Adenovirus: অ্যাডিনো ভাইরাসে মৃত্যু শিশুদের, বাড়ছে আক্রান্তের সংখ্যাও, নয়া নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
Adeno Virus Health Advisory: সব সরকারি হাসপাতাল, মেডিক্যাল কলেজে ২৪ ঘণ্টা 'এআরআই' ক্লিনিক
সন্দীপ সরকার, কলকাতা: রাজ্যে আতঙ্ক বাড়াচ্ছে অ্যাডিনো ভাইরাস (Adenovirus)। এই পরিস্থিতিতে অ্যাডভাইসরি জারি করল স্বাস্থ্য দফতর (Health Department)। সব সরকারি হাসপাতাল, মেডিক্যাল কলেজে ২৪ ঘণ্টা 'এআরআই' ক্লিনিক। সেই নির্দেশিকায় বলা হয়েছে, শ্বাসকষ্টজনিত রোগের চিকিৎসার জন্য ২৪ ঘণ্টা সরকারি হাসপাতালে ক্লিনিক খোলা হচ্ছে। আউটডোরের বাইরেও মেডিক্যাল কলেজে আলাদাভাবে খোলা হবে ক্লিনিক। এমার্জেন্সিতে ২৪ ঘণ্টা শিশুরোগ বিশেষজ্ঞ থাকবে, জানাল রাজ্য সরকার। কোভিডের জন্য বরাদ্দ ওয়ার্ডে ভর্তি করা যাবে মা-শিশুকে, জানাল সরকার। ২৪ ঘণ্টা হেল্পলাইনও খোলা হবে। এমনকী কোভিডের সময় ব্যবহৃত ভেন্টিলেটর প্রয়োজনে ব্যবহার করা হবে শিশুদের জন্যও।
এছাড়াও বলা হয়েছে, ভিড় থেকে দূরে রাখুন শিশুকে। পাশাপাশি শিশুদের মাস্ক ব্যবহার করার পরামর্শ দিয়েছে সরকার। নির্দেশিকায় বলা হয়েছে, 'হাসপাতালের সুপারের অনুমতি ছাড়া জেলা থেকে রেফার নয়।' ইতিমধ্যেই ৫টি হাসপাতালকে শিশু-চিকিৎসার হাব হিসেবে ঘোষণা করা হয়েছে। বিসি রায় হাসপাতাল, ন্যাশনাল মেডিক্যাল, উত্তরবঙ্গ মেডিক্যাল বাঁকুড়া, মালদা মেডিক্যাল কলেজে এবার শিশু চিকিৎসার হাব করা হয়েছে। বেসরকারি হাসপাতালের চিকিৎসকদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এই নির্দেশিকায়।
এদিকে, ২৪ ঘণ্টায় কলকাতা মেডিক্যাল কলেজ ও বিসি রায় হাসপাতালে মৃত্যু হল আরও ৫ শিশুর। জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও অ্যাডিনো ভাইরাসের সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন নবান্ন। ভিড় উপচে পড়ছে কলকাতার হাসপাতালগুলিতে। জেনারেল থেকে আইসিইউ, শিশু বিভাগে কার্যত কোথাও বেড খালি নেই।
আরও পড়ুন, বেডের হাহাকার, ভর্তি ICU, তবু কোন উপসর্গগুলি দেখলে শিশুকে নিয়ে যেতেই হবে হাসপাতালে?
স্বাস্থ্য দফতর রেফারে রাশ টানার নির্দেশ দেওয়ার পরেও, জেলা থেকে কলকাতায় এসেই চলেছে একের পর এক রোগী। আর এই পরিস্থিতির জন্য রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে কাঠগড়ায় তুলল বিজেপি। তাঁদের তরফে বলা হয়েছে, এই মৃত্যুর জন্য় রাজ্য সরকারই দায়ী। কারণ তারা শুধু হাসপাতালের নামে বড় বড় বিল্ডিং করেছে। কিন্তু কোনও পরিকাঠামো নেই। জেলা থেকে প্রচুর রেফার হচ্ছে। বিভিন্ন জেলায় চিকিৎসা ঠিকঠাক হলে এই পরিস্থিতি হত না।
ইতিমধ্যেই, বেলেঘাটা আইডি হাসপাতালে শিশুদের চিকিৎসার জন্য ২৫টি বেড চালু করা হয়েছে। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, পরিস্থিতি দেখে বেড বাড়িয়ে ৫০টা পর্যন্ত করা হতে পারে।