Durga Puja Grant : এবার কোন কোন পুজো কমিটি অনুদান পাবে না, স্পষ্ট করে দিল কলকাতা হাইকোর্ট
বিচারপতির নির্দেশ, যাঁরা ইউটিলাইজেশন সার্টিফিকেট দেন়নি, তাঁরা এবছর অনুদান পাওয়ার যোগ্য নন।

সৌভিক মজুমদার, কলকাতা : এ বছর কোন কোন পুজো কমিটি পেতে পারে সরকারি অনুদান, কারা পাবে না, স্পষ্ট নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট। পুজো অনুদান সংক্রান্ত একটি মামলায় আদালত জানিয়ে দিল, যে পুজো কমিটিগুলি গত বছর রাজ্যের অনুদানের হিসাব পেশ করেছে, তারাই এবছর অনুদান পাবেন। অন্যরা নয়। পুজো অনুদান মামলায় নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট।
বিচারপতির নির্দেশ, যাঁরা ইউটিলাইজেশন সার্টিফিকেট দেন়নি, তাঁরা এবছর অনুদান পাওয়ার যোগ্য নন। অর্থাৎ যে সব পুজো কমিটিগুলি গত বছর অনুদান নিয়েছে, অথচ খরচের হিসেবনিকেশ দেয়নি, তারা এবার আর অনুদান পাবেন না। বুধবার বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের নির্দেশ, বাকি পুজো কমিটিগুলিকে অনুদান দিতে কোনও বাধা নেই।
রাজ্যের তরফে জানানো হয়, গত বছর কলকাতা পুলিশ এলাকায় ২ হাজার ৮৭৬ টি পুজো কমিটিকে অনুদান দেওয়া হয়েছিল। প্রত্যেকে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিয়েছে। মোট ৪১ হাজার ৭৯৫ টি পুজো কমিটি এই অনুদান নিয়েছে। তার মধ্যে হিসাব দিয়েছে ৪১ হাজার ৭৯২ টি পুজো কমিটি । শিলিগুড়ির ৩ টি পুজো কমিটি ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি।
আদালতের নির্দেশ অনুসারে , যে সব কমিটি ইউটিলাইজেশন সার্টিফিকেট দেন়নি, তাঁরা এবছর অনুদান পেতে পারে না।






















