CBI: কেন্দ্রীয় প্রকল্পের টাকায় গরমিলের অভিযোগ, রাজ্যের বিরুদ্ধে তদন্তে প্রস্তুত সিবিআই
Kolkata News:

কলকাতা: 'আদালত নির্দেশ দিলে প্রাথমিক অনুসন্ধানে প্রস্তুত সিবিআই', কেন্দ্রীয় প্রকল্পের ২ লক্ষ ২৯ হাজার কোটি টাকার গরমিলের অভিযোগ। কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয়ছয়ের অভিযোগ রাজ্যের বিরুদ্ধে। গরমিলের অভিযোগে দায়ের হওয়া জনস্বার্থ মামলার প্রসঙ্গে জানাল সিবিআই। আদালতে জানালেন সিবিআইয়ের আইনজীবী। ২০২১ সালের ক্যাগের রিপোর্টকে হাতিয়ার করে জনস্বার্থ মামলা দায়ের । জনস্বার্থ মামলা দায়ের করেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। আগামী সপ্তাহে এই মামলার ফের শুনানি।
কেন্দ্রের দেওয়া মিড ডে মিলের টাকা অন্যখাতে খরচের অভিযোগ উঠেছে আগেই। মিড ডে মিলের টাকা অন্যখাতে খরচের অভিযোগ নিয়ে পঞ্চায়েত ভোটের মুখে ফের, তুঙ্গে উঠেছে তৃণমূল ও বিজেপির সংঘাত।
বগটুইয়ের ঘটনায় যে সমস্ত মানুষগুলিকে আর্থিক সহায়তা করা হয়েছিল, সেই টাকাও কেন্দ্রীয় স্কিম, মিড ডে মিল থেকে দেওয়া হয়েছে, এই অভিযোগ করা হয়েছিল। এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেছিলেন, মিড ডে মিলে যদি সুদের টাকা সঞ্চিত হয়, সেই টাকা দিয়ে ভাল ভাল খাওয়ার দেওয়ার কথা, থালা-বাটি কিনে দেওয়ার কথা, রান্না ঘর তৈরি করে দেওয়য়ার কথা, সেই টাকা দিয়ে মুখ্যমন্ত্রীর কম্বল বিতরণ, সভায় লোক আনার গাড়ির বিল, দুয়ারে সরকারের মাছ-মাংস-গলদা চিংড়ির বিল মেটানোর কথা নয়।
আরও পড়ুন, অ্যাডিনো ভাইরাসে মৃত্যু শিশুদের, বাড়ছে আক্রান্তের সংখ্যাও, নয়া নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
এদিকে, সংঘাতের আবহেই রাজ্যের শিক্ষা দফতরের জন্য বড় অঙ্কের অর্থ অনুমোদন করল কেন্দ্র। ২০২৩-’২৪ শিক্ষাবর্ষে সমগ্র শিক্ষা বিষয়ের জন্য ২ হাজার ৬৫০ কোটি টাকা মঞ্জুর করল কেন্দ্রীয় সরকার। স্কুলের পরিকাঠামো উন্নয়নের জন্যও বাড়তি ২৪৮ কোটি। টাকা অনুমোদন করেছে কেন্দ্র। জুনের মধ্যেই প্রথম দফার টাকা আসবে রাজ্যে। স্কুল শিক্ষা দফতর সূত্রে এই খবর মিলেছে। শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিগত সহায়তার জন্য ইতিমধ্যেই টাস্ক ফোর্স গঠন করেছে রাজ্য সরকার।






















