Nisith Pramanik: নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলাকাণ্ডে CBI তদন্তের নির্দেশ
HC on Nisith Pramanik: নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ। সিবিআই তদন্তের নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

কলকাতা: নিশীথ প্রামাণিকের ( Nisith Pramanik) গাড়িতে হামলার ঘটনায় সিবিআই তদন্তের (CBI Investigation) নির্দেশ। সিবিআই তদন্তের নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ২৫ ফেব্রুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে হামলা। তৃণমূলের বিরুদ্ধে দিনহাটায় হামলার অভিযোগ বিজেপির।
নিশীথের কনভয়ে হামলা, পাল্টা মামলা পুলিশের
উল্লেখ্য, কোচবিহারের বুড়িরহাটে নিশীথের কনভয়ে হামলা, পাল্টা মামলা পুলিশের। একাধিক জামিন অযোগ্য ধারায় বিজেপি নেতা-নেত্রীদের বিরুদ্ধেই পুলিশের এফআইআর (FIR)। ঘটনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বলেছিলেন, 'তৃণমূলের দুষ্কৃতীরা পাথর-বোমা নিয়ে এসেছিল। কালো পতাকা দেখানোর নামে সন্ত্রাস করতে এসেছিল তৃণমূলের দুষ্কৃতীরা। পুলিশ চাইলে দুষ্কৃতীদের আটকাতে পারত।এভাবে চলতে থাকলে বাংলার মানুষ সন্ত্রস্ত হয়ে পড়বে।'
পুলিশের বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন নিশীথ
পুলিশের বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন নিশীথ প্রামাণিক। তিনি বলেন, 'গাড়ি লক্ষ্য করে পুলিশ টিয়ার গ্যাসের শেল ছোড়ে।' তাঁর আরও কটাক্ষ, 'ভাবতে হচ্ছে রাজ্যের পুলিশমন্ত্রী আসলে কে? একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে এভাবে বাধা দেওয়ার কারণ কী।' তৃণমূলকেও নিশানা করে তিনি বলেন, 'প্রাণে মেরে দেওয়ার কথা ভাবলে স্থান-কাল জানিয়ে দিক তৃণমূল।'
'বাংলার ভবিষ্যৎ ভয়াবহ পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে'
নিশীথের অভিযোগ, 'পুলিশের ভূমিকা জরুরি অবস্থার কথা মনে করিয়ে দিচ্ছে। উত্তরবঙ্গের প্রত্যেক জায়গায় তৃণমূল কংগ্রেস প্রত্যাখ্যাত হয়েছে। একজন রাজবংশী ছেলে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছে বলেই কি প্রতিশোধের আগুন? নাকি তৃণমূলের নিজেদের নেতাদের উপর বিশ্বাস নেই?' তাঁর দাবি, 'বাংলার ভবিষ্যৎ ভয়াবহ পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। সাধারণ মানুষকে নিয়ে গণতান্ত্রিক ভাবে লড়াই করবে বিজেপি। সাধারণ মানুষকে উস্কানি দিয়ে আইনশৃঙ্খলা ভাঙছে তৃণমূল।'
'আমি আমার নিরাপত্তা নিয়ে চিন্তিত নই'
নিশীথের দাবি, 'রাজনৈতিক লড়াইয়ে পেরে না উঠে ক্ষমতা দখলের মরিয়া চেষ্টা চলছে। আমি আমার নিরাপত্তা নিয়ে চিন্তিত নই। বাংলাজুড়ে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। মানুষ যখন জবাব দেবে, তখন তৃণমূলের পালানোর জায়গা পাবে না। বিজেপি কর্মীদের মিথ্যে অস্ত্র মামলা দিয়ে ফাঁসানো হয়েছে।'
নিশীথের কনভয়ে হামলার ঘটনায় রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচিতে বিজেপি
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচিতে নেমেছিল বিজেপি। বিভিন্ন এলাকায় থানায় থানায় বিক্ষোভ দেখানো হয়েছিল। কোথাও হয়েছিল রাস্তা অবরোধও। বড়বাজার থানা ঘেরাও করেছিল বিজেপির কর্মী সমর্থকরা। কোচবিহারের ঘোকসাডাঙাতেও থানা ঘেরাও করেছিল বিজেপি। বাঁকুড়ায় পথ অবরোধ, পুরুলিয়াতেও থানা ঘেরাও কর্মসূচি ছিল গেরুয়া শিবিরের।






















