Municipality Recruitment Corruption: CBI-এর চাঞ্চল্যকর দাবি, ৪ পুরসভার নথিতে মিলেছে ১ হাজার OMR শিট
সিবিআই সূত্রে খবর, OMR শিট ধরে চাকরিপ্রার্থীদের নামের তালিকা তৈরি করা হচ্ছে। খতিয়ে দেখা হবে, এই তালিকা থেকে কারা চাকরি পেয়েছেন, প্রয়োজনে জিজ্ঞাসাবাদও করবে সিবিআই।
কলকাতা: পুর নিয়োগ দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর দাবি সিবিআইয়ের। ১৪টি পুরসভায় অভিযানের পর ৪ পুরসভার নথিতে মিলেছে এক হাজার ওএমআর শিট, দাবি সিবিআইয়ের। ২০১৪-র পর থেকে বিভিন্ন পদে যে নিয়োগ হয়েছে তার ওএমআর শিটের কপি রয়েছে এই নথিতে, দাবি সিবিআইয়ের। সিবিআই সূত্রে খবর, OMR শিট ধরে চাকরিপ্রার্থীদের নামের তালিকা তৈরি করা হচ্ছে। খতিয়ে দেখা হবে, এই তালিকা থেকে কারা চাকরি পেয়েছেন, প্রয়োজনে জিজ্ঞাসাবাদও করবে সিবিআই।
এর আগে পুর নিয়োগ দুর্নীতিতে মামলায় সিবিআই দাবি করে ১৪টি পুরসভায় তল্লাশি চালিয়ে তাদের দাবি, ৫টি পুরসভায় নিয়োগ সংক্রান্ত কোনও নথিই পাওয়া যায়নি। সিবিআইয়ের দাবি ছিল, নথি কোথায় জানতে চাইলে, কেউ জানিয়েছে ফাইল হারিয়ে গেছে, কেউ বলেছে নিয়োগ সংক্রান্ত নথি রাখাই হয়নি। তাই ওই ৫টি পুরসভাকে এবার নোটিস পাঠায় সিবিআই। সূত্রের খবর, ২০১৪-র পর থেকে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে চাওয়া হয়। কোন পদে নিয়োগ, নিয়োগ প্রক্রিয়া, বেতনের অঙ্ক, পুরসভার কাউন্সিলরদের বোর্ড মিটিং সংক্রান্ত তথ্য জানাতে বলা হয় ওই ৫টি পুরসভাকে। সিবিআই সূত্রে খবর, বাকি পুরসভাগুলি থেকে যে সমস্ত নথি মিলেছে, তা নিয়োগ দুর্নীতি তদন্তে যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই সমস্ত নথি সামনে রেখেই আগামীদিনে ওই পুরসভাগুলির আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করার ভাবনা ছিল সিবিআইয়ের।
পুরসভায় নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআই তদন্তের রায়ই বহাল রাখে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বহাল রইল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চের নির্দেশ। বিষয়টি নিয়ে শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা।
শিক্ষা থেকে পুরসভায় নিয়োগে দুর্নীতি, পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে আরও বড় রূপ নিয়েছে! পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের রায় বহাল রেখে এমনই পর্যবেক্ষণের কথা উল্লেখ করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ফলে ২ মাস ধরে একাধিক আদালত ঘুরেও কোনও স্বস্তি পেল না রাজ্য সরকার। পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত নিয়ে ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেল তারা। দুই সিঙ্গল বেঞ্চের পরে ডিভিশন বেঞ্চেও খারিজ হয়ে গেল রাজ্য সরকারের আবেদন।
বহাল রইল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া সিবিআই তদন্তের নির্দেশ। হাইকোর্টের ডিভিশন বেঞ্চও পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের পক্ষেই রায় দিল। পুর-নিয়োগ দুর্নীতিতে রাজ্য সরকারের ধাক্কা সিবিআই-রায় বহাল ডিভিশন বেঞ্চের ৮ জুন হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলা ওঠার আগের দিনই উত্তর ২৪ পরগনার ১২ এবং নদিয়ার ২টি পুরসভায় হানা দেয় সিবিআই।
কেন্দ্রীয় গোয়েন্দারা পৌঁছে যান, সল্টলেকে পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমের অফিসেও। এবার সেই সংক্রান্ত মামলার রায়ে সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বড় ধাক্কা খেল রাজ্য সরকার।