RG Kar Update: কাল থেকেই আরজি করে সুরক্ষার দায়িত্বে CISF, কোথায় থাকবে কলকাতা পুলিশ?
RG Kar Hospital Security: আপাতত থাকবে ২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর থাকার জন্য পরিকাঠামো তৈরি করে দেবে পুলিশ।
![RG Kar Update: কাল থেকেই আরজি করে সুরক্ষার দায়িত্বে CISF, কোথায় থাকবে কলকাতা পুলিশ? cisf is taking charge of RG Kar medical college security from Thursday RG kar incident Kolkata Police RG Kar Update: কাল থেকেই আরজি করে সুরক্ষার দায়িত্বে CISF, কোথায় থাকবে কলকাতা পুলিশ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/21/156c041170400bc7c046d0ca26c0e9dc1724250857795385_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: আগামীকাল থেকেই আরজি কর মেডিক্যালের সুরক্ষার দায়িত্ব নিচ্ছে আধা সেনা। সূত্রের খবর, হাসপাতালের ভিতরে চিকিৎসক-কর্মীদের সুরক্ষা দেবে CISF আর হাসপাতালের বাইরের আইনশৃঙ্খলার বিষয় দেখবে কলকাতা পুলিশ। এদিন লালবাজারে পুলিশকর্তাদের সঙ্গে বৈঠক করেন CISF কর্তৃপক্ষ। সূত্রের খবর, আপাতত স্থির হচ্ছে আরজি কর মেডিক্যাল কলেজে আপাতত থাকবে ২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর থাকার জন্য পরিকাঠামো তৈরি করে দেবে পুলিশ।
সুপ্রিম কোর্টের (Supreme Court of India) নির্দেশে আরজি কর মেডিক্যাল কলেজের নিরাপত্তার দায়িত্ব নিতে চলেছে CISF। পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন সকালেই হাসপাতালে এসেছিলেন CISF-এর ডিআইজি। হাসপাতাল এবং হস্টেলের নিরাপত্তার দায়িত্ব নেবে CISF, হাসপাতালের কোন জায়গায় কত সংখ্যক জওয়ান মোতায়েন করতে হবে এবং কীভাবে নিরাপত্তা সুনিশ্চিত করা যায়, রূপরেখা ঠিক করতে কথা বলেন পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। ঘুরে দেখেছেন জরুরি বিভাগ। ১৪ অগাস্ট রাতে ভাঙচুর করা হয়েছিল এই জরুরি বিভাগেই। এরপর সন্ধেয় স্থির হল আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে এই হাসপাতালের অন্দরে সুরক্ষার দায়িত্ব নিচ্ছে cisf
সকালে কী কী দেখেছেন CISF-এর DIG?
এদিন দু’দফায় আরজি কর (RG Kar Medical College) মেডিক্যালে যান CISF-এর আধিকারিকরা। সকাল ৯টা নাগাদ টিম নিয়ে পৌঁছন CISF-এর DIG কুমারপ্রতাপ সিং। হাসপাতালে কতগুলো বিল্ডিং রয়েছে, কোন বিল্ডিংয়ে কতগুলি বিভাগ, হাসপাতালে কতগুলি গেট রয়েছে, পুলিশের সংখ্যা কত, কোন জায়গায় কত আধাসেনা মোতায়েন করতে হবে এবং কীভাবে নিরাপত্তা সুনিশ্চিত করা যায়, তার রূপরেখা ঠিক করতে কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এবং হাসপাতালের প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথা বলেন CISF-এর DIG. ১৪ অগাস্ট মধ্যরাতে হাসপাতালের যে গেট দিয়ে হামলাকারীরা ঢুকেছিল, এদিন সেখানেও যান তিনি। দ্বিতীয় দফায় CISF-এর DIG-র সঙ্গে আর জি কর মেডিক্যালে গিয়ে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন CISF-এর IG শিখর সহায়। অন্যদিকে, প্রথম দিনের পর আর হাসপাতালে আসেননি নতুন অধ্যক্ষ সুহৃতা পাল। সূত্রের খবর, স্বাস্থ্য ভবন থেকেই দায়িত্ব সামলাচ্ছেন তিনি। হাসপাতালে নিয়মিত আসছেন উপাধ্যক্ষ বুলবুল মুখোপাধ্যায়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বোনাস বাড়ল সিভিক ভলান্টিয়ারদের, কত টাকা বাড়াল রাজ্য?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)