Chiranjeet Chakraborty: "এদিক-সেদিক ছড়িয়ে আছে আমার বান্ধবীরা,ভয় লাগে", পার্থর গ্রেফতারি নিয়ে মন্তব্য চিরঞ্জিতের
Chiranjeet Chakraborty's Remarks: দলের নেতার গ্রেফতারি প্রসঙ্গে পূর্ব মেদিনীপুরে মেচেদায় একটি অনুষ্ঠান থেকে প্রতিক্রিয়া দিলেন চিরঞ্জিৎ চক্রবর্তী।
বিটন চক্রবর্তী , পূর্ব মেদিনীপুর: স্কুল নিয়োগে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। হাইকোর্টের নির্দেশে আজ এয়ার অ্যাম্বুলেন্স করে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হয়েছে পার্থকে। দলের নেতার গ্রেফতারি প্রসঙ্গে পূর্ব মেদিনীপুরে মেচেদায় একটি অনুষ্ঠান থেকে প্রতিক্রিয়া দিলেন চিরঞ্জিৎ চক্রবর্তী।
কী জানিয়েছেন অভিনেতা?
তৃণমূল বিধায়ক বলেন, "এদিক-সেদিক ছড়িয়ে আছে আমার বান্ধবীরা। তাই ভয় লাগে।একইসঙ্গে তাঁর দাবি, এর পিছনে বিজেপির চক্রান্ত থাকতে পারে।
View this post on Instagram
এদিকে, আজ এয়ার অ্যাম্বুল্যান্সে করে সকাল ৯.৫০ নাগাদ ভুবনেশ্বরে পৌঁছলেন পার্থ চট্টোপাধ্যায়। এরপর তাঁকে নিয়ে যাওয়া হবে ভুবনেশ্বর এইমসে। সকাল সাড়ে ৭টা নাগাদ পার্থকে এসএসকেএম থেকে অ্যাম্বুল্যান্সে বার করা হয়। বিমানবন্দরে পৌঁছনোর পর সকাল ৮.৩৫ নাগাদ উড়ে যায় পাথর্র এয়ার অ্যাম্বুল্যান্স। পার্থর সঙ্গে একই বিমানে ভুবনেশ্বর রওনা দেন ইডি-র অফিসার মিথিলেশকুমার মিশ্র, এসএসকেএমের কার্ডিওলজি বিভাগের চিকিত্সক তুষারকান্তি পাত্র ও পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী অনিন্দ্যকিশোর রাউত। ভুবনেশ্বরে পৌঁছনোর পর সকাল ৯টা নাগাদ ভুবনেশ্বর বিমানবন্দরে পৌঁছনোর কথা। এরপর অ্যাম্বুল্যান্সে করে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হবে এইমসে। সেখানে কার্ডিওলজি, নেফ্রোলজি, এন্ডোক্রিনোলজিস্ট, এবং রেসপিরেটরি মেডিসিন বিভাগের বিশেষজ্ঞদের নিয়ে ৪ জনের মেডিক্যাল টিম তৈরি করা হয়েছে। এসএসকেএমের রিপোর্ট রিপোর্ট খতিয়ে দেখে পার্থ চট্টোপাধ্যায়ের পরবর্তী চিকিত্সার ব্যাপারে সিদ্ধান্ত নেবে এইমসের মেডিক্যাল টিম।