21 July: '৭০-৮০ হাজার বার্ধক্য পেনশনের অনুরোধ এসেছে, করে দেব', বাংলার টাকাতেই নতুন আশ্বাস মুখ্যমন্ত্রীর
CM Mamata Banerjee: শহিদ দিবসের মঞ্চ থেকে বার্ধক্য পেনশনের আশ্বাস মুখ্য়মন্ত্রীর। বললেন, 'সরাসরি মুখ্যমন্ত্রীর প্রোগ্রামে ৩ লক্ষ ফোন এসেছে। তাতে ৭০-৮০ হাজার বার্ধক্য পেনশনের অনুরোধ এসেছে। আমি করে দেব।'
কলকাতা: শহিদ দিবসের মঞ্চ থেকে বার্ধক্য পেনশনের আশ্বাস মুখ্য়মন্ত্রীর (CM Mamata Banerjee)। বললেন, 'সরাসরি মুখ্যমন্ত্রীর প্রোগ্রামে ৩ লক্ষ ফোন এসেছে। তাতে ৭০-৮০ হাজার বার্ধক্য পেনশনের (Old Age Pension) অনুরোধ এসেছে। আমি করে দেব।'
কী বললেন?
তাঁর আশ্বাস, 'আমরা আরও কয়েকলক্ষ বার্ধক্য পেনশনের ব্যবস্থা করতে যাচ্ছি। তবে এটা কেন্দ্রীয় সরকারের টাকা নয়, বাংলার টাকা। অনেক বয়স্ক মানুষ রয়েছেন। কেউ লক্ষ্মীর ভাণ্ডারে জায়গা পাবেন, কেউ সংখ্যালঘু তহবিলে জায়গা পাবেন, কেউ অন্য কোনও প্রকল্পে অ্যাডজাস্ট হবেন।' বাংলার বাড়ি প্রকল্পের প্রসঙ্গ টেনে বিজেপিকে বিঁধতে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, '১১ লক্ষ বাড়ি তৈরি হবে বলেও আটকে দিয়েছে। এটা বাড়ি বাংলার বাড়ি। আমরা নিজেদের টাকা দিয়ে তৈরি করব। করব কেন, করেছি। বাংলার বাড়ি দুই পর্যায়ে করব। এই বছর আমরা ১১ লক্ষ বাড়ির পরিকল্পনা রয়েছে।' আশ্বাস দিলেন ১০০ দিনের কাজ নিয়েও। বললেন, 'এমনিতেই ৩০-৪০ দিনের কাজ হয়। ওই কাজটা যত ক্ষণ কেন্দ্রীয় সরকার টাকা না দেবে, আমরা জব কার্ড হোল্ডারদেরই ১০০ দিনের কাজের ব্যবস্থা করে দেব।'
আর যা...
এদিন শহিদ দিবসের মঞ্চ থেকে I-N-D-I-A-র কথা প্রত্যাশিত ভাবেই উঠে আসে মুখ্য়মন্ত্রীর মুখে। বললেন, 'আমি খুশি যে '২৪-র আগে I-N-D-I-A নামে একটি জোট তৈরি করতে পেরেছি। আজ ভারতে যে লড়াই হোক না কেন, তা I-N-D-I-A-র ব্যানারে হবে।'...শহিদ দিবসের মঞ্চ থেকে আরও একবার তিনি বলে দিলেন, 'চেয়ারকে কেয়ার করি না। কোনও চেয়ার আমাদের চাই না। আমরা চাই, দেশ থেকে রাজনৈতিক ভাবে বিজেপি বিদায় নিক। কারণ বিজেপিকে আর সহ্য করা যাচ্ছে না।' সেই প্রসঙ্গেই বাংলার সামাজিক সুরক্ষা প্রকল্পের কথা উঠে আসে। মমতা বলেন, 'বাংলায় এত প্রকল্প। ...প্রায় ৬৭টি মতো। আর কোনও রাজ্য়ে নেই। বিশ্বে নেই। সামাজিক সুরক্ষায় আমরা প্রথমে।' ঠিক সেই কারণেই 'জ্বলছে' বিজেপি, স্পষ্ট জানিয়ে দিলেন তৃণমূলনেত্রী। বললেন, 'নীতি আয়োগ বলছে, গত এক বছরে ১১ শতাংশ দারিদ্র কমিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ। আর দশ বছরের হিসেবে ২৬ শতাংশ। বাংলায় কর্মসংস্থান বেড়েছে ৪০ শতাংশ, আর গোটা ভারতে ৪৫ শতাংশ কমেছে।' এবারের শহিদ দিবসে পঞ্চায়েত নির্বাচনেক অশান্তি ও প্রাণহানির অভিযোগ যে তৃণমূল সরকারের অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে, তা নিয়ে জল্পনা ছড়াচ্ছিল। কিন্তু মুখ্যমন্ত্রী সেই প্রসঙ্গও একেবারে স্ট্রেট ব্যাটে খেলেছেন। স্পষ্ট করে বলে দেন, 'পঞ্চায়েতে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। আমরা সমর্থন করিনা। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ব্যবস্থা নিয়েছি।'
আরও পড়ুন:'সারা দেশবাসী লজ্জিত...কখনও মাফ করা হবে না', কড়া প্রতিক্রিয়া মোদির