(Source: ECI/ABP News/ABP Majha)
Chandrayaan 3 Landing : 'চন্দ্রাভিযান রাজনীতির ঊর্ধ্বে, গোটা ভারতের গর্ব', মন্তব্য মদন মিত্রের
Madan on Chandrayaan 3 :চাঁদের মাটির উপর থেকে কয়েকটি ধাপে গতি কমিয়ে নামবে ল্যান্ডার। শেষ মুহর্তে বিক্রমের গতি কমানোই ইসরোর কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। চন্দ্রাভিযান নিয়ে কী বললেন মদন মিত্র ?
কলকাতা: আর মাত্র কয়েক ঘণ্টা। আজ সন্ধে ৬ টা ৪ মিনিটে চাঁদের বুকে নামবে চন্দ্রযান ৩ (Chandrayaan 3 Landing)। স্বাভাবিকভাবেই ভীষণভাবে অপেক্ষায় সারাদেশ। মঙ্গল কামনায় মন্দির তথা মসজিতে চলছে প্রার্থনা। এমনই এক পরিস্থিতির মাঝে নিজের প্রতিক্রিয়া দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। তিনি বলেছেন, 'চন্দ্রাভিযান রাজনীতির ঊর্ধ্বে, গোটা ভারতের গর্ব।'
দক্ষিণ আফ্রিকা থেকে ভার্চুয়ালি চন্দ্রযানের লাইভ অবতরণ দেখবেন প্রধানমন্ত্রী
উল্লেখ্য, চাঁদের মাটির উপর থেকে কয়েকটি ধাপে গতি কমিয়ে নামবে ল্যান্ডার। শেষ মুহর্তে বিক্রমের গতি কমানোই ইসরোর কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। আরও বড় চ্যালেঞ্জ দক্ষিণ মেরু সন্নিহিত বন্ধুর এলাকায় চন্দ্রযানকে সফট ল্যান্ডিং করানো। দক্ষিণ আফ্রিকা থেকে ভার্চুয়ালি চন্দ্রযানের লাইভ অবতরণ দেখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের চন্দ্রাভিযান যাতে পাকিস্তানেও দেখা যায় তার জন্য আবেদন জানিয়েছেন ইমরানের মন্ত্রিসভার প্রাক্তন মন্ত্রী ফওয়াদ চৌধুরি।
চাঁদের মাটিতে পা রাখার অপেক্ষায় ভারত
আর মাত্র কিছুক্ষণ, চাঁদের মাটিতে পা রাখার অপেক্ষায় ভারত। চাঁদের দক্ষিণ মেরু সন্নিহিত বন্ধুর এলাকায় নামবে 'বিক্রম'। ইতিহাসের দোরগোড়ায় ভারত, চাঁদের বুকে পা দেওয়া সময়ের অপেক্ষা। কয়েকটি ধাপে গতি কমিয়ে চাঁদের বুকে নামতে চলেছে ল্যান্ডার 'বিক্রম'। দক্ষিণ আফ্রিকা থেকে ভার্চুয়ালি চন্দ্রযানের লাইভ অবতরণ দেখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের চন্দ্রাভিযান যাতে পাকিস্তানেও দেখা যায় তার জন্য আবেদন জানিয়েছেন ইমরানের মন্ত্রিসভার প্রাক্তন মন্ত্রী ফওয়াদ চৌধুরি।
আরও পড়ুন,আবহাওয়ার বদল আজ থেকেই, ভারী বৃষ্টির সম্ভাবনা এই জেলাগুলিতে
ভারতীয় সময় সন্ধে পৌনে ৬ টা থেকে শুরু হবে অবতরণ প্রক্রিয়া
আজ ভারতীয় সময় সন্ধে পৌনে ৬ টা থেকে শুরু হবে অবতরণ প্রক্রিয়া। চাঁদের মাটিতে ৩০ কিলোমিটার ওপর থেকে নামবে বিক্রম। নামার সময় সমান্তরাল গতিবেগ থাকবে প্রতি সেকেন্ডে ১.৬৮ কিলোমিটার। চাঁদের মাটি থেকে ৭.৪ কিলোমিটার ওপরে যখন ল্যান্ডার পৌঁছবে, তখন তার সমান্তরাল গতিবেগ হবে ৩৫৮ মিটার প্রতি সেকেন্ড। সেই সময় বিক্রমের ওপর থেকে নীচে নামার গতিবেগ থাকবে ৬১ মিটার প্রতি সেকেন্ডের কম। এরপর চাঁদের মাটি থেকে ৬.৮ কিলোমিটার উঁচুতে যখন চন্দ্রযান থাকবে, তখন সমান্তরাল গতিবেগ কমে হবে ৩৩৬ মিটার প্রতি সেকেন্ড। ওপর থেকে নীচে নামার গতিবেগ বদলে হবে সেকেন্ডে ৫৯ মিটারের কম। এরপরে চাঁদের মাটি থেকে ১৩০০ মিটার ওপরে যখন পৌঁছবে বিক্রম, তখন সমান্তরাল এবং উল্লম্ব গতিবেগ দুইই এসে পৌঁছবে শূন্যে। এরপর সফট ল্যান্ডিং করবে চন্দ্রযান তিন।