Calcutta High Court: SSKM-এ ভর্তি কোন প্রভাবশালী? কেন ভর্তি? জানতে চাইল হাইকোর্ট
Recruitment Scam:হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এসএসকেএম-কেও নির্দেশ দিয়েছে ওই অভিযুক্তদের স্বাস্থ্য নিয়ে রিপোর্ট দেওয়ার জন্য।
সৌভিক মজুমদার, কলকাতা: দুর্নীতিতে অভিযুক্ত এবং ভর্তি রয়েছেন এসএসকেএম-এ - এমন তালিকায় কে কে আছেন? এই উত্তরই এবার রাজ্যের কাছে জানতে চাইল হাইকোর্ট (Calcutta High Court)। হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এসএসকেএম-কেও (SSKM Hospital) নির্দেশ দিয়েছে ওই অভিযুক্তদের স্বাস্থ্য নিয়ে রিপোর্ট দেওয়ার জন্য।
কী নির্দেশ হাইকোর্টের?
হাইকোর্ট নির্দেশ দিয়েছে, এসএসকেএম-কে হলফনামায় জানাতে হবে যে ওই হাই প্রোফাইল অভিযুক্তদের (Recruitment Scam) হাসপাতালে কতদিন থাকতে হবে, তাঁদের কী ধরনের চিকিৎসা চলছে। সুজয়কৃষ্ণ ভদ্রকে এসএসকেএম-এ শিশু বিভাগের শয্যার রাখা হয়েছিল। শিশুদের জন্য বরাদ্দ বেডে কেন সুজয়কৃষ্ণকে রাখা হয়েছিল সেটাও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হয়েছে।
বিচারপতি অমৃতা সিন্হার নির্দেশে সুজয়কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে। বিচারপচি জানতে চান, 'নিয়ম অনুযায়ী অভিযুক্তরা সুস্থ হয়ে গেলে হাসপাতাল থেকে অভিযুক্তদের জেলে ফেরত পাঠানো হয়। কতদিনের জন্য এই ব্যক্তিরা হাসপাতালে থাকতে পারেন?' তখন সরকারি আইনজীবী জবাব দিয়েছিলেন এই উত্তর দিতে পারবেন চিকিৎসকরা। এর পরেই প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম মন্তব্য করেন, 'কাউকে গ্রেফতার করার পরই তাঁর স্বাস্থ্য পরীক্ষা হয়, তিনি সুস্থ হলে তাকে সঙ্গে সঙ্গে জেলে পাঠানো হয়। শরীর খারাপ হলে জেলের হাসপাতালে পাঠানো হয়, আরও শরীর খারাপ হলে বড় হাসপাতালে পাঠানো হয়। তিন-চারদিন পরেই জেল কর্তৃপক্ষ চিকিৎসকদের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠায়। সুস্থ হলে আবার জেলে ফেরত পাঠানো হয়। অভিযোগ, যে এক্ষেত্রে এসব হচ্ছে না। পরিস্থিতি পর্যালোচনার প্রয়োজন। এঁরা কেউ লাইফ সাপোর্ট সিস্টেমে নেই, ঘুরে বেড়াচ্ছেন, প্রায় স্বাভাবিক জীবনযাপন করছেন। সত্যি হলে এটা মারাত্মক অভিযোগ।'
বিষয়টি নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'আদালতের একটা প্রসেস। সুতরাং কে কী ভর্তি আছেন, কী চিকিৎসা চলছে, সেটা নিয়ম মতো SSKM জানিয়ে দেবে।'
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কটাক্ষ, 'SSKM এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের দুর্নীতিগ্রস্ত নেতাদের অভয়ারণ্য়ে পরিণত হয়েছে।'
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, 'আমি তো বলব, SSKM-এর যাঁরা পরিচালক, তাঁদের এখনই CBI, ED-র দফতরে হাজির করিয়ে তাঁদের বিরুদ্ধে এখনই কেস রুজু করিয়ে তদন্ত করা উচিত।'
আরও পড়ুন: কমবে রক্তের দাম! সারা দেশে 'বিশেষ' নির্দেশ DCGI-এর