Cattle Smuggling Case: ‘জেরার জন্য ডাকলেই অসুস্থ হয়ে পড়েন’, অভিযোগ সিবিআই-এর, অনুব্রতর রক্ষাকবচের আর্জি খারিজ আদালতে
Cattle Smuggling Case: শারীরিক অসুস্থতার কথা জানিয়ে কলকাতায় এসে গোয়েন্দাদের সামনে হাজিরা দেওয়া থেকে অব্যাহতি চেয়েছিলেন অনুব্রত। তা-ও খারিজ হয়ে গিয়েছে।
![Cattle Smuggling Case: ‘জেরার জন্য ডাকলেই অসুস্থ হয়ে পড়েন’, অভিযোগ সিবিআই-এর, অনুব্রতর রক্ষাকবচের আর্জি খারিজ আদালতে Cattle Smuggling Case TMC leader Anubrata Mandal rebuked by Calcutta high Court his appeal for legal shield rejected Cattle Smuggling Case: ‘জেরার জন্য ডাকলেই অসুস্থ হয়ে পড়েন’, অভিযোগ সিবিআই-এর, অনুব্রতর রক্ষাকবচের আর্জি খারিজ আদালতে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/11/d418ef37b13123a0b7a8fe03338b4dca_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সৌভিক মজুমদার, কলকাতা: গরু পাচারকাণ্ডে (Cattle Smuggling Case) অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal Update) দায়ের করা মামলা খারিজ হয়ে গেল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। আদালত জানিয়েছে, এই মুহূর্তে আদালতের হস্তক্ষেপের কোনও প্রয়োজনই নেই। বরং বিকল্প আইনি ব্যবস্থা রয়েছে। চাইলে আগাম জামিনের আবেদন করতে পারেন বীরভূমের তৃণমূল (TMC) সভাপতি। ভিডিও কনফারেন্সে গোয়েন্দাদের সামনে হাজিরা দেওয়ার যে আর্জি জানিয়েছিলেন অনুব্রত, তা-ও খারিজ করে দিয়েছে আদালত।
গত ৭ মার্চ অনুব্রতকে বিজ্ঞপ্তি পাঠান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI/সিবিআই)-র গোয়েন্দারা। ১৪ মার্চ সকাল ১১টায় নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয় তাঁকে। সিবিআই-এর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই হাই কোর্টে গিয়েছিলেন অনুব্রত। আইনি রক্ষাকবচের আর্জি জানিয়েছিলেন। কিন্তু শুক্রবার তাঁর মামলা খারিজ করে দেন বিচারপতি রাজশেখর মান্থার। বলা হয়, অনুব্রতকে সাক্ষী হিসেবে ডেকে পাঠিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। আদালত সিবিআই-এর হাত বেঁধে দেবে না। তাই বার বার এ বিষয়ে আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই। তবে বিকল্প আইনি ব্যবস্থা রয়েছে। চাইলে আগাম জামিনের আবেদন করতে পারেন অনুব্রত।‘
আরও পড়ুন: Firhad Hakim: 'এজেন্সিকে হাতিয়ার করে ক্ষমতা দখল করতে চাইছেন', মোদিকে কটাক্ষ ফিরহাদের
এ ছাড়াও শারীরিক অসুস্থতার কথা জানিয়ে কলকাতায় এসে গোয়েন্দাদের সামনে হাজিরা দেওয়া থেকে অব্যাহতি চেয়েছিলেন অনুব্রত। জানিয়েছিলেন, সবরকম ভাবে গোয়েন্দাদের সহযোগিতা করতে প্রস্তুত তিনি। সব প্রশ্নের জবাব দিতেও প্রস্তুত। কিন্তু হয় ভিডিও কনফারেন্সে তাঁকে জেরা করা হোক, নয়ত বা বাড়ি কাছাকাছি কোথাও জেরা করতে পারেন গোয়েন্দারা।
কিন্তু অনুব্রতর সেই আবেদনও খারিজ করে দিয়েছে আদালত। বলা হয়েছে, তিনি এমন অসুস্থ যে বেরোতে পারছেন না, এ কথা মানতে পারছে না আদালত। কারণ হাওড়া-সহ অনেক জায়গাতেই সম্প্রতি দেখা গিয়েছে তাঁকে। সিবিআইও আদালতে জানায় যে, সাক্ষ্যগ্রহণের জন্য ডাকলেই অসুস্থ হয়ে পড়ছেন অনুব্রত।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)