Sandeshkhali Attack: সন্দেশখালিকাণ্ডে সিট গঠন করে তদন্তের নির্দেশ হাইকোর্টের
HC SIT Sandeshkhali Attack: ১২দিন পার, এখনও অধরা মাস্টারমাইন্ড, তদন্তে এবার সিট।
কলকাতা: সন্দেশখালিকাণ্ডের (Sandeshkhali Incident) তদন্তে সিবিআই-পুলিশকে নিয়ে সিট (SIT)। সিট গঠন করে সন্দেশখালিকাণ্ডে তদন্তের নির্দেশ হাইকোর্টের (High Court)। সিটে একজন পুলিশ সুপার এবং সিবিআইয়ের সুপার পদমর্যাদার অফিসার। 'সিটে থাকতে পারবেন না ন্যাজাট থানার কোনও আধিকারিক'। সিটে সিবিআইয়ের সুপার পদমর্যাদার অফিসার। সিটে রাজ্যের এক পুলিশ সুপার যশপ্রীত সিংহ। আদালতের অনুমতি ছাড়া চূড়ান্ত রিপোর্ট নয়, নির্দেশ হাইকোর্টের।১২দিন পার, এখনও অধরা মাস্টারমাইন্ড, তদন্তে এবার সিট। ইডির উপরে হামলার ঘটনারও তদন্ত করবে কোর্ট নিযুক্ত সিট। সিটে আর কারা? ঠিক করবেন ২ অফিসার, নির্দেশ হাইকোর্টের।
ED-র ওপর হামলার পর, ১২ দিন পার হয়ে গিয়েছে । এখনও অধরা তৃণমূলের দাপুটে নেতা শেখ শাহজাহান। যার নামে একটা সময় সন্দেশখালিতে বাঘে-গরুতে জল খেত, তিনি এখন কোথায়? এই প্রশ্ন তুলেছে আদালতও। সন্দেশখালির ঘটনায় রাজ্য পুলিশের তদন্তে সংশয়ও প্রকাশ করেছেন বিচারপতি। বিচারপতি জয় সেনগুপ্ত প্রশ্ন করেন, রাজ্য সরকার এখনও ন্যাজাট থানার তদন্তে ভরসা রাখছে কী করে? হামলার দিনের ঘটনায় এখনও পর্যন্ত মূল অভিযুক্তকে কি গ্রেফতার করা হয়েছে? তখন উত্তরে রাজ্য় সরকারের আইনজীবী জানান, এখনও পর্যন্ত ৪ জনকে গ্রেফতার হয়েছে। তখন বিচারপতি বলেন, ১ হাজার জনের মধ্যে ৪ জন গ্রেফতার হয়েছে তাইতো ?
সোমবার আদালতে এই প্রশ্ন ওঠার পরই সন্দেশখালিকাণ্ডে আরও ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৭। সোমবার ন্যাজাটের হাটগাছি থেকে গ্রেফতার হয় আনামুল শেখ ও আজিজুল শেখ। এদের দু’জনের বাড়ি সরবেড়িয়ার আগাড়হাটি গ্রাম পঞ্চায়েতের বড় আজগাড়া গ্রামে। অপর ধৃত হাজিনুর শেখকে পুলিশ কানমারি ফেরিঘাট থেকে গ্রেফতার করা হয়। ঘটনার ১২ দিন পরও অধরা শাহজাহান।
আরও পড়ুন, অন্য দল সভা করতে পারলে ISF কেন নয় ? প্রশ্ন বিচারপতির
এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর দাবি, 'পুলিশের আশ্রয়ে সন্দেশখালিতে সরবেড়িয়া থেকে ধামাখালির মধ্যে ভেড়ির মধ্যে তাঁকে রাখা হয়েছে, পুলিশ প্রোটেকশনে তাঁকে রাখা হয়েছে। এই মামলা যদি কলকাতা হাইকোর্ট CBI-কে ট্রান্সফার না করে বা NIA-কে ট্রান্সফার না করে শাহজাহান অধরাই থেকে যাবে, ধরা পড়বে না। 'পাল্টা শুভেন্দু অধিকারীকেই কটাক্ষ করেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন , ' এই CBI-এর FIR নেমড আসামি, চোর শুভেন্দু নিজে। তা CBI তো শুভেন্দুকেই ধরছে না। শুভেন্দু বিজেপিতে গেছে গ্রেফতার এড়াতে, ওতো বিজেপি আছে বলে ওকে ধরছে না, তার মুখে আবার বড় বড় কথা। '