CBI: গরুপাচার মামলায় সিউড়ি ও বোলপুরের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আধিকারিকদের CBI তলব, আজই জিজ্ঞাসাবাদ
সূত্রের খবর, গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য জানতে ৪ ব্যাঙ্ক আধিকারিককে বেশ কিছু নথি আনতে বলা হয়েছে নথি।
প্রকাশ সিনহা: গরুপাচার মামলায় সিউড়ি (Suri) ও বোলপুরের (Bolpur) ৪টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ৪ আধিকারিককে ডেকে পাঠাল সিবিআই (CBI)। আজই নিজাম প্যালেসে (Nizam Palace) জিজ্ঞাসাবাদ। সূত্রের খবর, গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য জানতে ৪ ব্যাঙ্ক আধিকারিককে বেশ কিছু নথি আনতে বলা হয়েছে। সিবিআই (CBI) সূত্রে দাবি, ইতিমধ্যেই অনুব্রত ও তাঁর পরিবারের সদস্যদের নামে প্রায় ১৭ কোটি টাকার ফিক্সড ডিপোজিট তাদের হাতে এসেছে। এ ছাড়া, অনুব্রতর আত্মীয় ও ঘনিষ্ঠদের নামেও একাধিক ব্যাঙ্কে টাকা রাখা হয়েছে বলে কেন্দ্রীয় গোয়েন্দাদের অনুমান। সেই সূত্রেই বোলপুর ও সিউড়ির ৪ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ৪ আধিকারিককে জিজ্ঞাসাবাদ। খবর সূত্রের।
সায়গল হোসেনের ১৪ দিনের জেল হেফাজত: এদিকে গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে (Saigal Hossain) ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আসানসোলের (Asansol) বিশেষ সিবিআই আদালত (CBI )। ১৫ সেপ্টেম্বর ফের আদালতে পেশ করার নির্দেশ। আজ সকাল ১০টা নাগাদ আসানসোল জেল থেকে সিবিআই আদালতে আনা হয় সায়গলকে। এক প্রবীণ আইনজীবীর মৃত্যু হওয়ায় আজ আদালতে কর্মবিরতি চলায়, কোনও শুনানি হয়নি। সায়গলকে (Saigal Hossain) আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী।
সম্প্রতি গরু পাচারকাণ্ড (Cow Smuggling Case) নিয়ে মুখ খুললেন আরও এক তৃণমূল বিধায়ক (TMC)। কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনওয়াজ বললেন, বীরভূমের পর মুর্শিদাবাদ (Murshidabad), নদিয়া সব পেরিয়ে গরু পাচার হয় বিভিন্ন জায়গায়, সেই সব জেলার প্রশাসন-পুলিশ, সমস্ত রাজনৈতিক নেতা সমস্ত ব্যাপারগুলো হয়েই তো এগুলো হয়। গরু পাচার মামলা ঘিরে যখন তোলপাড় রাজ্য রাজনীতি, তখনই এই বিস্ফোরক মন্তব্য করলেন খোদ তৃণমূলেরই দাপুটে বিধায়ক শেখ শাহনওয়াজ। আর ভৌগোলিক অবস্থান অনুযায়ী তিনি পূর্ব বর্ধমানের বিধায়ক হলেও, কয়েকদিন আগে পর্যন্ত তাঁর বিধানসভা কেন্দ্র কেতুগ্রামের তৃণমূলের দায়িত্বে ছিলেন অনুব্রত মণ্ডল ! আর সেই দাপুটে তৃণমূল নেতাই গরু পাচার নিয়ে অকপট।
গ্রেফতার এনামুল ঘনিষ্ঠ এক ব্যবসায়ীছ অন্যদিকে গতকাল গরুপাচারকাণ্ডে সিআইডি-র হাতে জঙ্গিপুর থেকে গ্রেফতার হয় এনামুল ঘনিষ্ঠ এক ব্যবসায়ী। নিলামে গরু কিনে মৃত বা নিখোঁজ দেখিয়ে তা তিনি বাংলাদেশে পাচার করতেন বলে অভিযোগ। ধৃতের ১২ তারিখ পর্যন্ত CID হেফাজত।