Calcutta High court: ধাক্কা রাজ্যের, পুর-নিয়োগ দুর্নীতিতে বহাল সিবিআই তদন্তের নির্দেশ
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের রায়ই বহাল রাখলেন বিচারপতি অমৃতা সিন্হা।
কলকাতা: বেঞ্চ বদলালেও মিলল না স্বস্তি, কোর্টে ফের ধাক্কা খেল রাজ্য। পুর-নিয়োগ দুর্নীতিতে সিবিআই (CBI) তদন্তের নির্দেশই বহাল রইল। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের (Abhijit Ganguly)রায়ই বহাল রাখলেন বিচারপতি অমৃতা সিন্হা (Amrita Sinha)। 'প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে ধৃত অয়ন শীলের কাছ থেকে পুর-নিয়োগ দুর্নীতির নথিও মিলেছে'। এই মর্মে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের দৃষ্টি আকর্ষণ করে ইডি। তার প্রেক্ষিতে সিবিআই কে তদন্তের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
সিবিআই-এর পাশাপাশি তদন্ত শুরু করে ইডিও (ED)। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে (Supreme Court) যায় রাজ্য। নির্দিষ্ট সময়ের জন্য অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে মামলা হাইকোর্টে ফেরত পাঠায় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশে মামলা বিচারপতি অমৃতা সিন্হার আদালতে স্থানান্তরিত হয়। রায় পুনর্বিবেচনার আর্জি জানায় রাজ্য। সেই মামলায় রায়দান করলেন বিচারপতি সিন্হা।
পুরসভার নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রয়োজনে নতুন FIR দায়ের করে তদন্ত করতে পারবে সিবিআই। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের এই নির্দেশকে চ্য়ালেঞ্জ করে হাইকোর্টে গেছিল রাজ্য়। কিন্তু, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে কলকাতা হাইকোর্টে মামলা ফেরত পাঠায় সুপ্রিম কোর্ট। সোমবার হাইকোর্টে সেই মামলার শুনানি শেষ হয়েছিল। আজ শুক্রবার ছিল রায়দান।
পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলার শুনানি শেষ। শুক্রবার রায়দান করবেন বিচারপতি অমৃতা সিনহা। স্কুলে নিয়োগে পাহাড় প্রমাণ দুর্নীতির তদন্ত করতে গিয়ে প্রকাশ্য়ে আসে, পুরসভার নিয়োগেও ভয়ঙ্কর দুর্নীতির অভিযোগ।
বহিষকৃত তৃণমূল নেতা, শান্তনু বন্দ্য়োপাধ্য়ায় ঘনিষ্ঠ, হুগলির প্রোমোটার, অয়ন শীলের অফিসে তল্লাশিতে উদ্ধার হয় এই সংক্রান্ত বহু নথি, হার্ডডিস্ক। গত ২১ এপ্রিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, পুরসভার নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রয়োজনে নতুন FIR দায়ের করে তদন্ত করতে পারবে সিবিআই। সিবিআইকে সব রকম সহযোগিতা করতে হবে রাজ্যের মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজিকে।
আরও পড়ুন: Coal Smuggling Case: আদালত কক্ষ থেকেই সিবিআই হেফাজতে কয়লাপাচারকাণ্ডে অভিযুক্ত বিকাশ
এরপরই, হাইকোর্টের নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের রায় পুনর্বিবেচনার আর্জি জানায় রাজ্য। কিন্তু, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে কলকাতা হাইকোর্টে মামলা ফেরত পাঠায় সুপ্রিম কোর্ট। সোমবার হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সেই মামলার শুনানি ছিল। এদিন তদন্তে কোনও অন্তর্বর্তী নির্দেশ দেয়নি হাইকোর্ট। শুনানি শেষে, রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতি।