West Bengal Live Updates: রাজাবাজারে আক্রান্ত আইনজীবী, ধারাল অস্ত্র দিয়ে আঘাত, আতঙ্কে স্থানীয়রা
West Bengal Live News: বিহারে ‘ভোটার অধিকার যাত্রা’য় রাহুল গাঁধীর নিরাপত্তা বড় ধরনের ফাঁক ধরা পড়ল। রবিবার ‘বুলেট’ মোটর সাইকেল নিয়ে রাস্তায় নামেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল
LIVE

Background
কলকাতা: স্বমহিমায় ফিরছেন দিলীপ ঘোষ। প্রধানমন্ত্রীর তিন সভায় ব্রাত্য থাকার পরেও দলের রাজ্যে সভাপতির বক্তব্যে সিলমোহর দিয়ে জানালেন দিলীপ ঘোষ। প্রাক্তন বিজেপি সাংসদ বলেন, আমরা তৈরি, নির্দেশ এলেই পার্টির কাজের ঝাঁপিয়ে পড়তে রাজি। বিজেপিকে এনিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। আলিপুরদুয়ার, দুর্গাপুরের পরে এ বার দমদম। ৩ মাসের কম সময়ের মধ্যে ৩ বার বঙ্গসফরে নরেন্দ্র মোদি। নজরে ২৬-এর বিধানসভা ভোট। এবং তিনটি সভাতেই ব্রাত্য ছিলেন প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার প্রধানমন্ত্রী বঙ্গ সফরের সকালেই কলকাতা ছাড়েন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি।যদিও দলের রাজ্য সভাপতির দাবি, খুব শীঘ্রই স্বমহিমায় ফিরতে চলেছেন দিলীপ ঘোষ। এই আবহে শনিবার দিলীপ ঘোষ ফিরলেন কলকাতায়।
বিহারে ‘ভোটার অধিকার যাত্রা’য় রাহুল গাঁধীর নিরাপত্তা বড় ধরনের ফাঁক ধরা পড়ল। রবিবার ‘বুলেট’ মোটর সাইকেল নিয়ে রাস্তায় নামেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল। বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদবও বুলেটে সওয়ার হয়েই সঙ্গী হন রাহুলের। আর সেখানেই একাধিক বার ভিড় ঠেলে রাহুলের কাছাকাছি পৌঁছে যান অনেকে। স্বল্প গতিতে মোটরসাইকেল চালানো অবস্থায় রাহুলকে জড়িয়ে ধরেন কেউ, কেউ আবার তাঁকে চুম্বন করেন। এমতাবস্থায় ভিড় সামাল দিতে হিমশিম খেতে হল রাহুলের নিরাপত্তারক্ষীদের। বিধানসভা নির্বাচনের আগে বিহারে ভোটার তালিকায় বিশেষ সংশোধন ঘটিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে সেই তালিকা থেকে। সুপ্রিম কোর্ট যদিও আধার কার্ড গ্রহণ করতে নির্দেশ দিয়েছে কমিশনকে, তার পরও বিতর্ক থামছে না। বরং বিজেপি এবং কমিশনের বিরুদ্ধে ‘ভোটচুরি’র যে অভিযোগ এনেছেন রাহুল, সেই নিয়ে লাগাতার সুর চড়াচ্ছেন বিরোধীরা।
আর জি কর দুর্নীতিকাণ্ডে (R G Kar Scam Case) সিঁথিতে তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই। শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে পৌঁছে গেলেন সিবিআইয়ের দুই অফিসার সিবিআইয়ের আর জি কর দুর্নীতি মামলার যিনি প্রধান তদন্তকারী অফিসার মণীশ উপাধ্যায় এবং তাঁর সঙ্গে আর একজন অফিসার কিছুক্ষণ আগেই তৃণমূল বিধায়কের সিঁথির বাড়িতে পৌঁছে গিয়েছেন। এই বাড়িতে এর আগেও সিবিআইয়ের তরফে তল্লাশি অভিযান চালানো হয়েছে। সুদীপ্ত রায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ইডি আধিকারিকরাও একসময় এই বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছেন। প্রসঙ্গত, আর জি কর দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে সুদীপ্ত রায়ের নাম উঠে আসে। ইতিমধ্যেই চার্জশিট জমা পড়েছে। সিবিআই সূত্রের খবর, ফের সুদীপ্ত রায়কে জিজ্ঞাসাবাদ করতে চায় তারা। সেই সূত্রেই আজ সিবিআই আধিকারিকরা তাঁর বাড়িতে পৌঁছে যান। যদি সুদীপ্ত রায় এখন বাড়িতে নেই। তিনি যদি আসেন, তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন সিবিআই গোয়েন্দারা।
Land Slide: ধর্মশালায় লাগাতার বৃষ্টির জেরে ভেঙে পড়ল তিনটি বাড়ি
ধর্মশালায় লাগাতার বৃষ্টির জেরে ভেঙে পড়ল তিনটি বাড়ি। বিপজ্জনক বাড়ি ছিল, আগেই ভেঙে পড়েছিল একাংশ, প্রশাসন সূত্রে খবর। দুর্ঘটনার সময় বাড়ি খালি থাকায় রক্ষা। চামোলি জেলার থারালিতে এক মহিলার মৃত্যু, একজন নিঁখোজ।
Sourav Ganguly: নতুন ইনিংস শুরু করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক।
নতুন ইনিংস শুরু করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। এবার কোচের ভূমিকায় সৌরভ গঙ্গোপাধ্যায়। দক্ষিণ আফ্রিকার টি-২০ লিগে খেলা দল প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচ হলেন মহারাজ। এর আগে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিভিন্ন ভূমিকায় দেখা গেছে সৌরভ গঙ্গোপাধ্য়ায়কে। এমনকী সিএবি এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রশাসনিক পদেও দেখা গেছে তাঁকে। এবার প্রথমবার হেড কোচের ভূমিকায় দেখা যাবে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ককে।






















