South 24 Paragana : পরশু পঞ্চায়েতে বোর্ড গঠন, মথুরাপুরের ৯ বিজয়ী প্রার্থীকে পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ হাইকোর্টের
Kidnap Allegation against TMC : অভিযোগ ওঠে, কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত দখল করতে, কলকাতার পঞ্চসায়র থেকে ওই পঞ্চায়েতের জয়ী ৩ বিজেপি প্রার্থী ও বাম সমর্থিত এক নির্দল প্রার্থীকে অপহরণ করা হয়েছে
![South 24 Paragana : পরশু পঞ্চায়েতে বোর্ড গঠন, মথুরাপুরের ৯ বিজয়ী প্রার্থীকে পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ হাইকোর্টের Calcutta High Court directs Police to arrange security for nine winner candidates of Mathurapur Panchayat South 24 Paragana : পরশু পঞ্চায়েতে বোর্ড গঠন, মথুরাপুরের ৯ বিজয়ী প্রার্থীকে পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ হাইকোর্টের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/08/eb58a090318d4026459f3ab8ae047bda1691493240380170_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
রাজর্ষি দত্তগুপ্ত, কলকাতা : মথুরাপুরের ৯ বিজয়ী প্রার্থীকে পুলিশি নিরাপত্তা দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আগামী ১০ অগাস্ট মথুরাপুরের (Mathurapur) পঞ্চায়েতে বোর্ড গঠন রয়েছে। তার আগে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিল হাইকোর্ট। এর পাশাপাশি পুলিশকে অপহরণের অভিযোগের তদন্তও দ্রুত করতে নির্দেশ দেওয়া হয়েছে।
মথুরাপুরে কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত (Krishnachandrapur Gram Panchayat) মোট ১৫টি আসন রয়েছে। এখানে বিজেপি ৬টি আসনে জয়লাভ করে। সিপিএম পায় ৩টি এবং ২ নির্দল প্রার্থী জয়লাভ করেন। তৃণমূলনের ঝুলিতে যায় ৪টি আসন। অর্থাৎ, রাজ্যের শাসকদলের এই পঞ্চায়েতে বোর্ড গঠনে অনিশ্চয়তা দেখা দেয়। এই আবহে একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসে। অভিযোগ ওঠে, কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত দখল করতে, কলকাতার পঞ্চসায়র থেকে ওই পঞ্চায়েতের জয়ী ৩ বিজেপি প্রার্থী ও বাম সমর্থিত এক নির্দল প্রার্থীকে অপহরণ করা হয়েছে। অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তাঁদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে।
কয়েকদিনের মাথায় বাড়ি ফিরে মথুরাপুরের ৪ জয়ী বিরোধী প্রার্থী বিস্ফোরক দাবি জানিয়ে বলেন, '২৭ জুলাই রাতে গান পয়েন্টে রেখে পঞ্চসায়রের ভাড়া বাড়ি থেকে তুলে নিয়ে যায় তৃণমূলের দুষ্কৃতীরা। ২দিন ধরে দফায় দফায় পাল্টানো হয় ঠিকানা। গোপন ডেরায় চাপ দিয়ে সাদা কাগজে সই করানো হয়। জোর করে ভিডিও বার্তায় অপহরণের অভিযোগ অস্বীকার করতে বাধ্য করা হয়। পুলিশও নিজের মতো বয়ান লিখিয়ে সই করিয়ে নেয়।' বৃহস্পতিবার এই পঞ্চায়েতে বোর্ড গঠন রয়েছে। তার আগে নিরাপত্তা চেয়ে আদালতে যান ওই পঞ্চায়েতে জয়ী বিরোধী প্রার্থীরা। পঞ্চসায়র এলাকা থেকে জয়ী বিরোধী প্রার্থীদের অপহরণ সংক্রান্ত মামলায় আদালতের দৃষ্টি আকর্ষণ করে, জরুরি ভিত্তিতে শুনানির আবেদনও করা হয়। এরপর আজ তাঁদের মধ্যে ৯জনকে নিরাপত্তা দিতে পুলিশকে নির্দেশ দেন বিচারপতি।
দক্ষিণ ২৪ পরগনার উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করতে চলেছে কংগ্রেস ও বাম জোট । সেখানে বোর্ড গঠনে উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে ডায়মন্ড হারবারের পুলিশ সুপারকে, এমনই নির্দেশ দেন বিচারপতি জয় সেনগুপ্ত। তৃণমূল কংগ্রেসের কর্মী ও পুলিশ হুমকি দিচ্ছে বলে হাইকোর্টে অভিযোগ করেছিলেন কংগ্রেস নেত্রী।
আরও পড়ুন ; 'পুলিশ বয়ান লিখিয়ে সই করিয়ে নেয়..', 'অপহরণ'কাণ্ডে বিস্ফোরক ৪ জয়ী বিরোধী প্রার্থী
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)