(Source: ECI/ABP News/ABP Majha)
Car Accidnet: গাড়ি চালানো শিখতে গিয়ে পরপর গাড়িতে ধাক্কা, আহত পথচারীরা
স্থানীয়রা জানিয়েছেন, গাড়ি চালানো শিখতে গিয়ে পরপর ৭টা মোটরবাইক, ৩টে সাইকেল ও একটি স্কুটারে ধাক্কা মারেন চালক।
সুনিত হালদার, ডুমুরজলা: জনবহুল রাস্তায় গাড়ি চালানো শিখতে গিয়ে পরপর গাড়িতে ধাক্কা। ২ পথচারী আহত হন। সকাল পৌনে ৮টা নাগাদ হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম লাগোয়া রাস্তায় দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, গাড়ি চালানো শিখতে গিয়ে পরপর ৭টা মোটরবাইক, ৩টে সাইকেল ও একটি স্কুটারে ধাক্কা মারেন চালক। এর পর রাস্তার ধারে রেলিংয়ে ধাক্কা মেরে গাড়িটি দাঁড়িয়ে যায়। অল্পের জন্য রক্ষা পান পথচারীরা। অভিযুক্ত চালককে আটক করেছে চ্যাটার্জিহাট থানার পুলিশ। স্থানীয়রা অভিযোগ করেন, গাড়ি চালানো শিখতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। পুলিশকে জানিয়েও কোনও সুরাহা মেলেনি।
চন্দ্রকোণায় ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা: পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার কবলে সরকারি বাস। আহত হন ১০ জন যাত্রী। সকাল ১০টা নাগাদ আরামবাগ থেকে ঘাটাল যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। দ্রুত গতিতে যাওয়ার সময়, একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে রাজ্য সড়কের পাশে চায়ের দোকানে ঢুকে পড়ে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস। দোকান বন্ধ থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা। আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
কনস্টেবলকে সজোরে ধাক্কা: বর্ষবরণের রাতে সায়েন্স সিটির কাছে নাকা তল্লাশি চলাকালীন ট্রাফিক কনস্টেবলকে সজোরে ধাক্কা বেপরোয়া গাড়ির। পাঁজরে গুরুতর আঘাত লেগেছে তিলজলা ট্রাফিক গার্ডের কনস্টেবল তপন চক্রবর্তীর। তাঁকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ সায়েন্স সিটির কাছে নাকা তল্লাশি চলাকালীন বেপরোয়া গাড়িটিকে থামানোর চেষ্টা করেন ট্রাফিক পুলিশ কর্মী। গাড়িচালক তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। অভিযুক্ত চালকের খোঁজ শুরু হয়েছে।
অজয়নগর মোড়ে গাড়ি দুর্ঘটনা: বছরের প্রথম দিন EM বাইপাসের অজয়নগর মোড়ে গাড়ি দুর্ঘটনা। আহত হন গাড়ির ২ আরোহী। সকাল ৬টা নাগাদ দুর্ঘটনা ঘটে। অজয়নগর থেকে পাটুলি যাওয়ার পথে, EM বাইপাসের ওপর কালভার্টের পিলারে ধাক্কা মারে গাড়ি। গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এয়ারব্যাগ খুলে যাওয়ায় কোনওক্রমে রক্ষা পান এক মহিলা-সহ গাড়ির ৩ আরোহী। ২ জন আহত হওয়ায় তাঁদের এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যায় সার্ভে পার্ক থানার পুলিশ। চালক ঘুমিয়ে পড়ার কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
এদিকে ২২ ঘণ্টা পার। নিউটাউনে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনায় ঘাতক গাড়ির চালককে এখনও চিহ্নিতই করে উঠতে পারেনি পুলিশ। অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় ফের পথে নামলেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। দুর্ঘটনাস্থলে পথ অবরোধ
করে বিক্ষোভ শুরু হয়। পুলিশের সঙ্গে দফায় দফায় বাদানুবাদে জড়ান বিক্ষোভকারী পড়ুয়ারা। এদিন দুর্ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন বিধাননগর কমিশনারেটের গোয়েন্দারা। গতকাল আলিয়া বিশ্ববিদ্যালয়ের সামনেই বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয় স্নাতকের পড়ুয়া সাকির আহমেদের। মুর্শিদাবাদের ইসলামপুরের বাসিন্দা ওই ছাত্রের পরীক্ষা শেষ হওয়ায়, গতকাল বাড়ি যাচ্ছিলেন।