিন মামলার শুনানি হয় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের এজলাসে।
প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব, মামলাকারীর উদ্দেশে প্রশ্ন করেন কেন এত দেরিতে মামলা করা হল? বুধবার প্রজাতন্ত্র দিবস, এখন আর কি কিছু করার আছে? শেষ মুহূর্তে আদালতের কিছুই করার নেই।
শুনানিতে রাজ্যের তরফে অ্যাডোভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, কোন যুক্তিতে ট্যাবলো বাতিল করা হয়েছে, তা নিয়ে কেন্দ্র সরকার রাজ্যকে জানিয়েছে কি না সে বিষয়ে সুনির্দিষ্ট কোনও তথ্য নেই।
জবাবে অতিরিক্ত সলিসিটর জেনারেল ওয়াই জে দস্তুর বলেন, ট্যাবলোর জন্য আবেদন জানিয়েছিল ২৮টি রাজ্য। নির্দিষ্ট কারণেই আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করা হয়েছে। অতিরিক্ত সলিসিটর জেনারেল আরও বলেন, বর্তমান কেন্দ্রীয়সরকার নেতাজিকে উপযুক্ত সম্মান দিয়েছে। দিল্লিতে তাঁর মূর্তি বসানো হচ্ছে, বসানো হয়েছে হলোগ্রাম মূর্তি।২৩শে জানুয়ারি থেকে ৭ দিন নেতাজির সম্মানে হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান।
সব পক্ষের বক্তব্য শোনার পর, রায়দান স্থগিত রাখা হয়। বেলার দিকে মামলার রায় আদালতের ওয়েবসাইটে আপলোড করা হয়।সেখানে জানানো হয়, শেষ মুহূর্তে মামলা দায়েরের কারণে, কোনও নির্দেশ দেওয়া আদালতের পক্ষে সম্ভব নয়। তাই খারিজ করা হল মামলা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)